বিশ্ব বুদ্ধি সম্পদ সংস্থা - WIPO
১. WIPO এর পূর্ণরূপ কী ?→→ World Intellectual Property Organization.
২. WIPO কত সালে প্রতিষ্ঠিত হয় ? →→ ১৯৭০ সালে।
৩. WIPO কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ?→→ ১৩ মার্চ ১৯৭৪।
৪. WIPO এর সদর দপ্তর অবস্থিত ? →→সুইজারল্যান্ডের জেনেভায়।
৫. WIPO এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→১৯৩টি।
৬.WIPO এর সর্বশেষ সদস্য দেশ ? →→নাউরু।
৭. WIPO এর বর্তমান মহাপরিচালক কে ? →→ ড্যারেন ট্যাং।
৮. WIPO এর উদ্দেশ্য কি ? →→সৃজনশীল মেধার প্রতি শ্রদ্ধাবোধ রক্ষা ও বৃদ্ধি করা।