Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বাংলা ভাষার বর্ণ - bdjobbooks

admin 0 Comments

ব্যাকরণ

  • বাংলা ভাষার বর্ণ
  • বাংলা যুক্তবর্ণের তালিকা
  • সংখ্যাবাচক শব্দ
  • বচন
  • দ্বিরুক্ত শব্দ
  • পদাশ্রিত নির্দেশক

বাংলা ভাষার বর্ণ

১. বাংলা বর্ণ মালায় স্বরবর্ণ  সংখ্যা কয়টি ?

উত্তর:- ১১টি

২. বাংলা বর্ণ মালায় ব্যঞ্জনবর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- ৩৯ টি

৩. মৌলিক স্বরধ্বনি সংখ্যা কয়টি ? ও কি কি

উত্তর:- ৭ টি (অ, আ, ই, উ, এ, অ্যা, ও)

৪. যৌগিক স্বরধ্বনি সংখ্যা কয়টি ?

উত্তর:- ২ টি (ঐ, ঔ)

৫. হ্রসস্বর ধ্বনি সংখ্যা কয়টি ?

উত্তর:- ৪ টি (অ, ই, উ, ঋ)

৬. দীর্ঘস্বর ধ্বনি সংখ্যা কয়টি ?

উত্তর:- ৭টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)

৭. বাংলা বর্ণ মালায় পূর্ণমাত্রা সংখ্যা কয়টি ?

উত্তর:- ৩২ টি (অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ,জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স,হ, ড়, ঢ়, য়)

৮. বাংলা বর্ণ মালায় অর্ধমাত্রা সংখ্যা কয়টি ?

উত্তর:- ৮ টি (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)

৯. কার সংখ্যা কয়টি ?

উত্তর:- ১০ টি

১০. নিলীন বর্ণ  বলা হয় ?

উত্তর:- অ

১১. স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- ২৫ টি

১২. কণ্ঠ্য বর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- ক, খ, গ, ঘ, ঙ

১৩. তালব্য বর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- চ, ছ, জ, ঝ, ঞ

১৪. মূর্ধন্য বর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- ট, ঠ, ড, ঢ, ণ

১৫. দন্ত বর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- ত, থ, দ, ধ, ন

১৬. ওষ্ঠ্য বর্ণ সংখ্যা কয়টি ?

উত্তর:- প, ফ, ব, ভ,ম

১৭. নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ কয়টি ?

উত্তর:- ঙ, ঞ, ণ, ন, ম

১৮. অন্তঃস্থ বর্ণ কয়টি ?

উত্তর:- য, র, ল

১৯. শিশধ্বনি কয়টি ?

উত্তর:- শ, ষ, স

২০.কম্পনজাত ধ্বনি কোনটি ?

উত্তর:- র

২১. পাশ্বিক বর্ণ কোনটি ?

উত্তর:- ল

২২. তাড়নজাত ধ্বনি কোনটি ?

উত্তর:- ড়, ঢ়

২৩. পরাশ্রিত বর্ণ কোনটি ?

উত্তর:- ৎ, ং, ঃ

২৪. স্বরবর্ণ  সংক্ষিপ্ত রুপকে কি বলে ?

উত্তর:- কার

২৫. ব্যঞ্জনবর্ণ  সংক্ষিপ্ত রুপকে কি বলে ?

উত্তর:- ফলা

ফোর্ট উইলিয়াম কলেজ

Prev Post

বাংলা যুক্তবর্ণের তালিকা

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy