Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ - bdjobbooks

admin 0 Comments

আন্তর্জাতিক বিষয়াবলী

  • বিশ্বের বৃহত্তম
  • নোবেল পুরস্কার
  • নোবেল বিজয়ী মুসলিমদের তালিকা
  • বিশ্বের ইতিহাসে প্রথম নারী
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • আন্তর্জাতিক নদ নদী বিষয়ক
  • বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ
  • রাজনৈতিক ও কূটনীতিক পরিভাষা
  • বিশ্বের উচ্চতম
  • বিশ্বের দীর্ঘতম
  • বিশ্বের গভীরতম
  • বিশ্বের ক্ষুদ্রতম
  • বিশ্বের বিখ্যাত যাদুঘর
  • বিশ্বের বিখ্যাত মরুভূমি
  • বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানা
  • বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
  • বিশ্বের বিখ্যাত লাইব্রেরি
  • বিশ্বের বিখ্যাত প্রণালী সমূহ
  • বিভিন্ন দ্বীপের অবস্থান ও মালিকানা
  • বিভিন্ন গেরিলা ও অন্যান্য সংস্থা
  • বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ ও অঞ্চল
  • বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
  • বিভিন্ন দেশের বিপ্লব সমূহ
  • বিভিন্ন দেশের বিমান সংস্থা
  • বিশ্বের বিখ্যাত সংবাদপত্র
  • বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
  • বিশ্বের বিভিন্ন স্কয়ার সমূহ
  • বিশ্বের বিভিন্ন লাইন ও সীমারেখা
  • বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ
  • বিভিন্নদেশের নতুন ও পুরাতননাম
  • বিভিন্ন শব্দের অর্থ
  • বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
  • বিভিন্ন বিষয়ের জনক
  • বিখ্যাত ব্যাক্তিদের উক্তিসমূহ
  • বিভিন্ন পরিমাপক যন্ত্র
  • বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম
  • বিভিন্ন দেশের আইনসভা নাম
  • বিভিন্ন দেশের রাজনৈতিক দল
  • বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ
  • বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও ছদ্মনাম
  • বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
  • বিশ্বের বিখ্যাত সমুদ্রবন্দরের তালিকা
  • বিশ্বের বিখ্যাত উপজাতি ও অবস্থান সমূহ
  • বিভিন্ন দেশের ভাষার নাম
  • উৎপাদনে শীর্ষ দেশ
  • রপ্তানিতে শীর্ষ দেশ
  • বিভিন্ন দেশের রাজধানী নাম
  • বিভিন্ন দেশের মুদ্রা
  • পৃথিবীর পরিচিতি
  • এশিয়া মহাদেশ
  • ইউরোপ মহাদেশ
  • আফ্রিকা মহাদেশ
  • উত্তর আমেরিকা মহাদেশ
  • দক্ষিণ আমেরিকা মহাদেশ
  • ওশেনিয়া মহাদেশ
  • এন্টার্কটিকা মহাদেশ
  • আমদানি ও রপ্তানি
  • প্রথম বিশ্বযুদ্ধ
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • এক কক্ষ বিশিষ্ট আইনসভা
  • দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
  • বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
  • আন্তর্জাতিক দিবস সমূহ
  • ইতিহাসের বিখ্যাত কিছু যুদ্ধ
  • বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন
  • বিভিন্ন দেশের সচিবালয়
  • বিভিন্ন দেশের স্বাধীনতা ও উপনিবেশ
  • বিভিন্ন বর্ষপূর্তির নাম সমূহ
  • বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • এশিয়া মহাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল সমূহ
  • উপমহাদেশে ইউরোপীয়দের আগমন
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন খেলার সাথে জড়িত শব্দ
  • ক্রিকেট খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থের নাম
  • জাতিসংঘ জলবায়ু সম্মেলন
  • বিভিন্ন দেশের জাতীয় খেলা
  • বিভিন্ন দেশের স্থানীয় নাম
  • এশিয়া মহাদেশের দেশসমূহ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ? উত্তর:– ১ সেপ্টেম্বর ১৯৩৯

২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে ? উত্তর:– ২ সেপ্টেম্বর ১৯৪৫

৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ? উত্তর:- জার্মান কর্তৃক পোল্যান্ডকে আক্রমণের মাধ্য দিয়ে।

৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে? উত্তর: (অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে )।

৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশেগুলো কী কী ?উত্তর:- জাপান, জার্মানি ও ইতালি।

৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দেশেগুলো কী কী ?উত্তর:- ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার টেস্ট ছিল কোন দেশ ? উত্তর:- বেলজিয়াম ।

৮. জাপান মার্কিন নৌ–ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে কবে ? উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১।

৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে সারাসরি যুদ্ধে যোগদান করে? উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১।

১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের গিরোশিমায় এটম বোমা নিক্ষেপ করা হয় ? উত্তর:- ৬ আগস্ট ১৯৪৫ সালে, ( লিটল বয় )।

১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে এটম বোমা নিক্ষেপ করা হয় ? উত্তর:- ৯ আগস্ট ১৯৪৫ সালে, ( ফ্যাটম্যান )।

১২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে? উত্তর:- রাশিয়াকে।

১৩. যে দেশের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ? উত্তর:- জাপান।

১৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মঘাতী পাইলটদের কি নাম দেওয়া হয় ? উত্তর:-কামিকাজ।

১৫. জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবে করে? উত্তর:– ১১ ডিসেম্বর ১৯৪১ ।

১৬. রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিনের মধ্যে তেহরান বৈঠক কবে অনুষ্ঠিত হয়? উত্তর:– ২৮ নভেম্বর ১৯৪৩ ।

১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল ? উত্তর:– জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব ।

১৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ‘ জাপান, জার্মানি ও ইতালি' শক্তিকে একত্রে কি বলা হয় ? উত্তর:– অক্ষশক্তি (Axis Powers ) ।

১৯. জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে কবে? উত্তর:– ১৩ সেপ্টেম্বর ১৯৩৯ ।

২০. ইতালি অক্ষশক্তিতে যুক্ত হয় কবে? উত্তর:– ১১ জুন ১৯৪০।

২১. হিটলার সোভিয়াতে ইউনিয়ন (রাশিয়া) এক্রমণ করে কবে? উত্তর:– ২২ জুন ১৯৪১।

২২. ডি –ডি (D-Day) কবে ? উত্তর:– ৬ জুন ১৯৪৪ ।

২৩. V.E Day. (victory in Europe) কবে? উত্তর:– ৮ মে ১৯৪৫।

২৪. V-J (victory over Japan) Day কবে? উত্তর:– ২ সেপ্টেম্বর ১৯৪৫।

২৫. রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিনের মধ্যে ইয়াল্টায় বৈঠক কবে অনুষ্ঠিত হয় ? উত্তর:– ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫ ।

২৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পন করে কবে ? উত্তর:– ১৪ আগস্ট ১৯৪৫।

২৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানির একনায়ক কে ছিলেন ? উত্তর:- এডলপ হিটলার।

২৮. এডলপ হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হয় ? উত্তর:-১৯৩৩ সালে।

২৯. এডলপ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? উত্তর:-গেস্টাপো, (Gestapo)।

৩০. এডলপ হিটলারের রাজনৈতিক দলের নাম কি ? ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (এনএসডিএপি)।

৩১. এডলপ হিটলারের লেখা বইয়ের নাম কি ?উত্তর:-Mein kemp.

৩২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন ? উত্তর:-জেনারেল আইসেন হাওয়ার।

৩৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সমরনায়ক কে ছিলেন ? উত্তর:-ফিল্ড মার্শাল রোমেল।

৩৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সমরনায়ক কে ছিলেন ? উত্তর:- জেনারেল আইসেন হাওয়ার।

৩৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনর সমরনায়ক কে ছিলেন ? উত্তর:-জেনারেল মন্টেগোমারী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির রাষ্ট্রপ্রধান ছিলেন

দেশের নামসরকারপ্রধানপক্ষ
রাশিয়াপ্রেসিডেন্ট জোসেফ ষ্ট্যালিনমিত্রশক্তি
ব্রিটেনপ্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলমিত্রশক্তি
ফ্রান্সজেনারেল চার্লস দ্য গল (প্রেসিডেন্ট)মিত্রশক্তি
যুক্তরাষ্ট্রপ্রেসিডেন্ট ফ্রাঙ্কলিনন ডি. রুজভেল্টমিত্রশক্তি
জার্মানচ্যান্সেলর ফুয়েরার অ্যাডলফ হিটলারঅক্ষশক্তি
ইতালিপ্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনিঅক্ষশক্তি
জাপানসম্রাট হিরোহিতোঅক্ষশক্তি

পৃথিবীর পরিচিতি

Prev Post

আমদানি ও রপ্তানি

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy