জাতিসংঘের সাধারণ পরিষদ
১. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনঅনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর:- লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
২. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য ?
উত্তর:- সাধারণ পরিষদের।
৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে ?
উত্তর:- সভাপতি।
৪. জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
৫. অছি পরিষদ কার অধীনে কাজ করে?
উত্তর : সাধারণ পরিষদের।
৬. সাধারণ পরিষদের অপর নাম কী ?
উত্তর:- আলোচনা পরিষদের।
৭. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কত ?
উত্তর:- ১ বছর ।
৮. সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা কয়টি ?
উত্তর:- ৭ টি ।
৯. সাধারণ পরিষদের সভাপতির নির্বাচিত হন কি ভাবে ?
উত্তর:-সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে ।
১০. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?
উত্তর:- সাধারণ পরিষদে।