Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

হৃদযন্ত্রের যত কথা - bdjobbooks

admin 0 Comments

৯ – ১০ শ্রেণি বিজ্ঞান

  • উন্নততর জীবনধারা
  • জীবনের জন্য পানি
  • হৃদযন্ত্রের যত কথা
  • দেখতে হলে আলো চাই
  • নবজীবনের সূচনা
  • এসো বলকে জানি
  • দুর্যোগের সাথে বসবাস
  • আমাদের সম্পদ
  • অম্ল ক্ষার ও লবণের ব্যবহার
  • পলিমার

নবম-দশম শ্রেণির (সাধারণ বিজ্ঞান) হৃদযন্ত্রের যত কথা

১. রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে – প্লীহাতে

২. অনুচক্রিকার গড় আয়ু – ৫ থেকে ১০ দিন।

লোহিত রক্ত কণিকায় গড় আয়ু – ১২০ দিন

শ্বেতকণিকার গড় আয়ু – ১-১৫ দিন

৩. লোহিত কণিকার আকৃতি – চ্যাপ্টা।

৪. সর্বজন দাতা গ্রুপ – O+ গ্রুপ।

৫. রক্তে অ্যান্টিজেন নেই – O+ গ্রুপে।

৬. হৃৎপিন্ডের আকৃতি – ত্রিকোণাকার।

৭. রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি – HDL

৮. রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান – ১০০-২০০mg/dl।

৯. মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg

১০. মানুষের মোট ওজন শতকরা – ৮% রক্ত।

১১. ধমনির রক্তের pH – ৭.৪।

১২.  পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান – ৫-৬ লিটার

১৩. রক্ত গঠিত – যোজক টিস্যু।

১৪. রক্তের প্রধান উপাদান – লৌহ।

১৫. রক্তের প্রধান উপাদান – ২টি।

১৬. রক্তে রেচন পদার্থ – ইউরিয়া

১৭. রক্ত লাল দেখায় – হিমোগ্লোবিন থাকায়।

১৮. দেহের প্রহরী – শ্বেতকণা।

১৯. রক্তে লিম্ফোসাইটের পরিমান – ২০-৪৫%

২০. হিমোগ্লোবিন থাকে না – শ্বেতকণিকায়

২১. রক্তে অ্যান্টিজেন থাকে – ২টি।

২২. AB গ্রুপে রক্তের মানুষ – ৩%।

২৩. হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম – পেরিকার্ডিয়াম (২ স্তর)।

২৪. নিলয়ের অপর নাম – ভেন্টিকল

২৫. একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।

২৬. হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় – ডায়াস্টোল

২৭.  প্রতিমিনিটে হার্টবিটকে বলে – ডাব।

২৮. কার্ডিয়াক চক্রের ধাপ – ৪টি

২৯. LDL এর পূর্ণরুপ – Low Density Lipoprotein.

৩০. সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।

৩১. রক্তের তরল অংশকে বলে – প্লাজমা।

৩২. রক্ত কণিকা – ৩ প্রকার

৩৩. রক্ত রসের -১০% জৈব ও অজৈব।

৩৪. রক্তরস আলাদা করলে রক্তের রং হবে – হালকা হলুদ।

৩৫. প্লেটলেট অর্থ – অণুচক্রিকা

৩৬. ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় – পারপুরা।

৩৭. মানুষের রক্তের A গ্রুপ শতকরা – ৪২%।

৩৮. মানুষের রক্তের B গ্রুপ শতকরা – ৯%।

৩৯. মানুষের রক্তের AB গ্রুপ শতকরা – ৩%।

৪০. মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা – ৪৬%।

৪১. RBC এর পূর্ণরুপ – Red Blood cell.

৪২. রেসাস ফ্যাক্টরের সংকেত – Rh

৪৩. রক্তের গ্রুপ নির্ণয় করে – ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)

৪৪. Rh ফ্যাক্টরের নামকরন করা হয় – বানর দ্বারা।

৪৫. হৃৎপিন্ডের অবস্থান – দুই ফুসফুসের মাঝে।

৪৬. হৃৎপিন্ডের ওজন – ৩০০ গ্রাম

৪৭. হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় – সিস্টোল।

৪৮. মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ – ৪ ভাগে

৪৯. রক্তে গ্লুকোজের মাত্রা – ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।

৫০. HDL এর পূর্ণরুপ – High Density Lipoprotein.

জীবনের জন্য পানি

Prev Post

নবজীবনের সূচনা

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy