NAM ( জোট নিরাপেক্ষ আন্দোলন )
১. NAM এর পূর্ণরূপ কী ?→→ Non Aligned Movement.
২. NAM কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→১৯৬১ সাসে।
৩. NAM এর কোন সদর দপ্তর ?→→নেই।
৪. NAM এর বর্তমান সদস্য সংখ্যা ?→→১২০.
৫. NAM এর সর্বশেষ সদস্য দেশ ?→→আজারবাইজান ও ফিজি।
৬. বাংলাদেশ NAM এর সদস্য পদ লাভ করে ?→→১৯৭২ সালে।
৭. NAM এর প্রথম চেয়ারম্যান ?→→ যোসেফ মার্শাল টিটো ।
৮. NAM এর বর্তমান চেয়ারম্যান ?→→নিকোলাস মাদুরো।
৯. বান্দুং শহরটি অবস্থিত ?→→ইন্দোনেশিয়ায়।
১০. যে সম্মেলনের মাধ্যমে NAM গঠিত হয় ?→→ বান্দুং সম্মেলন।
১১. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→ ১৯৫৫ সালে।
১২. জোট নিরাপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→ বেলগ্রেড , ১৯৬১ সালে।
১৩. NAM এর বার্তা সংস্থার নাম ?→→Nam News Network (NNN ).
১৪. NNN এর সদর দপ্তর ?→→মালায়শিয়ার কুয়ালালামপুর।
১৫. যে নীতির উপর ভিত্তি করে গঠিত হয় ?→→পঞ্চশীল নীতি (বান্দুং সম্মেলনে গৃহীত হয় )।
১৬. জোট নিরাপেক্ষ আন্দোলন (NAM ) ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→বাকু,আজারবাইজান ( ২০১৯ সালে )