Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

দ্বিরুক্ত শব্দ - bdjobbooks

admin 0 Comments

ব্যাকরণ

  • বাংলা ভাষার বর্ণ
  • বাংলা যুক্তবর্ণের তালিকা
  • সংখ্যাবাচক শব্দ
  • বচন
  • দ্বিরুক্ত শব্দ
  • পদাশ্রিত নির্দেশক

দ্বিরুক্ত শব্দ

দ্বিরুক্ত শব্দ :দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, ল বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন- ‘আমার জ্বর জ্বর লাগছে।’ অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

(ক) শব্দের দ্বিরুক্তি

১. একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিবৃত থাকে। যথা– ভালো ভালো ফল ফোটা

ফোটা পানি, বড় বড় বই ইত্যাদি।

২. একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়। যথা- ধন-দৌলত, খেলা

ধুলা, লালন-পালন, কলা-কওয়া, খোঁজ-খবর ইত্যাদি।

৩. দ্বিরুক্ত শব্দ—জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন- মিটমাট, ফিটফাট, বকা

| ঝকা, তোড়-জোড়, গল্প-সল্প রকম-সকম ইত্যাদি।

৪. সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে। যেমন- লেন-দেন, দেনা-পাওনা টাকা-পয়সা, ধনী-গরিব,

আসা-যাওয়া ইত্যাদি।

(খ) পদের দ্বিরুক্তি

১. দুটি পদে একই বিভক্তি প্রয়ােগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন- ঘরে ঘরে

লেখাপড়া হচ্ছে। দেশে দেশে ধন্য ধন্য করতে লাগল। মনে মনে আমিও এ কথাই ভেবেছি।

২. দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ-বিভক্তি অবিকৃত থাকে। যেমন- চোর

হাতে নাতে ধরা পড়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।

                                                              পদের দ্বিরুক্তির প্রয়োগ  

(ক) বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার

১. আধিক্য বোঝাতে                      : রাশি রাশি ধন, ধামা ধামা ধান ।

২. সামান্য বোঝাতে                       : আমি আজ জ্বর জ্বর বোধ করছি। দেখেছ তার কবি কবি ভাব।                                                                                

৪. ক্রিয়া বিশেষণ                           : ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।

৫. অনুরূপ কিছু বোঝাতে               : তার সঙ্গী সাথী কেউ নেই।

৬. আগ্রহ বোঝাতে                         : ও দাদা দাদা বলে কাঁদছে।

৩. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে     : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা                                                                    তুলেছ।

বচন

Prev Post

পদাশ্রিত নির্দেশক

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy