বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে প্রথম
| ক্রম | বাংলাদেশের প্রথম | নাম |
|---|---|---|
| ১ | বাংলাদেশের প্রথম স্যাটেলাইট | বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ |
| ২ | বাংলাদেশের প্রথম সার্চ ইজ্ঞিন | পিপিলিকা |
| ৩ | বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ | ভূটান |
| ৪ | বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির | সিটিসেল |
| ৫ | বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র | বেতবুনিয়া, রাঙ্গামাটি |
| ৬ | বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ | বাংলার দূত |
| ৭ | বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য | কমনওয়েলথ |
| ৮ | বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| ৯ | স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় | ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়ায় অবস্থিত ) |
| ১০ | বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা | যশোর |
| ১১ | বাংলাদেশের প্রথম প্রথম স্বাধীন জেলা | যশোর |
| ১২ | বাংলাদেশের প্রথম প্রথম ডিজিটাল জেলা | যশোর |
| ১৩ | বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা | মাগুড়া |
| ১৪ | বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম | কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম) |
| ১৫ | বাংলাদেশের প্রথম সাইবার সিটি | সিলেট |
| ১৬ | বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী | সিলেট |
| ১৭ | বাংলাদেশের প্রথম প্রাইভেট পলিটেকনিক | এ ভি এ এস পলিটেকনিক ইন্সটিটিউট |
| ১৮ | বাংলাদেশের প্রথম রণতরী | বি. এন. এস. পদ্মা |
| ১৯ | বাংলাদেশে প্রথম বাংলা চলচ্চিত্র | মুখ ও মুখোশ |
| ২০ | বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলনের তারিখ | ০৪ মার্চ, ১৯৭২ |
| ২১ | বাংলাদেশের প্রথম বিমান চালু হয় | ৪ ফেব্রুয়ারি ১৯৭২ |
| ২২ | বাংলাদেশের প্রথম মডেল খানা | ভালুকা, ময়মনসিংহ |
| ২৩ | বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয | ০২ মার্চ, ১৯৭১ সালে |
| ২৪ | বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন | কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন |
| ২৫ | প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয় | ১৯৭৪ |
| ২৬ | বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল | জীবন তরী |
| ২৭ | বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় | ৭ মার্চ, ১৯৭৩ |
| ২৮ | বাংলাদেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় | রাজশাহী |
| ২৯ | বাংলাদেশ প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেন | ১৯৮৪ ,লসএঞ্জেলস |
| ৩০ | বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় | গজারিয়া |
| ৩১ | বাংলাদেশ প্রথম টেস্ট খেলার মর্যাদা পায় | ২৬জুন, ২০০০ |
| ৩২ | বাংলাদেশ প্রথম ওয়াডে খেলার মর্যাদা পায় | ১৯৯৭ |
| ৩৩ | কোন বিদেশী মিশনে প্রথম পতাকা উত্তোলন করা হয় | কলকাতা |
| ৩৪ | জাতীয় পতাকাকে সরকারী গৃহীত করা হয় | ১৭জানু, ১৯৭২ |
| ৩৪ | বাংলাদেশের প্রথম জাদুঘর | বরেন্দ্র জাদুঘর |
| ৩৫ | বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী | সারদা, রাজশাহী |
| ৩৬ | বাংলাদেশের প্রথম বয়স্ক ভাতা চালু হয় | ১৯৯৮ |
| ৩৭ | বাংলাদেশের প্রথম ডাক টিকেটে কিসের ছবি ছিল | শহীদ মিনারের |
| ৩৮ | ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় | ১৬১০ সালে |
