বিশ্ব আবহাওয়া সংস্থা - WMO
১. WMO এর পূর্ণরূপ কী ? →→ World Meteorological Organization.
২. WMO কত সালে প্রতিষ্ঠিত হয় ? →→ ২৩ মার্চ, ১৯৫০।
৩. WMO-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? →→১৫ সেপ্টেম্বর, ১৮৭৩ সালে।
৪. WMO এর সদর দপ্তর কোথায় ? →→সুইজারল্যান্ডের জেনেভায়।
৫. WMO-এর বর্তমান মহাসচিবের নাম কী ? →→ পেট্রি থালাস।
৬. WMO-এর মূল উদ্দেশ্য কী ? →→আবহাওয়া পর্যবেক্ষণ।
৭. WMO-এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→১৮৭টি।
৮. WMO এর সর্বশেষ সদস্য দেশ ? →→ নাউরু।
৯. WMO এর পূর্বসূরি সংস্থা ?→→IMO (১৮৭৩)।
১০. বংলাদেশ WMO এর সদস্য পদ লাভ করে ?→→২৪ আগস্ট,১৯৭৩ সালে।