Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

নবজীবনের সূচনা - bdjobbooks

admin 0 Comments

৯ – ১০ শ্রেণি বিজ্ঞান

  • উন্নততর জীবনধারা
  • জীবনের জন্য পানি
  • হৃদযন্ত্রের যত কথা
  • দেখতে হলে আলো চাই
  • নবজীবনের সূচনা
  • এসো বলকে জানি
  • দুর্যোগের সাথে বসবাস
  • আমাদের সম্পদ
  • অম্ল ক্ষার ও লবণের ব্যবহার
  • পলিমার

নবজীবনের সূচনা

১. বয়:সন্ধিকালের সময়কাল – ১১ হতে ১৯ বছর।

২. টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড. প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।

১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।

৩. শৈশবকাল বলা হয় – ৫ বছর পর্যন্ত।

৪. মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী – ২টি।

৫. ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী – টেস্টোস্টেরন।

৬. মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী – ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।

৭. প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন – পেসি(১৯৫৯ সালে,ইটালিতে)।

৮. লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – ১ জোড়া

৯. স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – XX.

১০. পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – XY.

১১. মানব কোষে ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া।

১২. পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে – রাসায়নিক বিবর্তন।

১৩. সর্বপ্রথম জীনের উৎপত্তি – সমুদ্রের পানিতে।

১৪. সংযোগকারী জীব বলা হয় – প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।

১৫. বয়ঃসন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই ইনসুলিন।

১৬. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী – হরমোন।

১৭. বয়ঃসন্ধিকালে পরিবর্তন প্রধানত – ৩ প্রকার।

১৮. সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে – ২৯ দিন।

(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড. পেসি, ১৯৫৯ সালে।)

১৯. বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম – হিরা, মনি ও মুক্তা (২০০১ সালে)।

২০. মানুষের অটোসোম – ৪৪ টি।

২১. জীবাশ্ম আবিষ্কার করে – জেনোফেন।

২২. নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে – অতি বেগুনি রশ্মি।

২৩. পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল – ৪৫০ কোটি বছর।

২৪. সর্বপ্রথম কে “ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন – হার্বাট স্পেনসার।

২৫. প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় – অ্যামাইনো এসিড।

২৬. সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে – জৈব বিবর্তন।

২৭. অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে – সরীসৃপের।

২৮. উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা – ৩।

২৯. পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা – ৪।

৩০. মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি – ককসিস।

৩১. “বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" – ল্যামার্ক।

৩২. বংশগতির মতবাদ দেন – মেন্ডেল বংশগতির বিদ্যার জনক – গ্রেগর জোহান মেন্ডেল।

৩৩. মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গটি – অ্যাপেন্ডিক্স।

৩৪. “Origin of species by meanse of natural selection" বইটির লেখক – চালর্স ডারউইন (১৮৫৯ সালে) (জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং মৃত্যু-১৮৮২ সালে)।

৩৫. স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে – ৩ কোটি।

৩৬. “ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক – ল্যামার্ক (১৮০৯ সালে)।

৩৭. “প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" – গ্রন্থেরটি লেখক – চার্লস ডারউইন।

৩৮. ভাইরাস সৃষ্টি হয় – প্রোটোজোয়া থেকে।

৩৯. জৈব বিবর্তনের জনক – চার্লস ডারউইন।

৪০. পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা – প্রায় ৪ লাখ।

৪১. তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে – ফ্লিপার।

৪২. “অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য – হেকেল।

৪৩. একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় – ৭,৩০,০০০.

হৃদযন্ত্রের যত কথা

Prev Post

দেখতে হলে আলো চাই

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy