Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ - bdjobbooks

admin 0 Comments

বাংলাদেশ বিষয়াবলী

  • বাংলাদেশের বৃহত্তম
  • বিভিন্ন খাত ও সহায়তাকারী দেশ
  • বিভিন্ন প্রকল্প উদ্বোধনের তারিখ
  • সাম্প্রতিক সূচকে বাংলাদেশ
  • বাংলাদেশের প্রথম পুরুষ প্রসঙ্গ
  • বাংলাদেশের প্রথম নারী প্রসঙ্গ
  • বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে প্রথম
  • বাংলাদেশের বিভিন্ন নদ-নদী
  • বিভিন্ন দ্বীপ সম্পর্কে
  • কাগুজে নোটের প্রথম প্রকাশ
  • কোন নোটে কোন ছবি থাকে
  • বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • সেনাবাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • নৌবাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিজিবি সম্পর্কে সাধারণ জ্ঞান
  • আনসার বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বাংলাদেশে আঘাত হানে ঘূণিঝড়ের নাম
  • ভ্যালি, বন্দর, সৈকত
  • বাংলাদেশের জাদুঘর পরিচিতি
  • বাংলাদেশের অস্থায়ী সরকার
  • দেশের বাইরে বাংলাদেশ
  • বিভিন্ন শব্দের পূর্ণরুপ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উপাধি
  • শেখ মুজিবের ৩ টি আত্নজীবনী
  • ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
  • ছয় দফা ও আগারতলা ষড়যন্ত্র মামলা
  • বাংলাদেশের জাতীয় সংসদ
  • বাংলাদেশের জাতীয় বিষয়
  • বাংলাদেশের জাতীয় দিবস সমূহ
  • বাংলাদেশের শ্রেষ্ঠ বিষয় সম্পর্কে
  • বাংলাদেশের সংবিধান
  • বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  • ডাক যোগাযোগ
  • বিভিন্ন চর সম্পর্কে
  • উপজাতি সম্পর্কে
  • মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের তালিকা
  • বিভিন্ন অপারেশন সমূহ
  • রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান
  • ঐতিহাসিক স্থান, স্থাপনা
  • দ্বীপ সম্পর্কে
  • সাত বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয়
  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
  • মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র
  • মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র
  • বিভিন্ন ফসলের উন্নত জাত
  • প্রাচীন বাংলার জনপদ
  • বাংলাদেশের সংবিধানের ৭ টি তফসিল
  • বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাসমূহ
  • বাংলাদেশের ক্ষুদ্রতম
  • বাংলাদেশের উচ্চতম
  • বাংলাদেশের দীর্ঘতম
  • বাংলাদেশের স্থলবন্দরের তালিকা
  • ভৌগোলিক উপনাম
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • বাংলাদেশের গুরুত্বপূণ পয়েন্টসমূহ
  • জাতীয় সংসদ নির্বাচন
  • বাংলাদেশের সমুদ্র বন্দর
  • বাংলাদেশের ইপিজেড সম্পর্কে
  • বাংলাদেশ সংবিধানের সংশোধনীসমূহ
  • বাংলাদেশের রাষ্ট্রপতিগণ
  • বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ
  • রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য পদবী
  • মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
  • কৃষি বিষয়ক গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • প্রাণিসম্পদ গবেষণা ও ইনস্টিটিউট সমূহ
  • মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র সমূহ
  • নদী গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • ফল গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউট সমূহ
  • তাত, রাবার বোর্ড ও ইনস্টিটিউট সমূহ
  • জনসংখ্যা সংক্রান্ত গবেষণা কেন্দ্র সমূহ
  • বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান
  • বাংলাদেশের পানি শোধনাগার
  • বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সদস্য
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
  • প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস
  • বাংলাদেশের কৃষিশুমারি সমূহ
  • বাংলাদেশের লোক সঙ্গীত সমূহ
  • প্রাইমারির সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
  • বিভিন্ন নদীর উপনদী ও শাখা নদী সমূহ
  • বিভিন্ন নদীর তীরবর্তী শহর
  • বিভিন্ন নদীর পূর্ব নাম
  • বিভিন্ন নদীর মিলিত স্থল
  • বিভিন্ন নদীর প্রবেশের স্থান
  • বিভিন্ন নদীর উৎপত্তিস্থল
  • বাংলাদেশের ফেরিঘাটের অবস্থান
  • Lord Alfred Tennyson quotation
  • উৎপাদনে শীর্ষ জেলা
  • বাংলাদেশ ব্যংকের গভর্নরদের তালিকা
  • বিভিন্ন হেল্পলাইন নাম্বার
  • কোন জেলা কত সালে প্রতিষ্ঠিত
  • ঢাকা থেকে বিভিন্ন জেলার দূরত্ব
  • বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
  • কোন বিশেষ দিন কি বার ছিল
  • কোন বিভাগে কোন জেলা
  • বিভিন্ন উপজাতিদের অবস্থান
  • বিভিন্ন উপজাতিদের উৎসব সমূহ
  • বিভিন্ন উপজাতিদের ভাষা
  • বিভিন্ন উপজাতিদের ধর্ম সমূহ
  • বাংলাদেশের কৃষিজ সম্পদ
  • বাংলাদেশের মৎস্য সম্পদ
  • বাংলাদেশের বনজ সম্পদ
  • বাংলাদেশের খনিজ সম্পদ
  • বাংলাদেশের পনি সম্পদ
  • সুন্দরবন
  • শিল্প সম্পদ
  • পাট শিল্প
  • বাংলাদেশের কাগজকল
  • বাংলাদেশের চিনি শিল্প
  • সারখানা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বাংলাদেশের সিমেন্ট কারখানা
  • জাহাজ নির্মান কারখানা
  • আবহাওয়া ও জলবায়ু
  • বাংলাদেশের রণসংগীত
  • বাংলাদেশের ক্রীড়া সংগীত
  • বাংলাদেশের জাতীয় সংগীত
  • বাংলাদেশের জাতীয় প্রতীক
  • বাংলাদেশের জাতীয় পতাকা
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
  • মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG)
  • নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ জ্ঞান
  • দুর্নীতি দমন কমিশন (দুদক)
  • ঢাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
  • বাংলাদেশের জনসংখ্যা
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD)
  • পল্লী উন্নয়ন একাডেমী (RAD)
  • জাতীয় স্মৃতিসৌধ
  • মুজিবনগর স্মৃতিসৌধ
  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • অপরাজেয় বাংলা
  • তিন নেতার স্মৃতিসৌধ
  • বাংলাদেশের উল্লেখযোগ্য চুক্তি
  • কে কাকে শপথ পড়ান
  • বিভিন্ন সংস্থার সদর দপ্তর ঢাকায়
  • বহির্বিশ্বে বাংলাদেশ
  • বাংলাদেশের বর্তমান কে কত তম
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
  • শ্রেষ্ঠ ২০ জন বাঙালির তালিকা
  • স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ
  • সংবিধানের সকল সংখ্যা
  • বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান
  • বাংলাদেশের বিভিন্ন বিলের অবস্থান
  • বাংলাদেশের অবস্থান
  • বাংলাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • ঢাকার দর্শনীয় স্থান সমূহ
  • বিমান বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • সাত জন বীরশ্রেষ্ঠের জীবনী
  • বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী
  • বাংলাদেশে বিভিন্ন একাডেমির অবস্থান
  • কন্যা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিভিন্ন সমুদ্র সৈকতের দৈর্ঘ
  • বিদ্যুৎ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

১.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর:- বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

২. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর:-১১টি সেক্টরে

৩. ১১টি সেক্টের কে ভাগ করেন?

উত্তর:- জেনারেল আতাউল গনি ওসমানী।

৫. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?

উত্তর : ১০নং সেক্টরে।

৬. স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?

উত্তর : ৭ জন।

৭. ভারত-বাংলাদেশ  যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর

৮. অপারেশন সার্চ লাইট কী ?

উত্তর:- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী  নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বাঙ্গালীর উপর

 যে নির্যাতন নিপীড়ন চালায় তার অভিযানের সাংকেতিক নামকে  অপারেশন সার্চ লাইট বলে।

৯. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?

উত্তর : মেজর জেনারেল রাও ফরমান আলি ।

১০. শেখ মজিবুর রহমনকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন ?

উত্তর:-২৫ মার্চ, ১৯৭১ সালের মধ্যরাতে।

১১. মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

উত্তর : ১৮ এপ্রিল কলকাতায়।

১২. সাইমন ড্রিং কে ছিলেন?

উত্তর : ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন।

১৩.বাংলাদেশের প্রথম কবে পতাকা উত্তোলন করা হয ?

উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।

১৫.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?

উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।

১৬.সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?

উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।

১৭.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?

উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।

১৮.বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?

উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।

১৯.বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?

উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।

২০. বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন কে ?

উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।

২১.মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : শেখ মুজিবর রহমান।

২২.মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

২৩. মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?

উত্তর : এম, মনসুর আলী।

২৪.মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?

উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।

২৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?

উত্তর : দুই নম্বর সেক্টর

২৬. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

উত্তর : সেগুনবাগিচা।

২৭. মুক্তিযুদ্ধের কয়টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল ?

উত্তর : ৩ টি

২৭. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

উত্তর : ১৪ ডিসেম্বর

২৯. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

উত্তর : প্রায় ৩০ লাখ

৩০. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?

উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

৩১.মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর : রেসকোর্স ময়দানে।

৩২.জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে ?

উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।

৩৩.মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?

উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।

৩৪. স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?

উত্তর : ৬৮ জন।

৩৫. স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?

উত্তর : ১৭৫জন।

৩৬. স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?

উত্তর : ৪২৬ জন।

৩৭. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?

উত্তর : ৬৭৬ জন।

৩৮. বর্তমানে মুক্তিযুদ্ধে অবদান রাখতে গিয়ে নির্যাতিত হয়েছেন এমন স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনা নারী কতজন?

উত্তর : ২৩১ জন।

৩৯.কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?

উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

৪০. কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?

উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

৪১.প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

৪২. বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?

উত্তর : আ স ম আব্দুর রব।

৪৩. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?

উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

৪৪. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?

উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

৪৫. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?

উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

৪৬. শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?

উত্তর :০৮ জানুয়ারী ১৯৭২।

৪৭. বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?

উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।

৪৮. বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর : ৬ জন।

৪৯. মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল?

উত্তর:- ১২টি।

৫০ মজিবনগর সরকারকে প্রথম গর্ড অনার কে প্রদান করেন ?

উত্তর:-মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

৫১.জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?

উত্তর : ১৮ এপ্রিল, ১৯৭১।

৫২. প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?

উত্তর : এম হোসেন আলী।

৫৩. কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?

উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

৫৪. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

উত্তর : ভারতের আমবাসা এলাকায়।

৫৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?

উত্তর : মাদার মারিও ভেরেনজি।

৫৬. স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?

উত্তর : হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।

৬৭. ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?

উত্তর : ২১ নভেম্বর, ১৯৭১।

৫৮. ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?

উত্তর : ০৬ ডিসেম্বর, ১৯৭১।

৫৯. ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?

উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।

৬১.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

উত্তর : এম. মনসুর আলি।

৬২. রাজাকার বাহিনি গঠন করেন কে?

উত্তর : মওলানা এ কে এম ইউসুফ।

৬৩. ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?

উত্তর : ৩রা নভেম্বর।

৬৪.কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?

উত্তর : জুলফিকার আলী ভুট্ট

৬৫. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই

৬৬.মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

উত্তর : চারটি।

৬৭. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

উত্তর : ‘জয় বাংলা’।

৬৮. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?

উত্তর : মেজর খালেদ মোশারফ

৬৯ .মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?

উত্তর : মুক্তিফৌজ।

৭০. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

৭১.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : তাজউদ্দিন আহমেদ

৭২.বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?

উত্তর : যশোর।

৭৩.মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?

উত্তর : যুক্তরাজ্য।

৭৪.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তর : ১৪ই ডিসেম্বর

৭৫. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?

উত্তর : ভারত সরকার

৭৬. মার্ক টলী কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক?

উত্তর : বিবিসি

৭৭. সাইমন ড্রিং কে ছিলেন?

উত্তর : ব্রিটিশ সাংবাদিক

৭৮.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?

উত্তর:- নেদারল্যান্ড।

৭৯.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?

উত্তর : ঢাকা সেনানিবাসে।

৮০. সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ ?

উত্তর : আইভরি কোস্ট

৮১.কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

উত্তর : মেজর জেনারেল জ্যাকব

৮২. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?

উত্তর : জুলফিকার আলী ভুট্টো

৮৩.মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?

উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী

৮৪. মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?

উত্তর : যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

৮৫. এম ভি সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?

উত্তর : ৩রা মার্চ।

৮৬. শহীদ ড. শামসুজ্জোহা হত্যা করা হয়েছিল

উত্তর:- ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

৮৭. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল ?

উত্তর:- ১৬৭ টি আসন।

৮৮. পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?

উত্তর:- ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।

৮৯. স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কোথায় ?

উত্তর:- পল্টন ময়দানে ( ০৩ মার্চ, ১৯৭১ )।

৯০. প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?

উত্তর:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

৯১.বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন ?

উত্তর:- ক্যাপ্টেন এ কে খন্দকার।

৯২. প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন  ?

উত্তর:- এম হোসেন আলী।

৯৩. মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ?

উত্তর:- ১৮ এপ্রিল কলকতায়।

৯৪. সম্প্রতি যে বীরশ্রেষ্ঠর কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে  ?

উত্তর:- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

৯৫. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল ?

উত্তর:- পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।

৯৬.পাকিস্তানের পক্ষে আত্মসমর্পন করেন ?

উত্তর:- জেনারেল এ, কে নিয়াজী।

৯৭. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় ?

উত্তর:- রেসকোর্স ময়দানে।

৯৮. জেনারেল এ, কে নিয়াজী যার নিকট আত্মসমর্পণ করে ?

উত্তর:- জেনারেল জগজিৎ সিং অরোরার।

৯৯. জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল ?

উত্তর:- ৯৩ হাজার।

১০০. স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন ?

উত্তর:- এম আর আখতার মুকুল।

১০১. ২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন ?

উত্তর:- ১৯৮০ সালে।

১০২. বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ করেন ?

উত্তর:- মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১) ।

১০৩. বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ করেন ?

উত্তর:- মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।

বাংলাদেশের সংবিধান

Prev Post

ডাক যোগাযোগ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy