Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 ১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্ম গ্রহণ করেন?

উত্তর:-২৬জুন ,১৮৩৮সালে।

২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্ম গ্রহণ করেন?

উত্তর:- পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা ,কাঁঠালপাড়া গ্রামে।

৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি ?

উত্তর:-যাদবচন্দ্র চট্টোপাধ্যায়।

৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি ?

উত্তর:- দুর্গাসুন্দরী।

৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃতু বরণ করেন?

উত্তর:-৮এপ্রিল,১৮৯৪ সালে।

৬.বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭. কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাজীবন শুরু করেন কি হিসেবে?

উত্তর:-ডেপুটি ম্যাজিস্ট্রেট।

৮.”সাহিত্যসম্রাট” নামে খ্যাত কোন বাংলা লেখক?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৯.”বাংলার স্কট”বলা হয়?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১০.বাংলা সাহিত্যর প্রথম সার্থক ঐপন্যাসিক কে?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?

উত্তর:- দুর্গেশনন্দিনী।

১২. বাংলা সাহিত্যর প্রথম সার্থক উপন্যাস কোনটি?

উত্তর:- দুর্গেশনন্দিনী।

১৩. বাংলা সাহিত্যর প্রথম সার্থক উপন্যাস ’ দুর্গেশনন্দিন ’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর:-১৮৬৫ সালে।

১৪. ”দুর্গেশনন্দিনী “ শব্দের অর্থ কী?

উত্তর:- দুর্গ প্রধানের  কন্যা।

১৫. বাংলা সাহিত্যর অনবদ্য উপন্যাস “কপালকুণ্ডলা”এর রচয়িতা কে?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৬. “কপালকুণ্ডলা” কোন প্রকৃতির রচনা?

উত্তর:- ঐতিহাসিক উপন্যাস।

১৭.কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রোমান্টিক উপন্যাস?

উত্তর:- কপালকুণ্ডলা।

১৮.”পথিক তুমি পথ হারাইয়াছ ?” কথাটি কার?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৯. ”পথিক তুমি পথ হারাইয়াছ ?” উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?

উত্তর:- কপালকুণ্ডলা।

২০.”পথিক তুমি পথ হারাইয়াছ ?”কে কাকে বলেছিল?

উত্তর:- কপালকুণ্ডলা নবকুমারকে।

২১. ’প্রদীপ লিবিয়া গেল‘ কোন উপন্যাসের উক্তি ?

উত্তর:- কপালকুণ্ডলা।

২২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম ইংরেজি উপন্যাস কোনটি?

উত্তর:-Rajmohon’s Wife.

২৩. Rajmohon’s Wife কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর:-Indian Field পত্রিকায়।

২৪. Rajmohon’s Wife কত  সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?

উত্তর:-১৯৩৫ সালে।

২৫.” যুগলাঙ্গুরীয়” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়।

২৬. বাংলা সাহিত্যর প্রথম রোমান্টিক সংলাপ ?

উত্তর:- পথিক তুমি পথ হারাইয়াছ।

২৭. বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কয়টি?

উত্তর:-৩৪টি।

২৮.সাম্য কোন ধরণের রচনা?

উত্তর:-প্রবন্ধ।

২৯. ”দেবী চৌধুরাণী” উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়।

৩০. বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস ?

 উত্তর:-আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম।

৩১. বঙ্কিমচন্দ্রের সামাজিক সমস্যার আলোকে রচিত  উপন্যাস ?

উত্তর:-বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল।

৩২. বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক / রাজনৈতিক উপন্যাস ?

 উত্তর:-রাজসিংহ।

৩৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস ?

উত্তর:- রজনী।

৩৪. বঙ্কিমচন্দ্রের রম্যব্যঙ্গ রচনা সংকলনের নাম ?

উত্তর:-কমলাকান্তের দপ্তর।

৩৫. বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস?  

উত্তর:-কৃষ্ণকান্তের উইল।

৩৬. বঙ্কিমচন্দ্রের রোমান্টিক উপন্যাস ?

উত্তর:-দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা।

৩৭. “ আনন্দম “ উপন্যাসটি কার লেখা ?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়।

৩৮. বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজে যোগ দেন ?

 উত্তর:-১৮৫৮ সালে (যশোরে)।

৩৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ?

উত্তর:- উপমহাদেশের ১ম ডেপুটি ম্যাজিস্ট্রেট

৪০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় সংগীত রচনা করেন ?

উত্তর:- নেপালের।

৪১. ”মৃণালীনি” উপন্যাসটি কার রচনা?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়।

৪২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

উত্তর:- ললিতা তথা মানস।

৪৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?

 উত্তর:- কমলাকান্ত।

৪৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?

উত্তর:- বঙ্গদর্শন ।

৪৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি?

 উত্তর:- সাহিত্যসম্রাট ।

৪৬.দুর্গেশনন্দিনীর প্রতিক্রিয়া হিসেবে ইসমাইল হোসেন সিরাজী রচনা করেন ?

উত্তর:- রায়নন্দিনী উপন্যাস।

৪৭.”কৃষ্ণকান্তের উইল” গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৪৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি ?

উত্তর:- ইন্দিরা, আনন্দমঠ , বিষবৃক্ষের, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল ,রাজসিংহ, দেবী চৌধুরাণী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানীকে , রজনীতে ও যুগলাঙ্গুরীয়।

৪৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?

উত্তর:- লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।

৫০. বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৫১. বাংলা  আধুনিক উপন্যাস-এর প্রবর্তক কে ? 

উত্তর:-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৫২. সাহিত্য সম্রাট কাকে বলা হয় ?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৫৩.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি ?

উত্তর:- দুর্গেশনন্দিনী ।

৫৪.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্র কি কি ?

উত্তর:- গবিন্দলাল ও রোহিণী ।

৫৫.‘রোহিণী’কোন উপন্যাসের নায়িকা ?

উত্তর:- কৃষ্ণকান্তের উইল ।

৫৬.” কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না “  উক্তিটি কোন উপন্যাসের?

উত্তর:- বঙ্কিমচন্দ্রের ’ রাজসিংহ’।

৫৭. রোহিণী – বিনোদিনী – কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র ?

উত্তর:- কৃষ্ণকান্তের উইল – চোখের বালি –চরিত্রহীন ।

৫৮. বঙ্কিমচন্দ্র কোন গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করে নেন?

 উত্তর:-সাম্য।

৫৯. ”তুমি অধম,তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ?” এই প্রবাদটির রচয়িতা কে?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৬০. ”তুমি অধম,তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ?”কোন উপন্যাস থেকে উৎকলিত?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের-“কপালকুণ্ডলা”।

৬১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি?

উত্তর:- দুর্গেশনন্দিনী।

৬২. বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবন শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?

উত্তর:- সংবাদ প্রভাকর।

৬৩. বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন –

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৬৪. বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে ?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Prev Post

কায়কোবাদ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy