Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

দীনবন্ধু মিত্র - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

দীনবন্ধু মিত্র

১. দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন  ?→→  ১৮৩০ সালে।

২. তার সাহিত্য জীবনের শুরু  ?→→ কবিতা দিয়ে।

৩. তিনি কবিতা লেখা শুরু করেন  ?→→  ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায়।

৪. কবিতা যে সব পত্রিকায় প্রকাশিত হয়  ?→→  সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭) সংবাদ প্রভাকর (১৯৩১)

৫. দিনবন্ধু মিত্র অধিক পরিচিত  ?→→ নাট্যকার রূপে।

৬.১৮৭১ সালে ভারত সরকার কর্তৃক লাভ করেন  ?→→  রায়বাহাদুর উপাধি।

৭. নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত নাটক  ?→→  নীলদর্পণ।

৮. নীলদর্পণ নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন  ?→→  ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর।

৯. ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ  ?→→ নীলদর্পণ।

১০. নীলদর্পণ প্রকাশিত হয়  ?→→  ১৮৬০ সালে বাংলা প্রেস থেকে।

১১. নীলদর্পণ নাটকটি  ?→→  মেহেরপুর অঞ্চলের।

১২. নীলদর্পণ নাটকটি মধুসূদন অনুবাদ করেন  ?→→  A Native ছদ্মনামে।

১৩.নীলদর্পণ নাটকটি মধুসূদন দত্ত অনুবাদ করে নাম দেন  ?→→  Nil Darpon or The Indigo Planting Mirror (1861)

১৪. নীল দর্পণ নাটকটি রচিত  ?→→  Uncle Toms Cabin এর অদিলে।

১৫. ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবনিতা সঙ্গকে ব্যঙ্গ করে রচিত তাঁর প্রহসন  ?→→  সধবার একাদশী।

১৬.সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে তার রচিত প্রহসন  ?→→  বিয়ে পাগলা বুড়ো।

১৭.দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন  ?→→  ১৮৭৩ সালের ১ নভেম্বর।

মাইকেল মধুসূদন দত্ত

Prev Post

শামসুর রহমান

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy