সার্ক(SAARC)
১. সার্ক(SAARC) এর পূর্ণরূপ কী ?→→ South Asian Association for Regional Co-operation.
২. সার্ক(SAARC) গঠিত হয় ?→→ ৮ ডিসেম্বর ১৯৮৫।
৩)সার্ক এর সদর দপ্তর ?→→ কাঠমুন্ডু, নেপাল। .
৪. সার্কভক্ত যে দেশে শিক্ষার হার সর্বাধিক ?→→ মালদ্বীপ।
৫.সার্কভক্ত যে দেশে শিক্ষার হার সবচেয়ে কম ?→→ আফগানিস্তান।
৬.সার্কভক্ত যে দেশে সার্কের কোন সম্মেলন অনুষ্ঠিত হয় নি ?→→ আফগানিস্তান।
৭.সার্কের বর্তমান সদস্য দেশ ?→→ ৮ টি।(বাংলাদেশ, ভারত,পাকিস্তান,
শ্রীলংকা,নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।)
৮.সার্কের সর্বশেষ সদস্য দেশ ?→→ আফগানিস্তান (৩এপ্রিল২০০৭)।
৯.সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ?→→ আবুল আহসান(বাংলাদেশ)।
১০. সার্ক (SAARC) এর বর্তমান মহাসচিব ?→→ এসালা রোয়ান ওয়েরাকুন (১৪তম,শ্রীলঙ্কা)
১১. সার্ক(SAARC) এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ?→→ ১৯৮৫ সালে।
১২. সার্কের সহযোগীতার ক্ষেত্র ?→→ ১৩ টি।
১৩. সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত ?→→ নয়াদিল্লী, ভারত।
১৪. সার্কের প্রথম নারী মহাসচিব কে ছিলেন ?→→ ফাতিমা দিয়ানা (মালদ্বীপ )।
১৫. সার্কের যে দেশকে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে ?→→ চীন, জাপান,যুক্তরাষ্ট্র,দ.কোরিয়া, ইরান, ইউরোপীয় ইউনিয়নকে।
১৬. সার্ক কৃষি কেন্দ্র ?→→ ঢাকা, বাংলাদেশ।
১৭. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র ?→→ ঢাকা, বাংলাদেশ।।
১৮. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ?→→ ভারত।
১৯. সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র ?→→ কাঠমুন্ডু, নেপাল।
২০.সার্ক তথ্য কেন্দ্র ?→→ নেপাল।
২১. সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র ?→→ মালদ্বীপ।
২২.সার্ক সাংস্কৃতিক কেন্দ্র ?→→ শ্রীলঙ্কা।
২৩. SAPTA এর পূর্ণরূপ কী ?→→ South Preferential Trade Arrangement.
২৪. SAPTA চুক্তি স্বাক্ষরিত হয় ?→→ ১১ এপ্রিল,১৯৯৩ সালে (SAPTA চুক্তি কার্যকর করা হয়—৬ ডিসেম্বর,১৯৯৫ সালে)
২৫.SAPTA চুক্তি স্বাক্ষরিত হয় ?→→ ৬ জানুয়ারি,২০০৪ সালে (SAPTA চুক্তি কার্যকর করা হয়—১ জুলাই,২০০৬ সালে)