Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন - bdjobbooks

admin 0 Comments

সাধারণ বিজ্ঞান

  • মানব দেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
  • বিভিন্ন সংকর ধাতুর উপাদান
  • বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ
  • প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস
  • উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস
  • কোন ফলে কোন এসিড থাকে
  • কোন খাবারে কোন ভিটামিন থাকে
  • কোন খাবারে কোন এসিড থাকে
  • বিভিন্ন রোগ শরীরের যে অংশে হয়
  • বিভিন্ন ভিটামিনের অভাব জনিত রোগ
  • চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার
  • ব্যাকটেরিয়া জনিত রোগ
  • বিভিন্ন জিনিসের pH এর মান
  • বিভিন্ন রোগ বহনকারী ভাইরাস
  • বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত
  • বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা
  • কোন মৌল কোন কাজে ব্যবহার হয়
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন জীবের ক্রোমোজোম সংখ্যা
  • প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম
  • প্রাণী জগতের পর্ব

রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

১.  রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?

উত্তর:- Land steiner.

২. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে?

উত্তর:-William Harvey.

৩. রক্তের সার্বজনীন গ্রহীতা গ্রুপ কী ?

উত্তর:- AB গ্রুপ।

৪. রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কী ?

উত্তর:- O গ্রুপ।

৫. রক্তের হিমোগ্লোবিনের কাজ কী ?

উত্তর:-  অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা।

৬.  কোন  প্রাণীর রক্তে লৌহিত রক্ত কণিকা নেই কিন্তু হিমোগ্লোবিন আছে ?

উত্তর:-  কেঁচো।

৭.  কোন প্রাণীর রক্তে লৌহিত রক্ত কণিকা আছে ?

 উত্তর:- উট।

৮.  স্বাভাবিকের তুলনায় রক্তে লৌহিত রক্ত কণিকায় বেড়ে যাওয়া কে কি বলে ?

উত্তর:-  Polycythemial

৯. পিত্তরঞ্জক/ বিলিরুবিন তৈরি হয় ?

 উত্তর:-  লৌহিত রক্ত কণিকার ভাঙ্গনে।

১০. শ্বেত রক্ত কণিকা কমে যাওয়া বলতে বুঝায় ?

উত্তর:- Leukopenia

১১. শ্বেত রক্ত কণিকা বেড়ে যাওয়া বলতে বুঝায় ?

উত্তর:-  লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার।

১২. লোহিত রক্তকণিকা : শ্বেতরক্তকণিকার  পরিমাণ কত ?

উত্তর:- ৫০০: ১।

১৩. হেপারিন তৈরি করে ?

উত্তর:- শ্বেত রক্ত কণিকার বেসোফিল।

১৪. আনুবীক্ষনিক সৈনিক ?

উত্তর:- শ্বেত রক্ত কণিকা।

১৫.যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না ?

উত্তর:- হেপারিন।

১৬. মানুষের দেহে মোট ওজনের কত ভাগ রক্ত থাকে ?

উত্তর:- ৮% রক্ত থাকে।

১৭. যে কারণে ব্লাড ক্যান্সার হয় ?

উত্তর:- রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে।

১৮. ডাক্তারের নাড়ী দেখা ?

উত্তর:- ধমনীর স্পন্দন দেখা।

১৯. আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে ?

উত্তর:- অক্সিজেন ও গ্লুকোজ।

২০. একজন মানুষ প্রতিবার কী পরিমান রক্ত দিতে পারে ?

উত্তর:- ৩০০-৪০০ মিলিমিটার।

২১. রক্তের লৌহিত কণিকা তৈরি হয় ?

উত্তর:-লোহিত অস্থি মজ্জায়।

২২. কোন রক্তের রক্তকণিকায় এন্টিজেন থাকে ?

উত্তর:-লোহিত রক্তকণিকায়।

পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

Prev Post

মানব দেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy