বিশ্ব ডাক ইউনিয়ন(UPU)
১. UPU এর পূর্ণরূপ কী ?→→ Universal Postal Union.
২. UPU কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→৯ অক্টোবর, ১৮৭৪।
৩. UPU কবে জাতিসংঘের অন্তর্ভূক্ত হয় ?→→ ১ জুলাই, ১৯৪৮)।
৪. UPU এর সদর দপ্তর কোথায় ?→→বার্ণ (সুইজারল্যান্ড)।
৫. UPU এর উদ্দেশ্য কী ?→→ বিশ্বের বিভিন্ন দেশের ডাক বিভাগের সার্বিক উন্নয়ন ঘটানো।
৬. কোন চুক্তির মাধ্যমে UPU গঠিত হয় ?→→ বার্ন চুক্তির মাধ্যমে।
৭. UPU কিভাবে পরিচালিত হয় ?→→ ৪০ সদস্য বিশিষ্ট্য নির্বাহী পরিষদ দ্বারা।
৮. UPU এর সদস্য সংখ্যা কত ?→→১৯২টি ।
৯. UPU এর সর্বশেষ সদস্য দেশ ?→→দক্ষিণ সুদান, ৪ অক্টোবর ২০১১।
১০. বাংলাদেশ UPU এর সদস্য পদ লাভ করে কত সালে ?→→ ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে।