Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

নবীনচন্দ্র সেনের - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

নবীনচন্দ্র সেনের

১. নবীনচন্দ্র সেন কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর:-১৮৪৭সালে।

২. নবীনচন্দ্র সেন কত সালে তিনি হাই স্কুল প্রতিষ্ঠা করেন?

উত্তর:-১৮৮৬ সালে।

৩.ছাত্র অবস্থায় নবীনচন্দ্র সেন কোন পত্রিকায় কমরত ছিলেন ?

উত্তর:-প্যারিচরণ সরকার সম্পাদিত “এডুকেশন গেজেট “পত্রিকায়।

৪.নবীনচন্দ্র সেনের প্রথম প্রকাশিত কবিতার নাম ?

উত্তর:-কোন এক বিধবা কামিনীর প্রতি” (১৮৬৪ সালে এডুকেশন গেজেট পত্রিকায় )।

৫. নবীনচন্দ্র সেনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি ?

উত্তর:- “অবকাশরঞ্জনী”( ১২৭৮বঙ্গাব্দের পহেলা বৈশাখ)। দ্বীতীয় খন্ডটি প্রকাশিত হয় ১৮৭৮ সালের ২৯ জানুয়ারী।

৬. নবীনচন্দ্র সেনের অন্যতম শ্রেষ্ঠ কাব্যের মধ্য রয়েছে ?

উত্তর:-পলাশী যুদ্ধ।

৭. নবীনচন্দ্রের ঐয়িকাব্য বলতে কোন কাব্য তিনটিকে বোঝায়?

উত্তর:-রৈবতক(১৮৮৭), কুরুক্ষেত্র (১৮৯৩) ও প্রভাস(১৮৮৩)। তিনটি নাটকের ই নায়ক কৃঞ্চ। এই তিনটিকে এয়ী মহাকব্য বলে।

৮. নবীনচন্দ্র সেনের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? |

উত্তর:-আমার জীবন(১৯০১), প্রবাসের পত্র(। |

৯. নবীনচন্দ্রের আরো কিছু গ্রন্থ? |

উত্তর:-প্রবাসের পত্র(১৮৭৮), ভাণুমতি(১৮৮০),ক্লিওপেট্রা (১৮৭৭), রঙ্গমতী(১৮৮০), খ্রিষ্ট ও অমিতাভ।

১০.গীতার বঙ্গনুবাদ করে তিনি কোন নামে প্রকাশ করেন ?

উত্তর:-শ্রীমদভগবদগীতা।

১১. বাংলা কবিতায় প্রথম  দেশপ্রেমের প্রমিত সুর  নিয়ে এসেচিলেন কে ?

উত্তর:-নবীনচন্দ্র সেন।

১২. নবীনচন্দ্র সেনকে বাংলার বায়রণ বলে আখ্যায়িত করেন?

উত্তর:-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩. নবীনচন্দ্র সেন কত সালে মৃতুবরণ করেন?

উত্তর:-১৯০৯ সালে।

ড. মুহম্মদ শহীদুল্লাহ

Prev Post

মনীর চৌধুরী

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy