Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

মনীর চৌধুরী - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

মনীর চৌধুরী

১. মনীর  চৌধুরী  কত সালে জন্ম গ্রহণ করেন ?

উত্তর:-২৭ শে নভেম্বর ,১৯২৫ সালে।

২. মনীর  চৌধুরী কোথায় জন্ম গ্রহণ করেন ?

উত্তর:-মানিকগঞ্জ,ঢাকা।

৩. মনীর  চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ?

উত্তর:-নোয়াখালী জেলায়।

৪. মনীর  চৌধুরীর মূলত  কী ছিলেন ?

উত্তর:-শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক।

৫. মনীর  চৌধুরীর ভাষা আন্দোনের উপর রচিত  বিখ্যাত নাটকের নাম কী ?

উত্তর:-কবর ।

৬.বাংলা টাইপ রাইটার নির্মাণ করেন ?

উত্তর:- মনীর  চৌধুরী।

৭. কোন সাহিতিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী ?

উত্তর:- মনীর  চৌধুরী।

৮ “রক্তাক্ত প্রান্তর ” নাটকটির রচিয়তা কে ?

উত্তর:- মনীর  চৌধুরী।

৯ “রক্তাক্ত প্রান্তর ” কোন ধরনের গ্রন্থ ?

উত্তর:-ঐতিহাসিক নাটক।

১০. মনীর  চৌধুরীর “রক্তাক্ত প্রান্তর ” কোন শ্রেনির নাটক ?

উত্তর:-ঐতিহাসিক।

১১. “রক্তাক্ত প্রান্তর ” নাটক কোন পটোভূমিতে রচিত ?

উত্তর:-পানিপথের যুদ্ধ।

১২. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ” কবর “ নাটকের  রচিয়তা কে ?

উত্তর:- মনীর চৌধুরী।

১৩. মনীর  চৌধুরীর” কবর “ নাটকের পটভূমি হলো ?

উত্তর:- ১৯৫২ এর ভাষা আন্দোলন।

১৪. মনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন ?

উত্তর:-কবর।

১৫. কবর নাটকটি সবপ্রথম কোথায় অভিনীত হয় ?

উত্তর:-ঢাকা কেন্দ্রীয় কারাগারে

১৬. মনীর চৌধুরী রচিত “ মুখরা রমণী বকশীকরণ “ একটি ?

উত্তর:-অনুবাদ নাটক।

১৭. মনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি ?

উত্তর:- মুখরা রমণী বকশীকরণ

১৮. মনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি ?

উত্তর:-রুপার কৌটা।

১৯. শেক্সপীয়ারের “টেমিং অব দি শ্রু’র বঙ্গঅনুবাদ করেছেন ?

উত্তর:- মনীর চৌধুরী।

নবীনচন্দ্র সেনের

Prev Post

চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy