Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

আন্তর্জাতিক নদ নদী বিষয়ক - bdjobbooks

admin 0 Comments

আন্তর্জাতিক বিষয়াবলী

  • বিশ্বের বৃহত্তম
  • নোবেল পুরস্কার
  • নোবেল বিজয়ী মুসলিমদের তালিকা
  • বিশ্বের ইতিহাসে প্রথম নারী
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • আন্তর্জাতিক নদ নদী বিষয়ক
  • বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ
  • রাজনৈতিক ও কূটনীতিক পরিভাষা
  • বিশ্বের উচ্চতম
  • বিশ্বের দীর্ঘতম
  • বিশ্বের গভীরতম
  • বিশ্বের ক্ষুদ্রতম
  • বিশ্বের বিখ্যাত যাদুঘর
  • বিশ্বের বিখ্যাত মরুভূমি
  • বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানা
  • বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
  • বিশ্বের বিখ্যাত লাইব্রেরি
  • বিশ্বের বিখ্যাত প্রণালী সমূহ
  • বিভিন্ন দ্বীপের অবস্থান ও মালিকানা
  • বিভিন্ন গেরিলা ও অন্যান্য সংস্থা
  • বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ ও অঞ্চল
  • বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
  • বিভিন্ন দেশের বিপ্লব সমূহ
  • বিভিন্ন দেশের বিমান সংস্থা
  • বিশ্বের বিখ্যাত সংবাদপত্র
  • বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
  • বিশ্বের বিভিন্ন স্কয়ার সমূহ
  • বিশ্বের বিভিন্ন লাইন ও সীমারেখা
  • বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ
  • বিভিন্নদেশের নতুন ও পুরাতননাম
  • বিভিন্ন শব্দের অর্থ
  • বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
  • বিভিন্ন বিষয়ের জনক
  • বিখ্যাত ব্যাক্তিদের উক্তিসমূহ
  • বিভিন্ন পরিমাপক যন্ত্র
  • বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম
  • বিভিন্ন দেশের আইনসভা নাম
  • বিভিন্ন দেশের রাজনৈতিক দল
  • বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ
  • বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও ছদ্মনাম
  • বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
  • বিশ্বের বিখ্যাত সমুদ্রবন্দরের তালিকা
  • বিশ্বের বিখ্যাত উপজাতি ও অবস্থান সমূহ
  • বিভিন্ন দেশের ভাষার নাম
  • উৎপাদনে শীর্ষ দেশ
  • রপ্তানিতে শীর্ষ দেশ
  • বিভিন্ন দেশের রাজধানী নাম
  • বিভিন্ন দেশের মুদ্রা
  • পৃথিবীর পরিচিতি
  • এশিয়া মহাদেশ
  • ইউরোপ মহাদেশ
  • আফ্রিকা মহাদেশ
  • উত্তর আমেরিকা মহাদেশ
  • দক্ষিণ আমেরিকা মহাদেশ
  • ওশেনিয়া মহাদেশ
  • এন্টার্কটিকা মহাদেশ
  • আমদানি ও রপ্তানি
  • প্রথম বিশ্বযুদ্ধ
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • এক কক্ষ বিশিষ্ট আইনসভা
  • দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
  • বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
  • আন্তর্জাতিক দিবস সমূহ
  • ইতিহাসের বিখ্যাত কিছু যুদ্ধ
  • বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন
  • বিভিন্ন দেশের সচিবালয়
  • বিভিন্ন দেশের স্বাধীনতা ও উপনিবেশ
  • বিভিন্ন বর্ষপূর্তির নাম সমূহ
  • বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • এশিয়া মহাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল সমূহ
  • উপমহাদেশে ইউরোপীয়দের আগমন
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন খেলার সাথে জড়িত শব্দ
  • ক্রিকেট খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থের নাম
  • জাতিসংঘ জলবায়ু সম্মেলন
  • বিভিন্ন দেশের জাতীয় খেলা
  • বিভিন্ন দেশের স্থানীয় নাম
  • এশিয়া মহাদেশের দেশসমূহ

আন্তর্জাতিক নদ নদী বিষয়ক

১. এশিয়ার বৃহত্তম নদী কোনটি? →→ ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কিমি)।

৩. এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? →→সালউইন।

৪. এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি? →→ ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কিমি), ওব (৫৪১০ কিমি), ইনিসি (৪৫০৬ কিমি), হোয়াংহো(৪৩৪৪ কিমি), লেনা (৪৪০০ কিমি), ব্রহ্মপুত্র (২৭০০ কিমি)।

৫. আমুর নদীর উৎপত্তিস্থল কোথায়? →→ ইয়াক্লোনর পর্বত।

৬. আমুর নদীর দৈর্ঘ্য কত? →→ ২৮২৪ কিমি।

৭. আমুর নদী কোথায় পতিত হয়েছে? →→ওখটস্ক উপসাগরে।

৮. দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? →→সিন্ধু -২৮৮০, গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০]

১০. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? →→ আরব সাগরে।

১১. ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে? →→ পদ্মা(গঙ্গা) নদীতে।

১২. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? →→ সানপো।

১৪. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? →→ আরব সাগরে।

১৫. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? →→বঙ্গোপসাগরে।

১৭. ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? →→ তিব্বত থেকে।

১৮. টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত? →→ইরাক, (১,৮৯৯ কিমি) |

১৯. টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে? →→ পারস্য উপসাগরে।

২০. ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি? →→ ফোরাত নদী।

২১. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? →→ ভলগা (৩৬৯০ কিমি) |

২২. ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? →→ রাশিয়া।

২৩. ভলগা নদী কোথায় পতিত হয়েছে? →→কাস্পিয়ান সাগরে।

২৪. ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি? →→ দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।

২৫. দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়? →→ ব্ল্যাক ফরেস্ট থেকে।

২৭. দানিউব নদী কোথায় পতিত হয়েছে? →→ কৃষ্ণ সাগর।

২৮. আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে? →→দানিউব নদীকে।

২৯. কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? →→টেমস।

৩০. রাইন নদী উৎপত্তিস্থল কোথায়? →→ আল্পস পর্বতে।

৩১. রাইন নদী কোথায় প্রবাহিত? →→জার্মানী ও হল্যান্ড(৮২০ কিমি)।

৩২. রাইন নদী কোথায় পতিত হয়েছে? →→ উত্তর সাগরে।

৩৪. উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে? →→ ক্যাস্পিয়ান সাগরে।

৩৫. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? →→ নীলনদ (৬৬৫০ কিমি)।

৩৭. নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত? →→ ১০ টি।

৩৮. আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? →→ নীলনদ, কঙ্গো (৪৮০০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)।

৪০. জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে? →→ ভারত মহাসাগরে।

৪১. কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে? →→উত্তর প্রশান্ত মহাসাগরে।

৪২. নাইজার নদী কোথায় পতিত হয়েছে? →→ দিনি উপসাগরে।

৪৩. উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? →→ মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি)

৪৫. উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি? →→ ম্যাকেঞ্জি (৪২৪১ কিমি)।

৪৬. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? →→ আমাজান (৬৪৩৭ কিমি)।

৪৭. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? →→আমাজান।

৪৮. পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? →→আমাজান।

৪৯. আমাজান নদী কোথায় পতিত হয়েছে? →→ আটলান্টিক মহাসাগরে।

৫০. কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিতহয়? →→ আমাজান।

৫২. ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি? →→ মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কিমি)।

৫৪. নদীর পানি প্রবাহ পরিমাপের একক কি? →→ কিউসেফ।

৫৫. আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? →→ পামীর মালভূমি।

৫৬. শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে? →→ তিয়েনশান পর্বত।

৫৭. আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে? →→ আরল হ্রদে।

৫৮. কোন নদীতে মাছ বাঁচতে পারে না? →→জর্ডান নদীতে।

৫৯. কোন নদী নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চলছে? →→ রিও গেনড়ে নদী।

বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক

Prev Post

বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy