Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

আমাদের সম্পদ - bdjobbooks

admin 0 Comments

৯ – ১০ শ্রেণি বিজ্ঞান

  • উন্নততর জীবনধারা
  • জীবনের জন্য পানি
  • হৃদযন্ত্রের যত কথা
  • দেখতে হলে আলো চাই
  • নবজীবনের সূচনা
  • এসো বলকে জানি
  • দুর্যোগের সাথে বসবাস
  • আমাদের সম্পদ
  • অম্ল ক্ষার ও লবণের ব্যবহার
  • পলিমার

আমাদের সম্পদ

১. হিউমাস তৈরি হয় – মৃত গাছপালা আর প্রাণীর দেহাবশেষ থেকে।মাটিতে বিদ্যমান কালচের রংয়ের জৈব পদার্থ।

২. মাটিতে বিদ্যমান পানির পরিমান – ২৫%

৩. মাটিতে pH কত হলে গম উৎপাদনের পরিমান সবচেয়ে বেশি হয় – ৫-৬

৪. কোন মাটির কণা সবচেয়ে বড় হয় – বালু মাটির

৫. মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা পরিমান – ৫%। অজৈব – ৪৫%, বায়বীয় ২৫%, পানি ২৫%।

৬. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি – পলি মাটির।

৭. মাটির বৈশিষ্ট্য উপর ভিত্তি করে মাটি – ৪ প্রকার

৮. চেরনোবিল দুর্ঘটনার কারন ছিল – তৈজস্ক্রিয় পদার্থ।

৯. সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল – জিপসাম।

১০. সবচেয়ে নরম খনিজ – ট্যালক

১১. ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী – দো-আঁশ মাটি।

১২.  প্রকৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে – ২৫০০ ধরনের।

১৩. সিএনজি এর মূল উপাদান – মিথেন গ্যাস

১৪. পেট্রোলিয়াম ব্যবহার হয় – আলকাতরা তৈরিতে।

১৫. কয়লায় কার্বনের পরিমান – অ্যানথ্রাসাইট-৯৫%, বিটুমিনাস-৫০ থেকে ৮০%, লিগনাইট – ৫০%। ১৬. সবচেয়ে পুরোনো কয়লা – অ্যানথ্রাসাইট

১৭. ইউরিয়ার সারের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ২১ ভাগ

১৮. বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ৫১ ভাগ।

১৯. শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ২২ ভাগ।

২০. বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ১ ভাগ।

২১. বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার – ১১ ভাগ।

২২. মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রানীর পচন শুরু হয় – হরাইজোন A

২৩. সবচেয়ে কঠিন খনিজ – হীরা

২৪. কোয়ার্টজের অপর নাম – সিলিকন ড্রাই অক্সাইড (SiO2)।

২৫. কার্বনের রুপভেদ – ২টি

২৬. পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়ার তাপমাত্রা ব্যবহার হয় – ৪০০ ডিগ্রি সেলসিয়াস।

২৭. মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের পরিমান – ২৫%।

২৮. মাটির নিরপেক্ষ হলে এর pH মান – ৭০০ .

২৯. মাটির pH এর মান কত হলে জব উৎপাদন সর্বোচ্চ হয় – ৮।

৩০. মাটিতে চুন যোগ করা হয় – pH বাড়াতে।

৩১. ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহার হয় – Ag .

৩২. ট্যালকম পাউডারে ব্যবহার হয় – Talc .

৩৩. আমাদের দেশে জ্বালানী হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে – ২০০৩ সাল হতে।

৩৪. কয়লা ৩ প্রকার – অ্যানথ্রাসাইট,লিগনাইট, বিটুমিনাস।

৩৫. কয়লা উত্তোলনের পদ্ধতি – ২ টি।

৩৬. প্রাকৃতিক গ্যাসের শতকরা সিস্টেম লস হয় – ৫ ভাগ।

৩৭. ওয়াটার প্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় – বিটুমিন।

৩৮. CNG অর্থ – Compressed Natural Gas।

৩৯. মাটির ২য় স্তর – হরাইজোন বি / সাবসয়েল।

৪০. মাটির ৩য় স্তর – হরাইজোন সি।

৪১. মাটির ৪র্থ স্তর – হরাইজোন ডি।

অম্ল ক্ষার ও লবণের ব্যবহার

Prev Post

দুর্যোগের সাথে বসবাস

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy