Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বাংলাদেশের সংবিধান - bdjobbooks

admin 0 Comments

বাংলাদেশ বিষয়াবলী

  • বাংলাদেশের বৃহত্তম
  • বিভিন্ন খাত ও সহায়তাকারী দেশ
  • বিভিন্ন প্রকল্প উদ্বোধনের তারিখ
  • সাম্প্রতিক সূচকে বাংলাদেশ
  • বাংলাদেশের প্রথম পুরুষ প্রসঙ্গ
  • বাংলাদেশের প্রথম নারী প্রসঙ্গ
  • বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে প্রথম
  • বাংলাদেশের বিভিন্ন নদ-নদী
  • বিভিন্ন দ্বীপ সম্পর্কে
  • কাগুজে নোটের প্রথম প্রকাশ
  • কোন নোটে কোন ছবি থাকে
  • বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • সেনাবাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • নৌবাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিজিবি সম্পর্কে সাধারণ জ্ঞান
  • আনসার বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বাংলাদেশে আঘাত হানে ঘূণিঝড়ের নাম
  • ভ্যালি, বন্দর, সৈকত
  • বাংলাদেশের জাদুঘর পরিচিতি
  • বাংলাদেশের অস্থায়ী সরকার
  • দেশের বাইরে বাংলাদেশ
  • বিভিন্ন শব্দের পূর্ণরুপ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উপাধি
  • শেখ মুজিবের ৩ টি আত্নজীবনী
  • ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
  • ছয় দফা ও আগারতলা ষড়যন্ত্র মামলা
  • বাংলাদেশের জাতীয় সংসদ
  • বাংলাদেশের জাতীয় বিষয়
  • বাংলাদেশের জাতীয় দিবস সমূহ
  • বাংলাদেশের শ্রেষ্ঠ বিষয় সম্পর্কে
  • বাংলাদেশের সংবিধান
  • বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  • ডাক যোগাযোগ
  • বিভিন্ন চর সম্পর্কে
  • উপজাতি সম্পর্কে
  • মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের তালিকা
  • বিভিন্ন অপারেশন সমূহ
  • রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান
  • ঐতিহাসিক স্থান, স্থাপনা
  • দ্বীপ সম্পর্কে
  • সাত বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয়
  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
  • মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র
  • মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র
  • বিভিন্ন ফসলের উন্নত জাত
  • প্রাচীন বাংলার জনপদ
  • বাংলাদেশের সংবিধানের ৭ টি তফসিল
  • বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাসমূহ
  • বাংলাদেশের ক্ষুদ্রতম
  • বাংলাদেশের উচ্চতম
  • বাংলাদেশের দীর্ঘতম
  • বাংলাদেশের স্থলবন্দরের তালিকা
  • ভৌগোলিক উপনাম
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • বাংলাদেশের গুরুত্বপূণ পয়েন্টসমূহ
  • জাতীয় সংসদ নির্বাচন
  • বাংলাদেশের সমুদ্র বন্দর
  • বাংলাদেশের ইপিজেড সম্পর্কে
  • বাংলাদেশ সংবিধানের সংশোধনীসমূহ
  • বাংলাদেশের রাষ্ট্রপতিগণ
  • বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ
  • রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য পদবী
  • মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
  • কৃষি বিষয়ক গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • প্রাণিসম্পদ গবেষণা ও ইনস্টিটিউট সমূহ
  • মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র সমূহ
  • নদী গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • ফল গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউট সমূহ
  • তাত, রাবার বোর্ড ও ইনস্টিটিউট সমূহ
  • জনসংখ্যা সংক্রান্ত গবেষণা কেন্দ্র সমূহ
  • বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান
  • বাংলাদেশের পানি শোধনাগার
  • বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সদস্য
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
  • প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস
  • বাংলাদেশের কৃষিশুমারি সমূহ
  • বাংলাদেশের লোক সঙ্গীত সমূহ
  • প্রাইমারির সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
  • বিভিন্ন নদীর উপনদী ও শাখা নদী সমূহ
  • বিভিন্ন নদীর তীরবর্তী শহর
  • বিভিন্ন নদীর পূর্ব নাম
  • বিভিন্ন নদীর মিলিত স্থল
  • বিভিন্ন নদীর প্রবেশের স্থান
  • বিভিন্ন নদীর উৎপত্তিস্থল
  • বাংলাদেশের ফেরিঘাটের অবস্থান
  • Lord Alfred Tennyson quotation
  • উৎপাদনে শীর্ষ জেলা
  • বাংলাদেশ ব্যংকের গভর্নরদের তালিকা
  • বিভিন্ন হেল্পলাইন নাম্বার
  • কোন জেলা কত সালে প্রতিষ্ঠিত
  • ঢাকা থেকে বিভিন্ন জেলার দূরত্ব
  • বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
  • কোন বিশেষ দিন কি বার ছিল
  • কোন বিভাগে কোন জেলা
  • বিভিন্ন উপজাতিদের অবস্থান
  • বিভিন্ন উপজাতিদের উৎসব সমূহ
  • বিভিন্ন উপজাতিদের ভাষা
  • বিভিন্ন উপজাতিদের ধর্ম সমূহ
  • বাংলাদেশের কৃষিজ সম্পদ
  • বাংলাদেশের মৎস্য সম্পদ
  • বাংলাদেশের বনজ সম্পদ
  • বাংলাদেশের খনিজ সম্পদ
  • বাংলাদেশের পনি সম্পদ
  • সুন্দরবন
  • শিল্প সম্পদ
  • পাট শিল্প
  • বাংলাদেশের কাগজকল
  • বাংলাদেশের চিনি শিল্প
  • সারখানা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বাংলাদেশের সিমেন্ট কারখানা
  • জাহাজ নির্মান কারখানা
  • আবহাওয়া ও জলবায়ু
  • বাংলাদেশের রণসংগীত
  • বাংলাদেশের ক্রীড়া সংগীত
  • বাংলাদেশের জাতীয় সংগীত
  • বাংলাদেশের জাতীয় প্রতীক
  • বাংলাদেশের জাতীয় পতাকা
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
  • মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG)
  • নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ জ্ঞান
  • দুর্নীতি দমন কমিশন (দুদক)
  • ঢাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
  • বাংলাদেশের জনসংখ্যা
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD)
  • পল্লী উন্নয়ন একাডেমী (RAD)
  • জাতীয় স্মৃতিসৌধ
  • মুজিবনগর স্মৃতিসৌধ
  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • অপরাজেয় বাংলা
  • তিন নেতার স্মৃতিসৌধ
  • বাংলাদেশের উল্লেখযোগ্য চুক্তি
  • কে কাকে শপথ পড়ান
  • বিভিন্ন সংস্থার সদর দপ্তর ঢাকায়
  • বহির্বিশ্বে বাংলাদেশ
  • বাংলাদেশের বর্তমান কে কত তম
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
  • শ্রেষ্ঠ ২০ জন বাঙালির তালিকা
  • স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ
  • সংবিধানের সকল সংখ্যা
  • বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান
  • বাংলাদেশের বিভিন্ন বিলের অবস্থান
  • বাংলাদেশের অবস্থান
  • বাংলাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • ঢাকার দর্শনীয় স্থান সমূহ
  • বিমান বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • সাত জন বীরশ্রেষ্ঠের জীবনী
  • বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী
  • বাংলাদেশে বিভিন্ন একাডেমির অবস্থান
  • কন্যা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিভিন্ন সমুদ্র সৈকতের দৈর্ঘ
  • বিদ্যুৎ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত

বাংলাদেশের সংবিধান

১. বাংলাদেশের সাংবিধানিক নাম কি ?

উত্তর:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।

২. বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম  কি?

উত্তর:-  People’s Republic of Bangladesh.

৩.বাংলাদেশের যে ধরনের  সংবিধান প্রচলিত আছে?

উত্তর:- লিখিত ও দুষ্পরিবর্তনীয়।

৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন?

উত্তর:- সংবিধান ।

৫. সংবিধানের মোট অনুচ্ছেদ আছে ?

উত্তর:-১৫৩টি।

৬. সংবিধানের মোট ভাগ আছে ?

উত্তর:-১১ টি।

৭. সংবিধানের মোট সাব  অনুচ্ছেদ আছে ?

উত্তর:-১৫টি।

৮. সংবিধানের মোট প্রস্তাবনা  আছে ?

উত্তর:-১টি।

৯. সংবিধানের মোট তফসিল আছে ?

উত্তর:-৭ টি।

১০.বাংলাদেশের সংবিধানের মূলনীতি  কয়টি ?

উত্তর:-৪ টি।

১১. সংবিধানের এ পযন্ত সংশোধন হয়েছে ?

উত্তর:- ১৭ বার।

১২. সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ?

উত্তর:-১২ অক্টোবার ১৯৭২.

১৩.বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ?

উত্তর:-৪ নভেম্বর, ১৯৭২.

