Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

মানব দেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন - bdjobbooks

admin 0 Comments

সাধারণ বিজ্ঞান

  • মানব দেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
  • বিভিন্ন সংকর ধাতুর উপাদান
  • বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ
  • প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস
  • উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস
  • কোন ফলে কোন এসিড থাকে
  • কোন খাবারে কোন ভিটামিন থাকে
  • কোন খাবারে কোন এসিড থাকে
  • বিভিন্ন রোগ শরীরের যে অংশে হয়
  • বিভিন্ন ভিটামিনের অভাব জনিত রোগ
  • চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার
  • ব্যাকটেরিয়া জনিত রোগ
  • বিভিন্ন জিনিসের pH এর মান
  • বিভিন্ন রোগ বহনকারী ভাইরাস
  • বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত
  • বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা
  • কোন মৌল কোন কাজে ব্যবহার হয়
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন জীবের ক্রোমোজোম সংখ্যা
  • প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম
  • প্রাণী জগতের পর্ব

মানব দেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

১.সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?

উত্তর:-৩৬.৯ ডিগ্রী

২.সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?

উত্তর:-হৃদপিন্ডের সংকোচন চাপ

৩.ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?

উত্তর:-হৃদপিন্ডের প্রসারণ

৪.রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?

উত্তর:-লোহিত রক্তকনিকায়

৫.রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?

উত্তর:-অস্থিমজ্জায়

৬.মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?

উত্তর:-৩৩ টি

৭.মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?

উত্তর:-20 টি

৮.রক্ত কতো প্রকার ?

উত্তর:-৩ প্রকার

৯.হিমোগ্লোবিনের কাজ কী ?

উত্তর:-অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

১০.পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?

উত্তর:-অক্সিজেন বাহী রক্ত

১১.মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?

উত্তর:-চার প্রকোষ্ট বিশিষ্ট

১২.লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?

উত্তর:-৫ -৬ দিন

১৩.অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?

উত্তর:-১০ দিন

১৪.রক্ত শুন্যতা বলতে বুঝায় ?

উত্তর:-রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

১৫.রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?

উত্তর:-ল্যান্ড ষ্টিনার

১৬.বিলিরুবিন কোথায় তৈরী হয় ?

উত্তর:-যকৃত

১৭.বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?

উত্তর:-ডায়াফ্রাম

১৮.কিডনীর কার্যকরী একক কী ?

উত্তর:-নেফরন

১৯.মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?

উত্তর:-এমোনিয়া

২০.মুত্র হলুদ দেখায় কেন ?

উত্তর:-বিলিরুবিনের জন্য

২১.অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?

উত্তর:-যকৃত এ

২২.ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?

উত্তর:-ইনসুলিন

২৩.মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?

উত্তর:-যকৃত

২৪.চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?

উত্তর:-লেকরিমাল গ্রন্থি থেকে

২৫.মুত্র প্রস্তুত হয় কোথায় ?

উত্তর:-কিডনীতে

২৬.থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?

উত্তর:-থাইরক্সিন

২৭.চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?

উত্তর:-রেটিনা

২৮.দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?

উত্তর:-টেস্টোস্টেরন

২৯.জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?

উত্তর:-অ্যালডোস্টেরন

৩০.ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?

উত্তর:-অস্থিতে

৩১.মহিলাদের প্রজনন কোষকে কি বলে ?

উত্তর:-ডিম্বাণু

৩২.মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?

উত্তর:-২৪ টি

৩৩.প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?

উত্তর:-৭২

৩৪.ধমনী শেষ হয় কোথায় ?

উত্তর:-লসিকায়

৩৫.কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ?

উত্তর:-বিলিরুবিন

৩৬.নিউরন কি ?

উত্তর:-স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে

৩৭.কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?

উত্তর:-সাইনভিয়াল সন্ধি

৩৮.মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?

উত্তর:-স্টেপিস

৩৯.কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ?

উত্তর:-গ্লোকাগন

৪০.লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?

উত্তর:-গ্রোথ হরমোন

৪১.জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?

উত্তর:-অক্সিটোসিন

৪২.রক্ত কি ধরনের কলা ?

উত্তর:-যোজক কলা

৪৩.স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?

উত্তর:-এক্সেন

৪৪.প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?

উত্তর:-অক্সিজেন মিশ্রিত

৪৫.রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?

উত্তর:-শিরায়

৪৬.মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?

উত্তর:-যকৃত

৪৭.মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?

উত্তর:-ফিমার

৪৮.কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?

উত্তর:-পিটুইটারি

৪৯.শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?

উত্তর:-কার্বন – ডাই -অক্সাইড

৫০.শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?

উত্তর:-টেস্টোস্টেরন

৫১.মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?

উত্তর:-দেহ কোষে

৫২.রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?

উত্তর:-৫০০ : ১

৫৩.অনুচক্রিকার কাজ কি ?

উত্তর:-রক্ত জমাট বাধায়

৫৪.লিউকোমিয়া রোগের কারণ কি ?

উত্তর:-রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া

৫৫.দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?

উত্তর:-শ্বসন

৫৬.দেহে মেলানিনের প্রধান কাজ কি ?

উত্তর:-সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা

৫৭.কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ?

উত্তর:-অগ্নাশয়

৫৮.অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?

উত্তর:-রেটিনা

৫৯.কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?

উত্তর:-ইস্টজেন

৬০.নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?

উত্তর:-পিটুইটারি

৬১.থাইরয়েডের অবস্থান কোথায় ?

উত্তর:-গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে

৬২.মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?

উত্তর:-সিকামে

৬৩.ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?

উত্তর:-ভিলাস

৬৪.ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?

উত্তর:-বৃহদন্তে

৬৫.ব্লাড ক্যান্সার কেন হয় ?

উত্তর:-রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে

৬৬.চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?

উত্তর:-কর্ণিয়া

৬৭.ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?

উত্তর:-বিটা কোষে

৬৮.চোখের পানির উত্স কোথায় ?

উত্তর:-ল্যাক্রিমাল গ্রন্থী

৬৯.মানব চোখে পেশীর সংখ্যা কত ?

উত্তর:-৬ টি

৭০.মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?

উত্তর:-২ টি

রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Prev Post

তথ্য প্রযুক্তির জনক বিষায়ক

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy