বিভিন্ন নাটকের প্রধান চরিত্র
| নাটক | চরিত্র | রচয়িতা |
|---|---|---|
| নীলদর্পণ | গোলকবসু, নবীনমাধব, বিন্দুমাধব, সাবিত্রী, সরলতা | দীনবন্ধু মিত্র |
| নবীন তপস্বিনী | জলধর, জগদম্ভা, মালতী | দীনবন্ধু মিত্র |
| লীলাবতী | ললিত লীলাবতী, নদেরচাঁদ, হেমচাঁদ | দীনবন্ধু মিত্র |
| কমলে কামিনী | শিখণ্ডীবাহন, রনকল্যনী | দীনবন্ধু মিত্র |
| শর্মিষ্ঠা | যযাতি, দেবয়ানী, সরমিস্থা, পূর্ণিমা | মাইকেল মধুসূদন দত্ত |
| পদ্মাবতী | ইন্দ্রনীল, পদ্মাবতি, রতিদেবী, সুরজাদেবী, বসুমতী | মাইকেল মধুসূদন দত্ত |
| কৃষ্ণকুমারী | ভীমতসিংহ, জগৎসিংহ, কৃষ্ণকুমারী, মদনিকা | মাইকেল মধুসূদন দত্ত |
| মায়াকানন | অজয়, ইন্দুমতী, সুনন্দা, শশিকলা, কাঞ্চনমালা | মাইকেল মধুসূদন দত্ত |
| রাজা ও রানী | বিক্রম, সুমিত্রা | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ডাকঘর | অমল, সুধা, মাধাব দত্ত | রবীন্দ্রনাথ ঠাকুর |
| অচলায়তন | পঞ্চক, মহাপঞ্চক, সুভদ্র, দাদাঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুর |
| রক্তকরবী | নন্দিনী, রঞ্জন | রবীন্দ্রনাথ ঠাকুর |
| গৃহ প্রবেশ | যতীন, মণি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| বিসরজন | গোবিন্দমানিক্য, রঘুপতি, অপর্ণা, জয়সিংহ | রবীন্দ্রনাথ ঠাকুর |
| মালিনী | মালিনী, সুপ্রিয়া, ক্ষেমক্ষর | রবীন্দ্রনাথ ঠাকুর |
| প্রায়সছিত্ত | প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বসন্তরায় | রবীন্দ্রনাথ ঠাকুর |
| শারদোৎসব | উপনন্দ, লক্ষেশ্বর, ঠাকুরদা | রবীন্দ্রনাথ ঠাকুর |
| গোড়ায় গলদ | গদাই, ইন্দুমতী, কমলমুখী | রবীন্দ্রনাথ ঠাকুর |
| চিরকুমার সভা | পূর্ণ, শ্রী, বিপিন | রবীন্দ্রনাথ ঠাকুর |
| রক্তাক্ত প্রান্তর | জোহরা, জরিনা, হিরণবালা, ইব্রাহিম কার্দি | মনীর চৌধুরী |
| প্রতাপ সিংহ | শক্তিসিংহ, দৌলতউন্নিঘা, মেহেরউন্নিসা | দ্বিজেন্দ্রলাল রায় |
| দুর্গাদাস | দুর্গাদাস, দিলীর খাঁ, ঔরঙ্গজেব | দ্বিজেন্দ্রলাল রায় |
| মেবার পতন | অমর সিংহ, গোবিন্দ সিংহ, অজয় সিংহ | দ্বিজেন্দ্রলাল রায় |
| প্রফুল্ল | প্রফুল্ল,রমেশ,যোগেশ,জগমনি,ভজহরি | গিরিশ চন্দ্র ঘোষ |
| জনা | জনা,নীলধ্বজ,প্রবীর,মদনমুঞ্জরী,অর্জুন | গিরিশ চন্দ্র ঘোষ |
| বলিদান | করুনাময়,কিরনময়ঈ,হিরন্ময়ঈ,জ্যোতির্ময়ী | গিরিশ চন্দ্র ঘোষ |
| সিরাজদৌল্লা | সিরাজ,রায়দুর্লভ,মীরজাফর,মীরমদন,করিমচাচা | গিরিশ চন্দ্র ঘোষ |
