Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

আল মাহমুদ - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

আল মাহমুদ

১. আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন ?→→ ১১ জুলাই,১৯৩৬সালে।

২. আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন ?→→মোড়াইল, ব্রাহ্মণবাড়িয়া।

৩. আল মাহমুদের প্রকৃত নাম কী?→→আবদুস শুকুর।

৪.আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি ?→→সোনালী কাবিন।

৫.” সোনালী কাবিন” কবিতায় প্রকাশ পেয়েছে ?→→বঞ্চিত ক্ষোভ, শ্রমিকের ঘাম,কৃষকের পরিশ্রম ও গ্রামীন আবহ।

৬. আল মাহমুদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ?→→লোক-লোকান্তর।

৭. আল মাহমুদের কবিতার বিশেষত্ব কী ?→→লোকজ ঐতিহ্য ও লোকশব্দ ব্যবহার।

৮. আল মাহমুদের রচিত বিখ্যাত কবিতা ?→→নোলক।

৯. আল মাহমুদের স্মৃতিবিজরিত নদীর নাম কী ?→→তিতাস।

১০.তার প্রথম পর্যায়ের রচনার উপাদান ?→→গ্রামবাংলার মানুষের জীবনধারা।

১১.তার দ্বিতীয় পর্যায়ের কবিতায় ছায়াপাত করে ?→→শহুরে জীবন।

১২.নোলক কিবিতাটি নেয়া হয়েছে?→→”সোনালী কাবিন” কাব্যগ্রন্থ থেকে।

১৩.আল মহমুদের কাব্যগ্রন্থ হলো ?→→সোনালী কাবিন, লোক-লোকান্তর, কালের কলস,বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে  ফুলের কাছে,মায়াবী পর্দা দুলে উঠো, প্রেমের কবিতা।

১৪.” পানকৌড়ির রক্ত” কার লেখা?→→আল মাহমুদের।

১৫.”পানকৌড়ির রক্ত”কোন ধরণের রচনা ?→→গল্প।

১৬.উপন্যাস ?→→আগুনের মেয়ে,কাবিলের বোন, ডাহুকী।

১৭.আল মহমুদ রচিত ”উপমহাদেশ” উপন্যাসটি ?→→মুক্তিযুদ্ধভিত্তিক।

১৮.আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন “ পঙক্তিটি ?→→কবি আল মাহমুদের।

১৯.আল মহমুদ বাংলা একাডেমি পুরস্কার পান ?→→১৯৬৮ সালে।

২০.আল মহমুদ একুশে পদক পান ?→→১৯৮৭ সালে।

২১.কবি আল মাহমুদ কবে মৃতুবরণ করেন ?→→১৫ ফেব্রুয়ারি,২০১৯ সালে।

জহির রায়হান

Prev Post

বেগম রোকেয়া

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy