জি-৭৭
১. G-77এর পূর্ণরূপ কী ?→→ Group of-77
২. G-77 কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→ ১৫ জুন, ১৯৬৪ সালে।
৩. G-77 এর সদর দপ্তর কোথায় ?→→ নেই।
৪. G-77 এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→১৩৪ টি।
৫. G-77 এর সর্বশেষ সদস্য দেশ কে ? →→দক্ষিন সুদান।
৬. G-77 গঠনের উদ্দেশ্য কী ? →→তৃতীয় বিশ্বের তথা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজিক স্বার্থ রক্ষা করা।
৭. G-77 ত্যাগকারী দেশ সমূহ : →→ নিউজল্যান্ড মেক্সিকো, দ. কোরিয়া, পালাউ, মাল্টা,সাইপ্রাস, ও রোমানিয়া।