জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি - UNCTAD
১. UNCTAD এর পূর্ণরূপ কী ?→→ United Nations Conference on Trade a Development.
২. UNCTAD কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→ ১৯৬৪ সালে।
৩. UNCTAD এর সদর দপ্তর অবস্থিত ?→→ জেনেভা (সুইজারল্যান্ড)।
৪. UNCTAD এর সদস্য সংখ্যা কত ?→→ ১৯৪টি ।
৫. UNCTAD এর সর্বশেষ সদস্য দেশ ?→→ দক্ষিণ সুদান।
৬. UNCTAD এর সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পর পর ?→→ ৪ বছর।
৭. UNCTAD এর মূল লক্ষ্য কী ?→→ তৃতীয় বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়ন।
৮. বাংলাদেশ UNCTAD এর সদস্য পদ লাভ করে কবে ?→→ ২০ মে, ১৯৭২ সালে।