বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন
| নাম | অবস্থান | বৈশিষ্ট্য |
|---|---|---|
| হোয়াইট হাউজ | ওয়াশিংটন ডি.সি | যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| হোয়াইট হল | লন্ডন | ব্রিটিশ সরকারের কার্যালয়, রানীর সাবেক সরকারি বাসভবন |
| ব্ল হাউজ | সিউলে | দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভন |
| ব্লেয়ার হাউজ | ওয়াশিংটন ডি.সি | যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথি ভবন। |
| ১০নং ডাউনিং স্ট্রীট | লন্ডন | ব্রিটেন প্রধানমন্ত্রীর বাসভবন |
| ১১নং ডাউনিং স্ট্রীট | লন্ডন | ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন |
| এলিসি প্রাসাদ | প্যারিস | ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| ম্যাটিগণ | প্যারিস | ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন |
| ক্রেমলিন | মস্কো | রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| জনপথ ভবন | দিল্লি | ভারত প্রধানমন্ত্রীর বাসভবন |
| প্রধানমন্ত্রী হাউস | পাকিস্তান | প্রধানমন্ত্রীর বাসভবন |
| Ecology House | ওয়াশিংটন ডি.সি | যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের বাড়ির নাম |
| India House | লন্ডন | লন্ডনে ভারতীয় দূতাবাস। |
| Fredom House | ওয়াশিংটন ডি.সি | যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবীদের সংগঠন। |
| ভিল্লা মাদামা | ইতালি | ইতালির প্রধানমন্ত্রীর বাসভবন |
| হাউজ অব লর্ডস | ইংল্যান্ডে | যুক্তরাজ্যের পার্লামেন্ট এর উচ্চকক্ষ |
| হাউজ অব কমন্স | ইংল্যান্ডে | যুক্তরাজ্যের পার্লামেন্ট এর নিন্মকক্ষ |
| টেম্পল ট্রি | কলম্বো | শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| প্লানলেট প্রাসাদ | রিওডি জেনিরো | ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| মালাকানাং প্রাসাদ | ম্যানিলা | ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারি বাসভবনর |
| মিরাফ্লোরাম | কারাকাস | ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| মারদেকা প্রাসাদ | জাকার্তা | ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| বোগোর প্রাসাদ | জাকার্তা | ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন বাসভবন |
| আল জামহুরী ও আল সাজুদ | বাগদাদে | ইরাকের প্রেসিডেন্টের সরকারি বাসভবন |
| পোডালা প্রাসাদ | লাসা,তিব্বত | তিব্বতের আধ্যাত্মিক দালাইলামার বাসভবন |
| বান পিটসানুলক | থাইল্যান্ড | প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন |
| কিরিবিলি হাউস | অস্ট্রেলিয়া | প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন |
| বাকিংহাম প্যালেস | লন্ডন | ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারি বাসভবন |
