Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

উন্নততর জীবনধারা - bdjobbooks

admin 0 Comments

৯ – ১০ শ্রেণি বিজ্ঞান

  • উন্নততর জীবনধারা
  • জীবনের জন্য পানি
  • হৃদযন্ত্রের যত কথা
  • দেখতে হলে আলো চাই
  • নবজীবনের সূচনা
  • এসো বলকে জানি
  • দুর্যোগের সাথে বসবাস
  • আমাদের সম্পদ
  • অম্ল ক্ষার ও লবণের ব্যবহার
  • পলিমার

উন্নততর জীবনধারা

১. প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন – ৫০%।

২. খাদ্যের উপাদান – ৬টি।

৩. আমিষের গঠনের একক – অ্যামাইনো এসিড।

৪. মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে – ২০ ধরনের।

৫. মানুষের প্রধান খাদ্য – শর্করা।

৬. পানিতে দ্রবনীয় ভিটামিন – B, C.

৭. ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে – থায়ামিন।

৮. দৈনিক পানি পান করা উচিত – ২-৩ লিটার।

৯. ব্রাইন বলা হয় – লবনের দ্রবনকে।

১০. পুষ্টির ইংরেজী শব্দ – Nutrition।

১১. কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে – ভিটামিন ই ও লাইসিন।

১২. কার্বোহাইড্রেট C:H: O এর অনুপাত – ১:২:১

১৩. খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত – শর্করা।

১৪. FRUIT SUGAR বলা হয় – ফ্ৰকটোজকে।

১৫. আমিষের শতকরা নাইট্রোজেন পরিমান – ১৬%

১৬. আমিষের মৌলিক উপাদান কয়টি – ৪টি

১৭. ইলিশের প্রোটিন আছে – ২০

১৮. মাছ থেকে কতভাগ প্রোটিন আসে – ৮০ ভাগ।

১৯. আমিষের অভাবে হয় – ম্যারাসমাস রোগ।

২০.  মহিষের দুধে শক্তির পরিমান – ১১৭ ক্যালরী।

২১. শক্তি উৎপাদক খাদ্য – শর্করা।

২২. ভিটামিন এ অভাব জনিত রোগ – রাতকানা, জেরপথ্যালমিয়া

২৩. খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় – ২০ ধরনের

২৪. ভিটামিন বি – ২০ প্রকার।

২৫. প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন – ৯গ্রাম

২৬. খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক – কিলোক্যালরী।

২৭. Quetelet Index বলা হয় – BMI

২৮. BMI – Body Mass index

২৯. দেহের চর্বি পরিমান নিদের্শক – BMI

৩০. BMI – ওজন/ (উচ্চতা)^২

৩১. BMIএর অপর নাম – QLI.

৩২. বোরহানিতে পাওয়া যায় – ল্যাকটিক এসিড

৩৩. ভিনেগার কী – অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।

৩৪. তামাকে কোন পদার্থ থাকে – নিকোটিন, ক্যাফেইন।

৩৫. ধূমপান করার উপাদানটি নাম – Nicotina.

৩৬. সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় – আফ্রিকায়।

৩৭. পরিপোষক ইংরেজী শব্দ – Nutrients।

৩৮. উৎপত্তিগত আমিষ – ২ প্রকার

৩৯. মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম – ২ভাগ

৪০. মানবদেহে ওজনের মোট পানি – ৬০ থেকে ৭৫ভাগ।

৪১. মানবদেহে ফসফরাসের প্রয়োজন – ৫ গ্রাম

৪২. এসিডোমিস হয় – পানির অভাবে

৪৩. মানুষের মৃত্যু হয় – ১০% পানির অভাবে

৪৪. মানবদেহের বৃদ্ধির সময়সীমা – ২০ থেকে ২৪ বছর।

৪৫. পুষ্টি – ৪ প্রকার।

৪৬. এইডসের ভাইরাসের নাম – HIV

৪৭. এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে – ২০ ধরনের

৪৮. খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় – ২০

৪৯. স্নেহ – ২ প্রকার। ৫০।বিজ্ঞান শব্দের অর্থ – বিশেষ জ্

৫১. স্নেহে দ্রবনীয় – ভিটামিন A, D, E, K

৫২. ফল পাকানোর জন্য দায়ী – ক্যালসিয়াম কার্বোইড।

৫৩. HIV অাক্রমন করে – রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।

৫৪. আমাশয় – ২ প্রকার। এমিবিক ও ব্যাসিলারি।

৫৫. ভাইরাস – প্রকৃত পরজীবী।

৫৬. ভাইরাসকে বলা হয় – অকোষীয় জীব।

৫৭. ছত্রাকে বলা হয় – মৃতজীবী জীব।

৫৮. অনুজীবকে বলা হয় -আদিজীব।

৫৯. প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান – বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক

৬০. ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম – Nicotiana Tabacuml

বিভিন্ন ফুলের নাম

Prev Post

জীবনের জন্য পানি

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy