জাতিসংঘ সম্পর্কে সাধারণ জ্ঞান
১. জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর:-মার্কিন ৩২ তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
২. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
উত্তর:- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
৩. জাতিসংঘ গঠনে প্রস্তবকারী দেশ কয়টি ?
উত্তর:- ৪টি । যথা: ১.সাবেক সোভিয়েত ইউনিয়ন, ২. চীন, ৩.যুক্তরাষ্ট্র, ৪. যুক্তরাজ্য ।
৪.জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তর:- ১ জানুয়ারি, ১৯৪২।
৫. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর:- ১৯৪৫ সালে ।
৬.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর:- ২৬জুন,১৯৪৫ সালে।
৭. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে ?
উত্তর:- ২৪ অক্টোবর, ১৯৪৫।
৮. জাতিসংঘ দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ২৪ অক্টোবর।
৯.জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
উত্তর:-৫১ টি।
১০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- নিউইয়র্ক ।
১১. জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:-জেনেভা, সুইজারল্যান্ড ।
১২. জাতিসংঘের বতমান সদস্য দেশ কয়টি?
উত্তর:- ১৯৩ টি ।
১৩.জাতিসংঘের মূল সনদ স্বাক্ষরকারী দেশ কয়টি ?
উত্তর:- ৫১ টি । ( যদিও পোল্যান্ড পরে স্বাক্ষর করে ) ।
১৪.জাতিসংঘের মূল সনদ রচয়িতা কে?
উত্তর:- Archibald Macliesh.
১৫. জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা কে?
উত্তর:-জন ডি. রকফেলার ।
১৬. জাতিসংঘ কার্যকরী ভাষা কয়টি?
উত্তর:- ২টি । (ইংরেজি ও ফরাসী ) ।
১৭. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর:- ৬ টি । (ইংরেজি, ফরাসী, রুশ, আরবি, চীনা, ও স্প্যানিশ ) ।
১৮. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
উত্তর:- ট্রিগভেলি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
১৯. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে ?
উত্তর:- কফি আনান (ঘানা) (৭ম)।
২০. উ-থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন ?
উত্তর:- মিয়ানমার।
২১. জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন ?
উত্তর:- উ-থান্ট ( মিয়ানমার ) ।
২২. জাতিসংঘের আয়ের মূল উৎস কী ?
উত্তর:- সদস্য দেশসমূহের চাঁদা।
২৩. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর:-জাপানের টোকিওতে ।
২৪. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর:-কোস্টারিকায় ।
২৫.জাতিসংঘের মূল ভবনের স্থাপতি কে ?
উত্তর:-ওয়ালেস কে.হ্যারিসন ( যুক্তরাজ্য ) ।
২৬.জাতিসংঘের মূল অঙ্গসংস্থা?
উত্তর:- ৬ টি ।
২৭. জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?
উত্তর:- জলপাই।
২৮. জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয় ?
উত্তর:- ১৯৪৮ সালে ।
২৯. জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরোস্ত্রাণের রঙ ?
উত্তর:- নীল ।
৩০. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে সাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ১৯৮২ সালে।
৩১. ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর:- ১১ .
৩২. জাতিসংঘের মহাসচিব এর মেয়াদ কয় বছর?
উত্তর:- ৫ বছর।
৩৩. জাতিসংঘ সদরদপ্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- ইস্ট নদীর তীরে ।
৩৪.জাতিসংঘের জনক ককে বলা হয় ?
উত্তর:- উড্রো উইলশনকে ।
৩৫. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?
উত্তর:-মহাসচিব।
৩৬. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে ?
উত্তর:-মহাসচিব।
৩৭. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন ?
উত্তর:- ইংরেজি অথবা ফরাসি।
৩৮. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিত ৫০ মরণোত্তর নোবেল পুরস্কার পান?
উত্তর:- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।
৩৯. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি ?
উত্তর:-মোনাকো । (১.৯৫ বর্গ কি.মি.)।
৪০.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি ?
উত্তর:- টরুভ্যালু।
৪১. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয় ?
উত্তর:-পোল্যান্ড।
৪২. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান ?
উত্তর:-দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।
৪৩. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত ?
উত্তর:-১৭ একর।
৪৪. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত ?
উত্তর:- নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
৪৫.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ?
উত্তর:-ডব্লিউ হ্যারিসন।
৪৬. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে ?
উত্তর:-২৯তম
৪৭. বাংলাদেশ কত সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়?
উত্তর:-১৯৮৮ সালে।