Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

সমার্থক শব্দ বা প্রতিশব্দ - bdjobbooks

admin 0 Comments

বাংলা

  • চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
  • বিখ্যাত গানের রচয়িতা ও সুরকার
  • পত্র-পত্রিকা ও সম্পাদকের তালিকা
  • বাংলা সাহিত্যের প্রথম
  • বাংলা সাহিত্যর বিভন্ন জনক
  • কবি সাহিত্যিকদের উপাধি সমূহ
  • কবি সাহিত্যিকদের ছদ্মনাম সমূহ
  • সাহিত্যের বিভিন্ন জনক
  • ভাষা আন্দোলনভিত্তিক রচনা সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক সকল গল্পসমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কথার তালিকা
  • মুক্তিযুদ্ধ ভিত্তিক গান
  • বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহ
  • বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত সাহিত্যকর্ম
  • বাংলা সাহিত্যের প্রহাসন
  • বাংলা সাহিত্যের বাজেয়াপ্তকৃত সাহিত্যকর্ম
  • বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমন কাহিনী
  • বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস সমূহ
  • ফোর্ট উইলিয়াম কলেজ
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য প্রবন্ধ
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ছোটগল্প
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাব্য
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য প্রহসন
  • বিভিন্ন উপন্যাসের প্রধান চরিত্র
  • বিভিন্ন নাটকের প্রধান চরিত্র
  • বিভিন্ন ছোটগল্পের প্রধান চরিত্র
  • বিভিন্ন কাব্যের প্রধান চরিত্র
  • বিভিন্ন বিখ্যাত গ্রন্থ ও তাদের লেখক
  • একাত্তর নিয়ে যত গ্রন্থ
  • প্রায় একই নামের গ্রন্থ ও রচয়িতা
  • বিভিন্ন মঙ্গলকাব্য
  • কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল
  • সমার্থক শব্দ বা প্রতিশব্দ
  • এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ
  • গুরুত্বপূর্ণ বাগধারা
  • বিপরীত শব্দ – আ
  • প্রবাদ বাক্যের ইংরেজি অনুবাদ
  • প্রবাদ বাক্যের ইংরেজি অনুবাদ

সমার্থক শব্দ বা প্রতিশব্দ

মূল শব্দসমার্থক শব্দ
অবকাশঅবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ
অপূর্বআজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার, অদ্ভুত
অকস্মাৎআচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ
অকালঅসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময়
অক্লান্তঅদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী
অক্ষমঅসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল
অঙ্গীকারপণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প
অচেতনঅজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ
অজ্ঞঅশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব
অতিরিক্তঅনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা
অতীতগতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল
অত্যাচারউপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা
অদৃশ্যঅগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা
অধিবেশনসভা, সমিতি, সমাবেশ, মিটিং
অধ্যয়নপাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া
অনন্তঅবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী
অনুজ্জ্বলনিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ
অনুরোধআবেদন, আবদার, আরজি, বায়না
অপরিচিতঅজানা, নাজানা, অজ্ঞাত, অচিন
অভাবঅনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা
অলসকুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে
অল্পকম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ
অগ্নিআগুন, অনল, বহ্নি, দহন, পাবক , সর্বভূক, শিখা, হুতাশন, বৈশ্বানর, কৃশানু,
বিভাবসু, সর্বশুচি।
অশ্বঘোড়া, বাজী, তুরগ, হ্রেষা, টাঙ্গন।
অতিশয়অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত
অখ্যাতিনন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম, অপবাদ
অন্ধকারআঁধার, তিমির, তমসা, শর্বর, তমঃ, তমিস্রা, আন্ধার, তমস্র, তম
অচলগতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত
অবস্থাদশা, রকম, প্রকার, হাল, হালত
অনাদরউপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন
অপচয়অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস
অতিথিমেহমান, কুটুম, আগন্তুক, আমন্ত্রিত
অতনুমদন, অনঙ্গ, কাম, কন্দর্প
আকারআকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন।
আমন্ত্রণআহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা
আরম্ভশুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ।
আলোরশ্মি,, দীপ্তি, প্রভা, নুর, আভা ,আলোক, জ্যোতি, কিরণ
আকাশঅম্বর, নভ,, আসমান, দ্যুলক , গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
আদেশআজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা
আনন্দহর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা
আফসোসপরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ
আধুনিকসাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের
আকুলব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলি, অস্থির
আশ্চর্যবিস্ময়, চমক, অবাক
আসলখাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল
আইনবিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলি
আঁধারঅন্ধকার, তমসা, তিমির, শর্বর, আলোহীন।
ইচ্ছাসাধ, আশা, চাওয়া ,আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা।
ইতিসমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ
ইদানিংসম্প্রতি, আজকাল, এখন, অধুনা, বর্তমান
ঈর্ষাদ্বেষ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা
ঈশ্বরআল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু
উজ্জ্বলআলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে, দীপ্ত
উত্তমউৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়
উচ্ছেদউৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি
উচিতযোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন
উপযুক্তযোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম
উপকথাউপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা
উপকারহিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ
ঊর্বরভাল, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ
ঊষাপ্রভাত, প্রত্যুষ, ভোর, সকাল
একতাঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা, মিল, অভিন্ন, সমতা
ঐশ্বর্যধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি
কাঁদাক্রন্দন, কান্না, রোদন, কান্নাকাটি, অশ্রুত্যাগ
কেনাক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা
কোন্দলবিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ
কষ্টক্লেশ, আয়াশ, পরিশ্রম, দুঃখ
কন্যামেয়ে,, কুমারী, ঝি, বেটি , দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
কথাউক্তি, বচন, কথন, বাক্য, বাণী
কলহঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, কাইয়া
কল্যাণমঙ্গল, শুভ, সুখ, কল্যাণযুক্ত, সমৃদ্ধি
কাটাকর্তন করা, খণ্ডন করা, খনন করা
কারণহেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য, মূল
কোকিলপরভৃত, পিক, বসন্তদূত
কুলবংশ, গোত্র, গোষ্ঠী, জাতি, বর্ণ
কঠিনশক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ
কপালঅদৃষ্ট, ভাগ্য, নিয়তি,ললাট, ভাল, অলিক
কেশঅলক, চিকুর, কুন্তল, চুল, কবরী
কৃষকচাষি, কৃষিজীবী, কর্ষক
কূলতীর, তট, কিনারা, ধার, পার, পাড়
খ্যাতিযশ, সুনাম, নাম, নামযশ, প্রতিষ্ঠা
খাদ্যখাবার, ভোজ্য, অন্ন, রসদ, খানা
খবরসংবাদ, বার্তা, তত্ত্ব, তথ্য, সমাচার, নিউজ
খাঁটিবিশুদ্ধ, আসল, প্রকৃত, যথার্থ, সাচ্চা
খারাপমন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র
খুবভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত , অতিশয়
খোঁজাঅন্বেষণ, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ
খেচরপাখি, পক্ষি, বিহঙ্গ, দ্বিজ, খগ
গভীরঅগাধ, প্রগাঢ়, নিবিড়, অতল, গহন
গরুগো, পয়স্বিনী , গাভী, ধেনু
গৃহঘর, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
ঘরনিগৃহিণী, গিন্নী, বউ, স্ত্রী, পত্নী, জায়া, বিবি
ঘোড়াঅশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
চন্দ্রচাঁদ, শশী, ইন্দু ,চন্দ্রমা, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, সোম, বিধু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
চক্ষুচোখ, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, আঁখি , দর্শনেন্দ্রিয়
চঞ্চলঅস্থির, চপল, ব্যাকুল, কম্পিত, বিচলিত
চতুরচালাক, ধূর্ত
চিত্রছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা
চিরঅনন্ত , নিরবধি, নিত্য, অটুট
চিন্তামনন, ভাবা, স্মরণ, ধ্যান, ভাবনা
ছেদযতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি
ছাত্রবিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ
জন্মউৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব
জননীমা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী
জলাশয়পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি
জাতজাতি, গোষ্ঠী, গোত্র, বংশ, প্রকার, কুল
জ্ঞানবোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা
ঝড়সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান
ঝোঁকটান, আকর্ষণ, মমতা, মায়া, ভালবাসা
ঠিকসত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম
ঠাট্টাউপহাস, রসিকতা, বিদ্রুপ, শ্লেষ, মশকরা
ডগাশীর্ষ, শিখর, অগ্রভাগ, আগা, মাথা
ঢেউঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার
ঢাকনাআবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা
ঢেরপ্রচুর, অনেক, বেশি, রাশি, স্তুপ
তীরকূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
তপনসূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি
তৃষ্ণাপিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা
তুষারবরফ, হিম, হিমানী, তুহীন, নীহার
তৈরিগঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত
দলিলনথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ
দক্ষ নিপুণ, পটু, পারদর্শী
দরদব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ
দয়াঅনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া
দিনদিবা, দিবস, দিনমান
দেবতা অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
দ্বন্দ্ববিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
দুঃখকষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, ব্যথা, বেদনা
দাস ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন
দানদেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ
দাহদহন, জ্বালা, পোড়া, সৎকার
দীনদরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ , দুর্গত, নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত
ধনবিত্ত, অর্থ, সম্পদ, বিভব, টাকা-পয়সা
ধর্মরীতি, আচরণ, আইন, সৎকর্ম, পূণ্যকর্ম
ধ্বংসনাশ, বিনাশ, বিলপ, শেষ, ভস্ম, কেয়ামত
ধবলসাদা/শাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা, সিতা
নবীনআনকোরা, নতুন, আধুনিক, অধুনা, নব, নয়া
নদীতটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
নমুনাদৃষ্টান্ত , নিদর্শন, নজির, নমুনা
নৌকানাও, তরণী, জলযান, তরী
নামখ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা
নারীরমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
নিকটসন্নিহিত, কাছে, অদূর, অদূরবর্তী
নম্রভদ্র, বিনয়ী, বিনয়াবনত, কোমল, নরম
নরমানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ
নিজআপন, স্বীয়, স্বয়ং, নিজস্ব, ব্যক্তিগত
নিত্যসতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, রোজ
নিদ্রাঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসাড়
পণ্ডিতবিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
পদ্মকমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
পৃথিবীধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল
পর্বতশৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
পানিজল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
পুত্রতনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন,দুলাল,কুমার,পোলা
পত্নীজায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী
পাখিপক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ
পরিবর্তন বদল, পাল্টানো, সংস্কার, সংশোধন
