Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বাংলাদেশের জাতীয় সংসদ - bdjobbooks

admin 0 Comments

বাংলাদেশ বিষয়াবলী

  • বাংলাদেশের বৃহত্তম
  • বিভিন্ন খাত ও সহায়তাকারী দেশ
  • বিভিন্ন প্রকল্প উদ্বোধনের তারিখ
  • সাম্প্রতিক সূচকে বাংলাদেশ
  • বাংলাদেশের প্রথম পুরুষ প্রসঙ্গ
  • বাংলাদেশের প্রথম নারী প্রসঙ্গ
  • বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে প্রথম
  • বাংলাদেশের বিভিন্ন নদ-নদী
  • বিভিন্ন দ্বীপ সম্পর্কে
  • কাগুজে নোটের প্রথম প্রকাশ
  • কোন নোটে কোন ছবি থাকে
  • বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • সেনাবাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • নৌবাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিজিবি সম্পর্কে সাধারণ জ্ঞান
  • আনসার বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বাংলাদেশে আঘাত হানে ঘূণিঝড়ের নাম
  • ভ্যালি, বন্দর, সৈকত
  • বাংলাদেশের জাদুঘর পরিচিতি
  • বাংলাদেশের অস্থায়ী সরকার
  • দেশের বাইরে বাংলাদেশ
  • বিভিন্ন শব্দের পূর্ণরুপ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উপাধি
  • শেখ মুজিবের ৩ টি আত্নজীবনী
  • ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
  • ছয় দফা ও আগারতলা ষড়যন্ত্র মামলা
  • বাংলাদেশের জাতীয় সংসদ
  • বাংলাদেশের জাতীয় বিষয়
  • বাংলাদেশের জাতীয় দিবস সমূহ
  • বাংলাদেশের শ্রেষ্ঠ বিষয় সম্পর্কে
  • বাংলাদেশের সংবিধান
  • বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  • ডাক যোগাযোগ
  • বিভিন্ন চর সম্পর্কে
  • উপজাতি সম্পর্কে
  • মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের তালিকা
  • বিভিন্ন অপারেশন সমূহ
  • রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান
  • ঐতিহাসিক স্থান, স্থাপনা
  • দ্বীপ সম্পর্কে
  • সাত বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয়
  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
  • মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র
  • মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র
  • বিভিন্ন ফসলের উন্নত জাত
  • প্রাচীন বাংলার জনপদ
  • বাংলাদেশের সংবিধানের ৭ টি তফসিল
  • বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাসমূহ
  • বাংলাদেশের ক্ষুদ্রতম
  • বাংলাদেশের উচ্চতম
  • বাংলাদেশের দীর্ঘতম
  • বাংলাদেশের স্থলবন্দরের তালিকা
  • ভৌগোলিক উপনাম
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • বাংলাদেশের গুরুত্বপূণ পয়েন্টসমূহ
  • জাতীয় সংসদ নির্বাচন
  • বাংলাদেশের সমুদ্র বন্দর
  • বাংলাদেশের ইপিজেড সম্পর্কে
  • বাংলাদেশ সংবিধানের সংশোধনীসমূহ
  • বাংলাদেশের রাষ্ট্রপতিগণ
  • বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ
  • রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য পদবী
  • মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
  • কৃষি বিষয়ক গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • প্রাণিসম্পদ গবেষণা ও ইনস্টিটিউট সমূহ
  • মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র সমূহ
  • নদী গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সমূহ
  • ফল গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউট সমূহ
  • তাত, রাবার বোর্ড ও ইনস্টিটিউট সমূহ
  • জনসংখ্যা সংক্রান্ত গবেষণা কেন্দ্র সমূহ
  • বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান
  • বাংলাদেশের পানি শোধনাগার
  • বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সদস্য
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
  • প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস
  • বাংলাদেশের কৃষিশুমারি সমূহ
  • বাংলাদেশের লোক সঙ্গীত সমূহ
  • প্রাইমারির সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
  • বিভিন্ন নদীর উপনদী ও শাখা নদী সমূহ
  • বিভিন্ন নদীর তীরবর্তী শহর
  • বিভিন্ন নদীর পূর্ব নাম
  • বিভিন্ন নদীর মিলিত স্থল
  • বিভিন্ন নদীর প্রবেশের স্থান
  • বিভিন্ন নদীর উৎপত্তিস্থল
  • বাংলাদেশের ফেরিঘাটের অবস্থান
  • Lord Alfred Tennyson quotation
  • উৎপাদনে শীর্ষ জেলা
  • বাংলাদেশ ব্যংকের গভর্নরদের তালিকা
  • বিভিন্ন হেল্পলাইন নাম্বার
  • কোন জেলা কত সালে প্রতিষ্ঠিত
  • ঢাকা থেকে বিভিন্ন জেলার দূরত্ব
  • বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
  • কোন বিশেষ দিন কি বার ছিল
  • কোন বিভাগে কোন জেলা
  • বিভিন্ন উপজাতিদের অবস্থান
  • বিভিন্ন উপজাতিদের উৎসব সমূহ
  • বিভিন্ন উপজাতিদের ভাষা
  • বিভিন্ন উপজাতিদের ধর্ম সমূহ
  • বাংলাদেশের কৃষিজ সম্পদ
  • বাংলাদেশের মৎস্য সম্পদ
  • বাংলাদেশের বনজ সম্পদ
  • বাংলাদেশের খনিজ সম্পদ
  • বাংলাদেশের পনি সম্পদ
  • সুন্দরবন
  • শিল্প সম্পদ
  • পাট শিল্প
  • বাংলাদেশের কাগজকল
  • বাংলাদেশের চিনি শিল্প
  • সারখানা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বাংলাদেশের সিমেন্ট কারখানা
  • জাহাজ নির্মান কারখানা
  • আবহাওয়া ও জলবায়ু
  • বাংলাদেশের রণসংগীত
  • বাংলাদেশের ক্রীড়া সংগীত
  • বাংলাদেশের জাতীয় সংগীত
  • বাংলাদেশের জাতীয় প্রতীক
  • বাংলাদেশের জাতীয় পতাকা
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
  • মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG)
  • নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ জ্ঞান
  • দুর্নীতি দমন কমিশন (দুদক)
  • ঢাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
  • বাংলাদেশের জনসংখ্যা
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD)
  • পল্লী উন্নয়ন একাডেমী (RAD)
  • জাতীয় স্মৃতিসৌধ
  • মুজিবনগর স্মৃতিসৌধ
  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • অপরাজেয় বাংলা
  • তিন নেতার স্মৃতিসৌধ
  • বাংলাদেশের উল্লেখযোগ্য চুক্তি
  • কে কাকে শপথ পড়ান
  • বিভিন্ন সংস্থার সদর দপ্তর ঢাকায়
  • বহির্বিশ্বে বাংলাদেশ
  • বাংলাদেশের বর্তমান কে কত তম
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
  • শ্রেষ্ঠ ২০ জন বাঙালির তালিকা
  • স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ
  • সংবিধানের সকল সংখ্যা
  • বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান
  • বাংলাদেশের বিভিন্ন বিলের অবস্থান
  • বাংলাদেশের অবস্থান
  • বাংলাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • ঢাকার দর্শনীয় স্থান সমূহ
  • বিমান বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান
  • সাত জন বীরশ্রেষ্ঠের জীবনী
  • বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী
  • বাংলাদেশে বিভিন্ন একাডেমির অবস্থান
  • কন্যা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিভিন্ন সমুদ্র সৈকতের দৈর্ঘ
  • বিদ্যুৎ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত

বাংলাদেশের জাতীয় সংসদ

১.জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?

উত্তর:- আইয়ুব খান।

২. বাংলাদেশর আইনসভার নাম ?

উত্তর:- জাতীয় সংসদ।

৩. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর:- লুই আই কান।

৪.লুই আই কান কোন দেশের নাগরিক?

উত্তর:- যুক্তরাষ্ট্রের নাগরিক।

৫. জাতীয় সংসদ ভবন কোথায়?

উত্তর:- শেরে বাংলা নগর ঢাকা

৬. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর প্রতিষ্ঠিত ?

উত্তর:- ২১৫ একর।

৭ .জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?

উত্তর:- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।

৮.জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?

উত্তর:- ২৮ জানুয়ারী, ১৯৮২।

৯.বাংলাদেশের আইন সভার নাম কি?

উত্তর:- জাতীয় সংসদ ।

১০.বাংলাদেশের আইন কয় কক্ষ বিশিষ্ঠ ?

উত্তর:-এক কক্ষ বিশিষ্ঠ ।

১১. প্রথম  জাতীয় সংসদে নিবাচন  অনুষ্ঠিত হয় কবে ?

উত্তর:- ৭ই মার্চ ১৯৭৩ সালে ।

১২.জাতীয় সংসদের/ আইনসভার সভাপতি কে?

উত্তর:- স্পিকার ।

১৩.গণ-পরিষদের প্রথম অধিবেশনের সভাপকি কে ছিলেন ?

উত্তর:- মাওলানা আঃ রশিদ তর্কবাগীশ ।

১৪. গণ-পরিষদের প্রথম স্পিকার কে?

উত্তর:- শাহ আব্দুল হামিদ।

১৫. গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?

উত্তর:- মোহাম্মদ উল্ল্যাহ।

১৬.স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর:- মোহাম্মদ উল্ল্যাহ।

১৭.জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয়?

উত্তর:- স্পিকারের ভোটকে।

১৮. ফ্রোর ত্রুসিং কাকে বলে?

উত্তর:-  নিজ দলের বিপক্ষে অবস্থান বা অন্য দলে যোগদান ।

১৯.জাতীয় সংসদের নেতা কে ?

উত্তর:-প্রধানমন্ত্রী ।

২০. বাংলাদেশে একজন ভোটারের হবার জন্য সর্বনিম্ন বয়স  কত?

উত্তর:- ১৮ বছর ।

২১. বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার হবার জন্য সর্বনিম্ন বয়স  কত?

উত্তর:- ২৫ বছর ।

২২. বাংলাদেশে রাষ্ট্রপতি  হওয়ার হবার জন্য  সর্বনিম্ন বয়স  কত?

উত্তর:- ৩৫ বছর ।

২৩. বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার  হওয়ার হবার জন্য  সর্বনিম্ন বয়স  কত?

উত্তর:- ২৫ বছর ।

২৪. বাংলাদেশে জাতীয় সংসদ সদস্য  হওয়ার হবার জন্য  সর্বনিম্ন বয়স  কত?

উত্তর:- ২৫ বছর ।

২৫.জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?

উত্তর:- হ্যারি পাম ব্লুম।

২৬.জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?

উত্তর:- ৯ তলা।

২৭. জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?

উত্তর:- ১৫৫ ফুট।

২৮. বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?

উত্তর:- শাপলা ফুল।

২৯. জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?

উত্তর:- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

৩০. বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?

উত্তর:- ৩৫০ টি।

৩১. বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?

উত্তর:- ৩০০ টি।

৩২. প্রথম সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি ছিল ?

উত্তর:- ১৫ টি ।

৩৩. সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?

উত্তর:- ৫০ টি।

৩৪. বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?

উত্তর:- পঞ্চগড়-১।

৩৫. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?

উত্তর:- বান্দরবান।

৩৬.জাতীয় সংসদ ভবনে দর্শকদের  আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ৪৩০ টি।

৩৭. জাতীয় সংসদ ভবনে সাংবাদিকের  আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ৮০টি।

৩৮. জাতীয় সংসদ ভবনে কর্মকর্তাদের  আসন সংখ্যা কয়টি?

উত্তর:-৪১ টি।

৩৯. জাতীয় সংসদ ভবনে অতিথিদের  আসন সংখ্যা কয়টি?

উত্তর:-৫৬টি।

৪০.জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা কয়টি ?

উত্তর:- ৩৫৪টি ।

৪১. সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক মধ্যে ব্যবধান কতদিন?

উত্তর:- ৬০ দিন।

৪২. সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?

উত্তর:- ৩০ দিন।

৪৩. সংসদ অধিবেশন কে আহবান করেন?

উত্তর:- রাষ্ট্রপতি।

৪৪. সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?

উত্তর:- ৬০ জন।

৪৫. সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?

উত্তর:- দুই-তৃতীয়াংশ।

৪৬. একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?

উত্তর:- ৯০ কার্যদিবস।

৪৭. জাতীয় সংসদের  নিমার্ণ ব্যায় কত?

উত্তর:- ১৯৭ কোটি টাকা।

৪৮. জাতীয় সংসদ ভবনের পাশের লেকটির নাম কী?

উত্তর:- ক্রিসেন্ট লেক।

৪৯. সংসদে হুইপের  কাজ কী?

উত্তর:- শৃংখলা রক্ষা করা ।

৫০. সংসদের প্রধান কাজ কী ?

উত্তর:- আইন প্রণয়ন করা।

৫১.বিশেষ ক্ষমতা আইন প্রনীত হয় কত সালে?

উত্তর:- ১৯৭৪ সালে।

৫২. সরকারী বিল ‍কী ?

উত্তর:-মন্ত্রী কতৃক উৎথাপিত  বিল ।

৫৩.বেসরকারী  বিল ‍কী ?

উত্তর:- সংসদ সদস্য কতৃক উৎথাপিত  বিল

৫৪.বাংরাদেশের শাসনব্যবস্থা কোন ধরণের ?

 উত্তর:- পার্লামেন্টারি।

৫৫.বাংরাদেশের সরকারের কেন্দ্রীয় কার্যালয়ের নাম কী ?

 উত্তর:-বাংলাদেশ সচিবলায় ।

৫৬. বাংলাদেশ সরকার পদ্ধতি কোন ধরনের?

 উত্তর:-সংসদীয় পদ্ধতি।

৫৭.কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন ?

উত্তর:-যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মাশাল জোসেফ টিটো—৩১জুন,১৯৭৪ সালে এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি—১৮জুন, ১৯৭৪ সালে।

৫৮. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?

উত্তর:- এডভোকেট আবদুল হামিদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Prev Post

বাংলাদেশের জাতীয় বিষয়

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy