Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

দুর্যোগের সাথে বসবাস - bdjobbooks

admin 0 Comments

৯ – ১০ শ্রেণি বিজ্ঞান

  • উন্নততর জীবনধারা
  • জীবনের জন্য পানি
  • হৃদযন্ত্রের যত কথা
  • দেখতে হলে আলো চাই
  • নবজীবনের সূচনা
  • এসো বলকে জানি
  • দুর্যোগের সাথে বসবাস
  • আমাদের সম্পদ
  • অম্ল ক্ষার ও লবণের ব্যবহার
  • পলিমার

দুর্যোগের সাথে বসবাস

১. অ্যানথাক্স রোগ হয় – গবাদিপশুর।

২. জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস হয় যাবে – ৩০%.

৩. সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা – ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস।

৪. সমুদ্রের পানি ২ মিটার বাড়লে বাংলাদেশের যে পরিমান এলাকা পানির নিচে যাবে – ১/১০ অংশ।

৫. জলবায়ু পরিবর্তনের প্রধান কারন – উষ্ণতা বৃদ্ধি।

৬. ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে – ১.১-৬৪০ ডিগ্রি সেলসিয়াস।

৭. বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোণ আঘাত হানে – ১৯৯১ সালে (২২৫ কি.মি/ঘণ্টায়)।

৮. টর্নেডো শব্দটি এসেছে – স্প্যানিশ ভাষা হতে (দৈর্ঘ্য – ৫-৩০ কি.মি)।

৯. ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম – রিখটার স্কেল।

১০. খাদ্য ঘাটতির কারনে প্রতিবছর খাদ্য আমদানি করতে হয় – ২ মিলিয়ন মেট্রিক টন।

১১. যে রাসায়নিক দ্রব্য বাতাশে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায় – সিলভার আয়োডাই (AgI)।

১২. সুনামি – জাপানি শব্দ।

১৩. সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা প্রয়োজন – ২৮ ডিগ্রি সেলসিয়াস।

১৪. আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলে – হারিকেন দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে বলে – টাইফুন।

১৫. বাতাশে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে – ৪০-৫০ সেকেন্ড।

১৬. গত ১০০ বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে – ০.৭ ডিগ্রি সেলসিয়াস।

১৭. ভূমিকম্পের ফলে বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় – ব্রহ্মপুত্র।

১৮. জীবানু জন্মানোর সহায়ক তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

১৯. সমুদ্রের পানির উচ্চতা ৪৫ সে.মি বাড়লে সুন্দরবন তলিয়ে যাবে – ৭৫%।

২০. ২০১০ সেন্টমার্টিন দ্বীপের প্রবাল বিলীন হয়ে যায় – ৭০ ভাগ।

২১. বাংলাদেশের নদীর মধ্যে ভারত, নেপাল, ভুটানে উৎপত্তি লাভ করছে – ৫৮ টি।

২২. বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন – সুন্দরবন।

২৩. বেশি প্রবাল পাওয়া যায় – সেন্টমার্টিনে।

২৪. ২০৫০ সালে লবণাক্ততার পরিমান হবে – ১৬%।

২৫. IPCC- Intergovernmental Panel on Climate Change.

২৬. জলবায়ু প্রভাব সম্পর্কিত IPCC সংস্থার মূল্যায়ন রিপোর্টির নাম – AR4 .

২৭. বিশ্বের জনসংখ্যা – ৬.৬ বিলিয়ন।

২৮. কত সালের বন্যায় মানুষের দুর্ভিক্ষ দেখা দেয় – ১৯৭৪ সালের।

২৯. El-nino শব্দটি সম্পর্কিত – খরার সাথে।

৩০.  বাংলাদেশে ভয়াবহ খরা হয় – ১৯৭৮-৭৯ সালে।

৩১. খরার অন্যতম কারন – গভীর নলকূপ স্থাপন করা।

৩২.  “সিডর" শব্দের অর্থ – চোখ । বাংলাদেশে আঘাত হানে -২০০৭ সালে।

৩৩. “Tornado" শব্দের অর্থ – বজ্রঝড় “Kyklos" শব্দের অর্থ – সাপের কুন্ডলী।

৩৪. সুনামীকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দূর্যোগ বলা হয় – ৩য়।

৩৫. বাংলাদেশ সুনামীতে ক্ষতিগ্রস্ত হন – ১৯৬২ সালে ২ এপ্রিল।

৩৬. pH এর মান কত হলে মাছের বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় – ৫ এর কম।

৩৭. পানিতে এসিড থাকলে pH এর মান হয় – ৭ এর কম।

৩৮. “Disaster" শব্দের অর্থ – দুর্যোগ।

৩৯. বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতে জন্ম প্রায় – ৫৫ টি নদীর।

৪০. রিখটার স্কেলে ১ মাত্রা বাড়া মানে ভূমিকম্পের শক্তি – ৩০ গুণ বেড়ে যাওয়া।

আমাদের সম্পদ

Prev Post

এসো বলকে জানি

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy