Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

শহীদুল্লা কায়সার - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

শহীদুল্লা কায়সার

১. শহীদুল্লা কায়সার কত  সালে জন্মগ্রহণ করেন ?

উত্তর:-১৬ ফেব্রুয়ারি, ১৯২৭ সালে।

২. শহীদুল্লা কায়সার কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তর:-ফেনিতে।

৩. শহীদুল্লা কায়সার মূলত কি হিসেবে পরিচিত ছিলেন ?

উত্তর:-সাংবাদিক,লেখক ও বুদ্ধিজীবী।

৪. শহীদুল্লা কায়সারের পুরোনাম কী ?

উত্তর:-আবু নঈম মোহাম্মদ হাবিবুল্লাহ।

৫. শহীদুল্লা কায়সারের পিতার নাম  কী ?

উত্তর:-মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।

৬. শহীদুল্লা কায়সারের মাতার নাম  কী ?

উত্তর:-সৈয়দা সুফিয়া খাতুন।

৭.জহির রায়হানের সঙ্গে শহীদুল্লা কায়সারের সম্পর্ক কী ?

উত্তর:-উভয়ে সহোদর ভাই।

৮. শহীদুল্লা কায়সার প্রথম কত সালে গ্রেফতার হন ?

উত্তর:-১৯৫২ সালের ৩ জুন।

৯. শহীদুল্লা কায়সারের কোন পত্রিকায় যোগদানের মাধ্যদিয়ে সাংবাদিতার পেশা গ্রহণ করেন?

উত্তর:-সাপ্তাহিক ইত্তেফাক ।

১০.শহীদুল্লা কায়সারের কত সালে দৈনিক সংবাদের সহকারী সম্পদক পদে নিযুক্ত হন ?

উত্তর:-১৯৫৮ সালে।

১১.শহীদুল্লা কায়সারের কোন শিরোনামে উপসম্পাদকীয় রচনা করেন ?

উত্তর:-রাজনৈতিক পরিক্রমা’ বিচিত্র কথা।

১২.শহীদুল্লা কায়সারের উপন্যাসে বাঙালি জীবনের কোন দিকটি উজ্জলভাবে প্রকাশিত ?

উত্তর:-বাঙালী জীবনের আশা-আকাঙ্খ, দ্বন্দ্ব-সংঘাত ও সংগ্রামী চেতনা।

১৩.শহীদুল্লা কায়সার কোন দুটি উপন্যাস লিখে বিখ্যাত হন ?

উত্তর:-সারেং বৌ, সংশপ্তক।

১৪.রাজবন্দীর রোজনামচা নামক তাঁর স্মৃতিকথা কবে প্রকাশিত হয় ?

উত্তর:-১৯৬২ সালে।

১৫.শহীদুল্লা কায়সারের ভ্রমণ বৃত্তান্তের নাম কী ?

উত্তর:-পেশোয়ার থেকে তাসখন্দ ( ১৯৬৬ )।

১৬.শহীদুল্লা কায়সার কী কী পুরস্কার লভ করেন ?

উত্তর:-আদমজি পুরস্কার (১৯৬২ ),বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), দুটোই সারেং বৌ উপন্যাসের জন্য।

১৭. শহীদুল্লা কায়সার কত সালে কীভাবে নিখোঁজ হন ?

উত্তর:-১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসর আলবদর বাহিনীর সদস্যগণ তাঁর ঢাকার কায়েতটুলির বাসভবন থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায় নি।

শরৎচন্দ্র চট্টো পাধ্যায়

Prev Post

Appropriate Preposition A

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy