জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
১. জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় ?→১৯৪৮ সালে (মিশন- UNTSO)।
২. UNTSO এর পূর্ণরূপ কী ?→ United Nations Truce Supervision Organization.
৩. জাতিসংঘের প্রথম শান্তি মিশন যে দেশে পাঠানো হয় ?→ ফিলিস্তিনে।
৪. জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে ?→ ১৯৮৮ সালে।
৫. জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর শিরস্ত্রাণ/হেলমেটের রং ?→ নীল।
৬. আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ?→ ২৯ মে।
৭. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় ?→২০০৭ সালে লাইবেরিয়ায় ।
৮. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিহতদের জন্য জাতিসংঘ মহাসচিবের দেওয়া পদকের নাম ?→ “দ্যাগ হ্যামারশোল্ড মেডেল‘।
৯. জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সর্বাধিক ব্যয় বহনকারী দেশ ?→ যুক্তরাষ্ট্র।
১০. জানুয়ারি ২০২০ সালের তথ্যানুসারে জাতিংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে শীর্ষে রয়েছে ?→ বাংলাদেশ (দ্বিতীয়– ইথিওপিয়া) ।
১১. বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম চলছে ?→ ১৩টি মিশনে।
১২. মোট মিশন ৭১টি।
১৩. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সৈন্যদের স্মরণে ‘পিস মনুমেন্ট‘ রয়েছে?→ ঢাকার শেরে বাংলা নগরে।
১৪. বাংলাদেশ প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ?→ ১৯৯৮ সালে
১৫. বাংলাদেশ জাতিসংঘের যে মিশনে প্রথম শান্তিরক্ষী বাহিনী পাঠায় ?→ ইরাক- ইরান মিশন ।