১৪.বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ?

উত্তর:-১৬ ডিসেম্বর ১৯৭২.

১৫. বাংলাদেশের সংবিধান দিবস কবে ?

উত্তর:- ৪ঠা নভেম্বর,

১৬.বাংলাদেশের সংবিধানে প্রথম স্বাক্ষর বরেন কে ?

উত্তর:- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমন।

১৭. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?

উত্তর:- সুপ্রিমকোর্ট।

১৮.বাংলাদেশের সংবিধানের লিপিকার কে ?

উত্তর:-এ কে এম আব্দুর রউফ.

১৯.বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা করেন কে ?

উত্তর:-শিল্পী হাশেম খান ।

২০. বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জার তত্ত্ববধান করেন ?

উত্তর:- শিল্পাচার্য জয়নুল আবেদীন ।

২১. বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জায় চামড়ার কাজ করেন ?

উত্তর:-সৈয়দ শাহ অবু শফি।

২২. বাংলাদেশের মূল সংবিধান কত পাতা বিশিষ্ট ?

উত্তর:- ৯৩পাতা (স্বাক্ষরসহ ১০৮পাতা) .

২৩.সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ ভোট প্রয়োজন?

উত্তর : দুই-তৃতীয়াংশ।

২৪. বাংলাদেশের সংবিধান কোন ধরনের?

উত্তরঃ- লিখিত সংবিধান।

২৫. বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু?

উত্তর : প্রস্তাবনা দিয়ে শুরু

২৬. বাংলাদেশের সংবিধান কি দিয়ে শেষ?

উত্তর:- ৭টি তফসিল দিয়ে শেষ।

২৭. সংবিধানের ব্যাখ্যায় বাংলা ও ইংরেজির মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি গ্রহণযোগ্য?

উত্তর:- বাংলা।

২৮ .সংবিধান কয়টি ভাষায় রচিত?

উত্তর:- দুটি ভাষা।

২৯.সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

 উত্তরঃ ড.কামাল হোসেন।

৩০. বাংলাদেশ সংবিধানের স্থপতি কে?

উত্তর:- ড. কামাল হোসেন।

৩১. মূল সংবিধানে কত জন স্বাক্ষর করেন?

উত্তর:- ৩৯৯ জন।

৩২. কে হাতে লেখা সংবিধান স্বাক্ষর করেননি?

উত্তর:- সুরঞ্জিত সেনগুপ্ত।

৩৩. গণ পরিষদের বিরোধী দলীয় নারী সদস্য কে?

উত্তর:- রাজিয়া বানু।

৩৪. গণ পরিষদের প্রথম স্পিকার কে?

উত্তর:-শাহ আবদুল হামিদ।

৩৫. গণ পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?

উত্তর:- মোহাম্মদ উল্লাহ।

৩৬.গণ-পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তর:- মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।

৩৭. গণ-পরিষদের সদস্য ছিল কতজন?

 উত্তরঃ- ৪০৩ জন।

৩৮.সংবিধানের যে ভাগে মৌলিক অধিকারের কথা বলা  আছে ?

উত্তর:- ৩য়  ভাগে।

৩৯. সকল নগরিক আইনের চোখে সমান বলা আছে কত নং অনুচ্ছেদে?

উত্তর:- ২৭ নং অনুচ্ছেদ

৪০. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উত্তর:- ভারতের।

৪১. সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

উত্তর:- আমেরিকার।

৪২. কোন কোন দেশের লিখিত সংবিধান নেই?

উত্তর:- ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।

৪৩. সংবিধানের প্রস্তাবনায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ গৃহীত হয় কবে?

 উত্তরঃ- ২২ এপ্রিল, ১৯৭৭ সালে।

৪৪. সুপ্রিম কোর্ট কতটি ভাগে বিভক্ত?

উত্তরঃ- দুটি ভাগে, যথাঃ (ক) আপিল বিভাগ (খ) হাইকোর্ট বিভাগ ।

৪৫. ইনডেমনিটি অধ্যাদেশ  বাতিল করা হয় ?

উত্তরঃ-১২নভেম্বর ১৯৯৬সালে ।

৪৬. ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন ?

উত্তরঃ-২৬ সেপ্টেম্বর, ১৯৭৫ সালে ।

৪৭. সংবিধানের স্বাধীনাতার ঘোষণাপত্র  যুক্ত  করা হয়?

উত্তরঃ- ১৯৯৯ সালে ।

৪৮. সংবিধানের সংশোধনীতে রাষ্টপতিকে স্বক্ষর করতে হয় ?

উত্তরঃ- ৭ দিনের মধ্যে ।

৪৯. ইসলামকে  রাষ্টধম  হিসাবে স্বীকূতি দেওয়া হয়  কত সালে?

উত্তরঃ- ১৯৮৮ সালে (৮ম সংশোধনীর মাধ্যমে ।

৫০. তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত হয় কত সালে?

উত্তরঃ-১৯৯৬ সালে, ( ১৩ সংশোধনীর মাধ্যমে)।

৫১. তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় কত সালে?

উত্তরঃ-২০১১ সালে, ( ১৫ সংশোধনীর মাধ্যমে)।

৫২. বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কতটি আটিকেল আছে?

উত্তরঃ- ১৮টি।

৫৩. মানুষেরব্যক্তিস্বাধীনাতা এবং নিরাপত্তার অধীকারকে কোন ধরণের অধীকার বলা হয়?

উত্তরঃ- মৌলিক অধিকার ।

৫৪. সংবিধানের প্রথম সংশোধনী বিল উথাপন করেন কে ?

উত্তরঃ-মনোরঞ্জন ধর  ( ১৯৭৩ সালে ).

৫৫. সংবিধানের কোন সংশোধনীকে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় ?

উত্তরঃ-দ্বাদশ সংশোধনী ।

৫৬. সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে ?

উত্তরঃ- সুপ্রিমকোর্ট।

৫৭. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে ?

উত্তরঃ- ২২ নং অনুচ্ছেদ ।

৫৮.সংবিধানের কোন অনুচ্ছেদ ” গণতন্ত্র ও মানবঅধিকার ” কথা বলা হয়েছে?

 উত্তরঃ-  ১১ নং অনুচ্ছেদ ।

৫৯.বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?

 উত্তর:- ৫৬ (২) অনুচ্ছেদে।

৭৮. সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের বিধান বর্ণিত আছে?

উত্তরঃ- ৩৩ অনুচ্ছেদে।

৬১. সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাচন কমিশন গঠনের  ” কথা বলা হয়েছে ?

উত্তরঃ- ১১৮ নং অনুচ্ছেদ ।

৬২. সংবিধানের কত নং অনুচ্ছেদে “ সরকারী কর্ম কমিশন গঠনের  ” কথা বলা হয়েছে ?

উত্তরঃ-১৩৭ নং অনুচ্ছেদ ।

৬৩. সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে ?

উত্তরঃ- ৩৯ নং অনুচ্ছেদ ।

৬৪.সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?

উত্তর:- ১২১ নং অনুচ্ছেদে ।

৬৫. সংবিধানের কোন অনুছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে?

উত্তর:- ৩২ নং অনুচ্ছেদে।

৬৬. রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?

উত্তরঃ- ৮ নং অনুচ্ছেদে ।

৬৭. সংবিধানের কোন অনুছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে?

উত্তরঃ-  ৪০ নং অনুচ্ছেদে।

৬৮. সংবিধানের কোন অনুছেদে সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে ?

উত্তরঃ- ৪২ নং অনুচ্ছেদে।

৬৯. সংবিধানের কোন অনুছেদে জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে ?

উত্তরঃ-  ৩৪ নং অনুচ্ছেদে।

৭০. সংবিধানের কোন অনুছেদে চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে ?

উত্তরঃ-, ৩৬ নং অনুচ্ছেদে।

৭১. সংবিধানের কোন অনুছেদে সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে ?

উত্তরঃ- ৩৭ নং অনুচ্ছেদে।

৭২. সংবিধানের কোন অনুছেদে সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে ?

উত্তরঃ-, ৩৮ নং অনুচ্ছেদে।

৭৩.সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির কথা বলা হয়েছে ?

উত্তরঃ- ৫১ নং অনুচ্ছেদে ।

৭৪.সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে ?

উত্তরঃ- ৫২ নং অনুচ্ছেদে।

৭৫.কোন অনুচ্ছেদে সরকারি নিয়োগে সমান সুযোগের কথা বলা হয়েছে?

 উত্তরঃ- ২৯ নং অনুচ্ছেদে। ।

৭৬. মৌলিক অধিকার লঙ্গিত হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে ?

উত্তরঃ- ৪৪ নং অনুচ্ছেদে।

৭৭. রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমতা বিধান করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে ?

উত্তরঃ- ২৮ (২) নং অনুচ্ছেদে।

বাংলাদেশের শ্রেষ্ঠ বিষয় সম্পর্কে

Prev Post

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy