Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

এসো বলকে জানি - bdjobbooks

admin 0 Comments

৯ – ১০ শ্রেণি বিজ্ঞান

  • উন্নততর জীবনধারা
  • জীবনের জন্য পানি
  • হৃদযন্ত্রের যত কথা
  • দেখতে হলে আলো চাই
  • নবজীবনের সূচনা
  • এসো বলকে জানি
  • দুর্যোগের সাথে বসবাস
  • আমাদের সম্পদ
  • অম্ল ক্ষার ও লবণের ব্যবহার
  • পলিমার

এসো বলকে জানি

১. কোনটি ভেক্টর রাশি – বল, ত্বরণ।

২. চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন – গতির জড়তার কারনে।

৩. নিউটনের প্রথম সূত্র হতে কোন বিষয়ে ধারণা পাওয়া যায় – জড়তা ও বল।

৪. নিউটনের ২য় সূত্র ক্ষেত্রে প্রযোজ্য – বল=ভর*ত্বরণ।

৫. শক্তিশালী নিউক্লিয় বল দূর্বল নিউক্লিয় বলের তুলনায় কতগুন বেশি – ১০^১২।

৬. বলের একক – নিউটন।

৭. গতিবিষয়ে সূত্র প্রদান করে – নিউটন।

৮. স্যুটকেসের নিচে চাকা লাগনো হয় কেন – ঘর্ষণ কমাতে।

৯. ঘর্ষণ কমাতে ব্যবহান হয় – লুব্রিকেন্ট।

১০. গাছ হতে নিচে ফল পড়ে – মাধ্যাকর্ষণ বলের কারনে।

১১. বেগের পরিবর্তন হারকে বলে – ত্বরণ।

১২. নিউটনের কোন সূত্র ব্যবহার করে রকেট চলে – ৩য়

১৩. চৌম্বক বল কয়টি ধর্ম প্রদর্শন করে – ২টি

১৪. শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন – অতিক্ষুদ্র।

১৫. পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে – অভিকর্ষ।

১৬. লেপটন ও হাউন হচ্ছে -মৌল কনিকা।

১৭. নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে – ইলেকট্রন।

১৮. নিউটনের গতিসূত্র প্রকাশ হয় – ১৬৮৭.

১৯. নিউটন কয়টি বিষয়ে উপর সম্পর্ক স্থাপন করে – ৪টি।

২০. মৌলিক বল – ৪টি

২১. জড়তা – ২ প্রকার।

২২. হাঁটতে গেলে উচু নিচু জায়গায় হোঁচট খাই কেন – স্থিতি জড়তার জন্য।

২৩. সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলে – গতি

২৪. ঝুরঝুর বালিতে হাঁটা যায় না কেন – বল প্রয়োগ হয় না তাই।

২৫. যে বলের কারনে রকেট জ্বালানী নির্গত হওয়ার বিপরীত দিকে চলে – ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারনে।

২৬. ক্রিকেট বল ব্যাটের ওপর কোন বল ক্রিয়া করে – প্রতিক্রিয়া বল।

২৭. পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে – জড়তা।

২৮. পদার্থের জড়তা পরিমাপ হচ্ছে – ভর।

২৯. প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়লে কোন ঘর্ষণের কারনে নিচে নামতে পারে – প্রবাহী ঘর্ষণ।

৩০. ঘর্ষণ বল কয়টি বিষয়ে নির্ভর করে – ২টি।

৩১. তেল বা গ্রিজ তলগুলোকে কী করে – মসৃণ।

৩২. গাড়ির টায়ারে সুতোর ব্যবহার হয় – সড়ক আঁকরে ধরার জন্য।

৩৩. কিসের কারনে আমরা বই খাতা ধরে রাখতে পারি – ঘর্ষণের কারনে।

৩৪. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন- মাধ্যাকর্ষণ বলের জন্য।

৩৫. যে পদার্থ চুম্বকে আকর্ষণ করে তাকে -চুম্বক পদার্থ বলে।

৩৬. সকল পদার্থ – পরমানু দিয়ে গঠিত।

৩৭. যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায় – বল।

৩৮. মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চৌম্বক বল কতগুণ বেশি শক্তিশালী – ১০^২০ গুন।

৩৯. নিউটনের প্রথম সূত্র – বাইরে থেকে কোন বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে।

৪০. নিউটনের ২য় সূত্র – বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক।

৪১. নিউটনের ৩য় সূত্র – প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে।

৪২. ভরের একক – কেজি।

৪৩. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী – তাড়িৎ চৌম্বক বলা।

৪৪. বল নির্ভর করে – ত্বরণের উপর।

দুর্যোগের সাথে বসবাস

Prev Post

আনসার বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy