বিমসটেক
১. BIMSTEC এর পূর্ণরূপ কী ?→→ Bay of Bengal and Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
২. BIMSTEC কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→৬ জুন, ১৯৯৭।
৩. BIMSTEC এর অপর নাম কী ?→→ Bay of Bengal Family.
৪. BIMSTEC এর সদর দপ্তর কোথায় ?→→ঢাকায়।
৫. BIMSTEC এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→ ৭।(প্রতিষ্ঠাকালীন ৪টি- বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও শ্রীলংকা)।
৬. BIMSTEC কি ধরনের সংগঠন ? →→অথনৈতিক।
৭. BIMSTEC এর সদস্য দেশগুলো কি কি ? →→ বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভূটান।
৮. BIMSTEC এর পূর্ব পূর্ণরূপ কি ? →→ Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand, Economic Co-operation.