সিরডাপ
১. CIRDAP এর পূর্ণরূপ কী ? →→ Centre on Intergated Rural Development for Asia and the Pacific.
২. CIRDAP কত সালে প্রতিষ্ঠিত হয় ? →→ ৬ জুলাই, ১৯৭৯।
৩. CIRDAP এর সদর দপ্তর কোথয় ? →→ ঢাকা (চামেলী হাউজে)।।
৪. CIRDAP এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ? →→ ৮ এপ্রিল, ১৯৮৭ (ঢাকায়)।
৫. CIRDAP এর সদস্য সংখ্যাকয়টি ? →→ ১৫টি।
৬. CIRDAP এর প্রতিষ্ঠার উদ্দ্যেক্তা ? →→ খাদ্য ও কৃষি সংস্থা।
৭. CIRDAP এর লক্ষ্য ও উদ্দেশ্য কী ? →→ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র বিমোচন ও ভাগ্যোন্নয়ন।
৮. CIRDAP এর সদস্য দেশগুলো ? →→ বাংলাদেশ, ভারত ,ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন,পাকিস্থান, আফগানিস্থান, ইরান, লাওস, মালায়েশিয়া, মায়ানমার, ও ফিজি।