বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস
দ্বিতীয় ধাপ : ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)
প্রিলিমিনারি টেস্ট–এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
| ক্রমিক নম্বর | বিষয় | নম্বর বণ্টন |
|---|---|---|
| ১ | বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০) | ২০০ |
| ২ | English | ২০০ |
| ৩ | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
| ৪ | আন্তর্জাতিক বিষয়াবলি | ৩০০ |
| ৫ | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০) | ১০০ |
| ৬ | সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
| - | মোট | ৯০০ |
খ. কারিগরি / পেশাগত ক্যাডারের প্রাথীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
| ক্রমিক নম্বর | বিষয় | নম্বর বণ্টন |
|---|---|---|
| ১ | বাংলা | ১০০ |
| ২ | English | ২০০ |
| ৩ | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
| ৪ | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
| ৫ | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
| ৬ | পদ-সংশ্লিষ্ট বিষয় | ২০০ |
| - | মোট | ৯০০ |
