প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস
১. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ → প্রাকৃতিক গ্যাস ।
২. বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় → ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
৩. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় → তিতাস গ্যাসক্ষেত্র থেকে।
৪. কোথায় থেকে ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় → ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র থেকে।
৫. বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় → বিদ্যুৎ উৎপাদনে ।
৬. বাংলাদেশের সমুদ্র উপকূলের গ্যাসক্ষেত্র → ২টি (সাঙ্গ ও কুতুবদিয়া গ্যাসক্ষেত্র )
৭. বাংলাদেশের বঙ্গোপসাগর অংশে অবস্থিত গ্যাস ব্লক → ২৬টি।
৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান → মিথেন ।
৯. বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত →প্রায় (৯৫% – ৯৯%)।
১০. দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকান্ড হয় → কোমলগঞ্জের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে।
১১. কোমলগঞ্জের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিষ্ফোরণ ঘটে কত সালে → ১৯৯৭ সালে।
১২. বাংলাদেশে তেল গ্যাস আবিষ্কারের সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটি → বাপেক্স।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের অবস্থান
| ক্রম | গ্যাসক্ষেত্র | অবস্থান | অবিষ্কার |
|---|---|---|---|
| ১ | হরিপুর | সিলেট | ১৯৫৫ |
| ২ | ছাতক | সুনামগঞ্জ | ১৯৫৯ |
| ৩ | রশিদপুর | হবিগঞ্জ | ১৯৬০ |
| 8 | তিতাস | ব্রাহ্মণবাড়িয়া | ১৯৬২ |
| ৫ | কৈলাশটিলা | সিলেট | ১৯৬২ |
| ৬ | হবিগঞ্জ | হবিগঞ্জ | ১৯৬৩ |
| ৭ | বাখরাবাদ | কুমিল্লা | ১৯৬৯ |
| ৮ | সেমুতাং | খাগড়াছড়ি | ১৯৬৯ |
| ৯ | কুতুবদিয়া | কক্সবাজার | ১৯৭৭ |
| ১০ | বেগমগঞ্জ | নোয়াখালী | ১৯৭৭ |
| ১১ | বিয়ানীবাজার | সিলেট | ১৯৮১ |
| ১২ | কামতা | গাজীপুর | ১৯৮১ |
| ১৩ | ফেনী | ফেনী | ১৯৮১ |
| ১৪ | ফেঞ্জুগঞ্জ | সিলেট | ১৯৮৮ |
| ১৫ | জালালাবাদ | সিলেট | ১৯৮৯ |
| ১৬ | মেঘনা | কুমিল্লা | ১৯৯০ |
| ১৭ | নরসিংদী | নরসিংদী | ১৯৯০ |
| ১৮ | শাহবাজপুর | ভোলা | ১৯৯৫ |
| ১৯ | সালদা | ব্রাহ্মণবাড়িয়া | ১৯৯৬ |
| ২০ | সাঙ্গু | চট্টগ্রাম | ১৯৯৬ |
| ২১ | মৌলভীবাজার | মৌলভীবাজার | ১৯৯৭ |
| ২২ | বিবিয়ানা | হবিগঞ্জ | ১৯৯৮ |
| ২৩ | ভাঙ্গুরা | কুমিল্লা | ২০০৫ |
| ২৪ | সুন্দলপুর | নোয়াখালী | ২০১১ |
| ২৫ | শ্রীকাইল | কুমিল্লা | ২০১২ |
| ২৬ | রূপগঞ্জ | নারায়নগঞ্জ | ২০১৪ |
| ২৭ | ভোলা নর্থ | ভোলা | ২০১৮ |
| ২৮ | জকিগঞ্জ | সিলেট | ২০২১ |