পর্বতশৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
পাপপাতক, কুলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি
পিতাজনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ
পাথরপাষাণ, প্রস্তর, শিলা, কাঁকর, কঙ্কর
পুষ্পকুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন
পণ্ডিতবিদ্বান, বিজ্ঞ, প্রাজ্ঞ, বিশারদ, মনীষী।
পতনপড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্থলন
পতাকাকেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান।
পথরাস্তা, সরণি, সড়ক, নির্গমন, রাহা, দ্বার
পরমশ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত , প্রধান, চরম
পূর্ণপুরা, ভর্তি, সফল, সিদ্ধ, সম্পূর্ণ, সমাপ্ত
পেলবকোমল, মৃদু, লঘু, সুন্দর, নিপুণ, নরম।
পেষণদলন, মর্দন, বাঁটা, চূর্ণন, পেষা
প্রকৃতিস্বভাব, চরিত্র, ধর্ম, নিসর্গ
প্রবৃত্তিঅভিরুচি, স্পৃহা, ব্যাপৃত, চেষ্টা, নিয়োগ
প্রভুমনিব, স্বামী, ঈশ্বর, কর্তা, অধিপতি
পত্রপাতা, পল্লব, পত্তর, চিঠি, দ্রব্যাদি
ফাঁকিঅবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ভোগা
বৃক্ষগাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
বনঅরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন
বায়ুবাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
বিদ্যুতবিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা।
বন্ধুত্বমৈত্রী, সৌহার্দ, সখ্য, মিতালি, দোস্তি
বিচিত্রবিভিন্ন, রকমারি, রকমফের, বিবিধ, নানান
বিশৃঙ্খলব্যতয়, গোলমাল, গোলযোগ
বৃহৎবিশাল, প্রকাণ্ড, মস্ত , বিপুল, বড়
বন্ধুসখা, মিত্র, সুহৃদ, বান্ধব, স্বজন, প্রিয়জন
বস্ত্রবসন, পরিধেয়, কাপড়, পোশাক
বসন্তমধুকাল, রাগ, ঋতুরাজ, মধুমাস
বিমানউড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান
বদদুষ্ট, মন্দ, অসাধু, অসৎ, কর্কশ, খারাপ
বাদবাতিল, কথন, ভাষণ, উক্তি, বিয়োগ, ত্যাগ
বরবরণীয়, পতি, স্বামী, জামাই
বহুযথেষ্ট, অধিক, অনেক, প্রচুর, বেশি
বড়জ্যেষ্ঠ, ধনী, শ্রেষ্ঠ, শীর্ষ, উচ্চ, মহৎ
বন্ধবাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, ন্যস্ত , বিন্যস্ত
বন্যাপ্লাবন, বান, জলচ্ছ্বাস, জোয়ার, কোটাল
বশঅধীন, আয়ত্ত, অধীনতা, বশবর্তিতা
বসাউপবেশন, স্থাপন, সক্রিয় হওয়া
বাস্তুবাসস্থান, বাসগৃহ, বাসভূমি, আবাস
বিদ্যুৎতড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা
বিফলফলহীন, অচল, নিষ্ফল, অসমর্থ, ব্যর্থ
বিচক্ষণবহুদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কর্মদক্ষ
বিচারবিবেচনা, যুক্তিপ্রয়োগ, তর্ক, মীমাংসা।
বিধিনিয়ম, বিধান, আইন, পদ্ধতি, উপায়
বিয়োগবিচ্ছেদ, বিরহ, মৃত্যু, অভাব
বিরক্তবিমুখ, বিপ, অপ্রসন্ন, বিদ্বিষ্ট, ক্ষুব্ধ
বিবাহবিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, শাদি
ভয়শঙ্কা, ত্রাস, ভীতি, ডর
ভাইভ্রাতা, সহোদর, ভাইয়া, ভায়া
ভাগ্যবিধি, কপাল, নসিব, তকদির, নিয়তি
ভুলভ্রম, ভ্রান্তি , ত্রুটি, প্রমাদ, গলদ, দোষ
ভ্রমরভোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি
ভগ্নভাঙা, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, কুঞ্চিত
ভজনস্তুতি, আরাধনা, সেবা, প্রশংসা
ভয়ানকভয়ঙ্কর, ভয়াবহ, খুব, ভীষণ
ভরঅবলম্বন, নির্ভর, সহযোগিতা, ভার
ভাবসত্তা, অস্তিত্ব, স্থিতি হওয়া
মাতা জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী, আম্ম, মাতৃ,জনিকা
মাটিক্ষিতি, মৃত্তিকা
মানুষমানব, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর।
মৃত্যুইন্তেকাল, পটল তোলা, মহাপ্রয়াণ, মারাযাওয়া, মরণ, নিপাত, শেষ নিঃস্বাস ত্যাগ করা, লোকান্তর গমন, ইহলোকত্যাগ, সংবরণ, চিরবিদায়, দেহত্যাগ, প্রাণত্যাগ
মেঘজলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর
রাতরাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
রাজারাজ্যপাল, নরেন্দ্র, মহীপাল, সম্রাট, নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ,ভূপাল, নৃপাল, অধিপাল, নরেশ, নৃপ
রানিরাজ্ঞী, মহিষী, সম্রাজ্ঞী, রাজমহিষী, বেগম, সুলতানা, রাজপত্নী
লালরক্ত, লোহিত, অরুণ, শোণ, রাতুল, রক্তবর্ণ
ঋষিতপস্বী, মুনি, যোগী, সাধুপুরুষ
ঋদ্ধসমৃদ্ধ, উন্নত, পুষ্ট, কল্যাণকর।
ঋতুআর্তব, কাল, মৌসুম, মরশুম
শরীরদেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব
শিক্ষকগুরু, ওস্তাদ, মাষ্টার, টিচার
সর্পসাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক
স্ত্রীপত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ, দার, দারা, দায়িতা,বউ, কলত্র, বনিতা, কান্তা
স্বর্ণ সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ
স্বর্গদেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত
সাহসীঅভীক, নির্ভীক
সাগরসমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।
সূর্যরবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা।
সর্পসাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক
সাহসীঅভীক, নির্ভীক
হরিণমৃগ, কুরঙ্গ, সাঙ্গ, সৃনয়ন।
হাতকর, বাহু, ভুজ, হস্ত, পাণি
হস্তীহাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ

বিভিন্ন বিখ্যাত গ্রন্থ ও তাদের লেখক

Prev Post

প্রাণী জগতের পর্ব

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy