জি - ৭
১. G-7 এর পূর্ণরূপ কী ?→→ Group of Seven.
২. G-7 কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→১৯৭৫ সালে।
৩. G-7 এর সদর দপ্তর কোথায় ?→→ নেই।
৪. G-7 এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→ ৭টি।
৫. G-7 এর দেশগুলো কি কি ? →→যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। (২০১৪ সালে রাশিয়া এ সংস্থা থেকে বাদ পড়ে)।
৬. G-7 এর একমাত্র এশীয় দেশ কোনটি ? →→ জাপান।
৭. G-7 ভূক্ত ইউরোপীয় দেশ কোয়টি ?→→ ৩টি।
৮. G-7 এর পূর্ব নাম কি ? →→G-8.
৯. G-7 এর ভূক্ত একমাত্র এশিয় দেশ কোনটি ? →→ জাপান ।