Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - bdjobbooks

admin 0 Comments

বাংলা

  • চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
  • বিখ্যাত গানের রচয়িতা ও সুরকার
  • পত্র-পত্রিকা ও সম্পাদকের তালিকা
  • বাংলা সাহিত্যের প্রথম
  • বাংলা সাহিত্যর বিভন্ন জনক
  • কবি সাহিত্যিকদের উপাধি সমূহ
  • কবি সাহিত্যিকদের ছদ্মনাম সমূহ
  • সাহিত্যের বিভিন্ন জনক
  • ভাষা আন্দোলনভিত্তিক রচনা সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক সকল গল্পসমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা সমূহ
  • মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কথার তালিকা
  • মুক্তিযুদ্ধ ভিত্তিক গান
  • বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহ
  • বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত সাহিত্যকর্ম
  • বাংলা সাহিত্যের প্রহাসন
  • বাংলা সাহিত্যের বাজেয়াপ্তকৃত সাহিত্যকর্ম
  • বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমন কাহিনী
  • বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস সমূহ
  • ফোর্ট উইলিয়াম কলেজ
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য প্রবন্ধ
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ছোটগল্প
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাব্য
  • বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য প্রহসন
  • বিভিন্ন উপন্যাসের প্রধান চরিত্র
  • বিভিন্ন নাটকের প্রধান চরিত্র
  • বিভিন্ন ছোটগল্পের প্রধান চরিত্র
  • বিভিন্ন কাব্যের প্রধান চরিত্র
  • বিভিন্ন বিখ্যাত গ্রন্থ ও তাদের লেখক
  • একাত্তর নিয়ে যত গ্রন্থ
  • প্রায় একই নামের গ্রন্থ ও রচয়িতা
  • বিভিন্ন মঙ্গলকাব্য
  • কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল
  • সমার্থক শব্দ বা প্রতিশব্দ
  • এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ
  • গুরুত্বপূর্ণ বাগধারা
  • বিপরীত শব্দ – আ
  • প্রবাদ বাক্যের ইংরেজি অনুবাদ
  • প্রবাদ বাক্যের ইংরেজি অনুবাদ

চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. চর্যাপদের আবিষ্কারক কে ?

উত্তর:- হরপ্রসাদ শাস্ত্রী

২. বাংলা সাহিত্যের আদি  গ্রন্থ /  আদি নিদর্শন কোনটি ?

 উত্তর:- চর্যাপদ।

৪. বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম  গ্রন্থ কোনটি ?

উত্তর:- চর্যাপদ।

৫. চর্যাপদ হলো মূলত / চর্যাপদ এক প্রকার  ?

উত্তর:- গানের সংকলন।

৬. 'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী ?

উত্তর:- কোনটি আচরনীয়, আর কোনটি নয়।

 ৭. চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?

উত্তর:- সহজিয়া বৌদ্ধ।

৮. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা  শুরু হয় ?

উত্তর:- পাল ।

৯. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?

উত্তর:- নেপালের রাজগ্রন্থাশালা থেকে।

১০.’ চর্যাপদ’কোথা থেকে আবিষ্কৃত হয়েছে / পাওয়া যায় ?

উত্তর:- নেপাল।

১১. বাংলা ভাষার  আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ?

উত্তর:- ১৯০৭সালে ।

১৩. চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?

উত্তর:- বঙ্গীয় সাহিত্য পরিসদ।

১৬. হরপ্রসাদ শাস্ত্রী পুথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন ?

উত্তর:- তিব্বত ,নেপাল।

১৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি ?

উত্তর:- দোহাকোষ।

১৮. চর্যাপদ কোন ছন্দে লেখা ?

উত্তর:- মাত্রাবৃত্ত ।

১৯. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ?

উত্তর:- মহামহোপাধ্যায়।

২০. চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে ?

উত্তর:- ১৯১৬ সালে।

২১. চর্যাপদের এ পযন্ত আবিষ্কৃত পদ সংখ্যা কত ?

উত্তর:- সাড়ে ছেচল্লিশ ।

২২. চর্যাপদের কবির সংখ্যা কত ?

উত্তর:- ২৪ ( মতান্তরে ২৩ জন )।

২৩. চর্যাপদে মোট পদের সংখ্যা কত ?

উত্তর:- ৫১ টি।

২৪. বাংলা সাহিত্যের আদি কবি কে ?

উত্তর:- লুইপা।

২৫. চর্যাপদের আদি কবি কে ?

উত্তর:- লুইপা।

২৬. চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি ?

উত্তর:- ২৩ নং আধেক ,২৪,২৫,ও ৪৮নং পদ ।

২৭. চর্যাপদের যেসব পদ পাওয়া যায়নি সেগুলোর রচয়িতা কে ?

উত্তর:- ২৩-ভূসুকুপা, ২৪- কাহ্নপা , ২৪- তান্তীপা ,৪৮ – কুক্কুরীপা।

২৮. চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা কে ?

উত্তর:- কাহ্নপা ।

২৯ . ভূসুকুপা কতটি পাদ রচনা করেন ?

উত্তর:- ৮টি।

৩০. কাহ্নপা কতটি পাদ রচনা করেন ?

উত্তর:- ১৩ টি ।

৩১. চর্যাপদের টীকাকারের নাম কী ?

উত্তর:- মুনিদত্ত ।

৩২. কুক্কুরীপা কয়টি প্রবাদ বাক্য আছে ?

উত্তর:- ৬ টি।

৩৩. চর্যাপদে এক জন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয় তার নাম কি ?

উত্তর:- কুক্কুরীপা।

৩৪. চর্যাপদে যে কবির  রচিত পদটি পওয়া যায়নি ?

উত্তর:- তন্তীপা।

৩৫. চর্যাপদের ভাষা কী ?

উত্তর:- সান্ধ্যাভাষা।

৩৬.সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে কোন কবির ?

উত্তর:- কাহ্নপা ।

৩৭. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?

উত্তর:- ভূসুকুপা।

৩৮. সান্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সাঙ্গে যুক্ত ?

উত্তর:- চর্যাপদ।

৪০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে ?

উত্তর:- বৌদ্ধধর্ম।

৪২. চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন ?

উত্তর:- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৪৩. বাংলা সাহিত্যের সূচনা হয় ?

উত্তর:- বৌদ্ধদের হাতে ।

৪৪. চর্যাপদের অপর নাম কি?

উত্তর:- 'চর্যাচর্যবিনিশ্চয়'।

৪৫. চর্যাপদ কীসের সংকলন ?

উত্তর:- কবিতা / গানের সংকলন।

মনীর চৌধুরী

Prev Post

বিখ্যাত গানের রচয়িতা ও সুরকার

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy