Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

ড. মুহম্মদ শহীদুল্লাহ - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

ড. মুহম্মদ শহীদুল্লাহ

১. ড.মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্ম গ্রহন করেন?

উত্তর:-১৮৮৫ সালে।

২. ড.মুহম্মদ শহীদুল্লাহর কোথায় জন্মগ্রহন করেন?

উত্তর:-পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার জেলার পেয়ারা গ্রামে।

৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ আকিকাকৃত নাম কি?

উত্তর:-মুহম্মদ ইব্রাহিম।

৪. ড.মুহম্মদ শহীদুল্লাহ কত সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর:-১৯৬৯ সালের ১৩ জুলাই।

৫. ড.মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ?

উত্তর:-ভাষাতত্ত্ববিদ।

৬.  “বাংলা ভাষার ইতিবৃত্ত” কে রচনা করেন?

উত্তর:-ড. মুহম্মদ শহীদুল্লাহ।

৭. ড.মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?

উত্তর:-Buddhist Mystic Songs.

৮. ড.মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি?

উত্তর:-শেষ নবীর সন্ধানে।

৯. ড. মুহম্মদ শহীদুল্লাহ কতটি ভাষা আয়াত্ত করেছিলেন?

উত্তর:-২৬ টি ভাষা আয়ত্ত করেছিলেন।

১০. ড. মুহম্মদ শহীদুল্লাহ কতটি ভাষাi অগাধ পাণ্ডিত্ ছিরেন?

উত্তর:-১৮ টি ভাষায় ছিল অগাধ পাণ্ডিত্য।

১১. কোন মনীষী একজন ভাষা বিজ্ঞানী ছিলেন?

উত্তর:-ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১২. বহু ভাষাবিদ পন্ডিত কে ছিলেন?

উত্তর:-ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১৩. বাংলা ভাষা উৎপত্তি বিষয়ক মতবাদের প্রধান প্রবক্তা ছিলেন?

উত্তর:-ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১৪. ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধি কোথায়?

উত্তর:-ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

১৫. ড. মুহাম্মদ শহীদুল্লাহর স্মরণীয় উক্তি ?

উত্তর:-আমরা হিন্দু বা মসুলমান যেমন সত্য ,তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী।

১৬.”চলিষ্ণু অভিধান” কাকে বলা হয়?

উত্তর:- ড. মুহম্মদ শহীদুল্লাহ।

জসীমউদ্দীন

Prev Post

নবীনচন্দ্র সেনের

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy