Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

শরৎচন্দ্র চট্টো পাধ্যায় - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

শরৎচন্দ্র চট্টো পাধ্যায়

১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনি’ পদক লাভ করেন ?

উত্তর:-১৯২৩।

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি ?

উত্তর:-শ্রীকান্ত ।

৩. অপরাজেয় কোথাশিল্প কার ছদ্মনাম ?

উত্তর:-শরৎচন্দ্র চট্টোপাধায় ।

৪. সাহিত্যে বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডী,লিট ডিগ্রি প্রদান করা হয় ?

উত্তর:-ঢাকা বিশ্ববিদ্যালয়।

৫. ‘পথের দাবী’উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর:-শরৎচন্দ্রচ ট্টোপাধ্যায় ।

৬. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বৃটিশ সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল ?

উত্তর:-পথের দাবী ।

৭. ‘গৃহদাহ’উপন্যাসের লেখক কে ?

উত্তর:-শরৎচন্দ্রচ ট্টোপাধ্যায় ।

৮. ‘অভয়’শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ?

উত্তর:-শ্রীকান্ত ।

৯. ‘ষোড়শী’শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ?

উত্তর:-নাটক ।

১০.কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস ?

উত্তর:-দেনাপাওনা ।

১১.কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় ?

উত্তর:-মৃত্যুক্ষুধা ।

১২. নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতৃক রচিত নয় ?

উত্তর:-পথের পাঁচালি ।

১৩.কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় ?

উত্তর:-অপরাজিত ।

১৪. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের শ্রেষ্ঠ উপন্যাসিক ?

উত্তর:-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৫. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ?

উত্তর:-শ্রীকান্ত।

১৬. কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতৃক রচিত নয় ?

উত্তর:-চোখের বালি ।

১৭. ‘হেমাঙ্গিনী’ও ‘কাদম্বিনী’কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র ?

 উত্তর:- মেজদিদি ।

১৮. রোহিণী – বিনোদিনী – কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র ?

উত্তর:-কৃষ্ণকান্তের উইল – চোখের বালি– চরিত্রহীন ।

১৯. কোনটি ঠিক ?

উত্তর:-পথের দাবি [ উপন্যাস ]

২০. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় ?

উত্তর:-অপরাজিতা ।

২১. গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ?

উত্তর:-সুরেশ ও অচলা ।

২২.নিচের কোনটি শরৎচন্দ্রের আত্নজীবনী মূলক উপন্যাস ?

উত্তর:-শ্রীকান্ত ।

২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকমের জন্য খ্যাতি অজন করেছেন ?

উত্তর:-উপন্যাস ।

২৪. কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় ?

উত্তর:-সুরবালা ।

২৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে ?

উত্তর:-গৃহদাহ ।

২৬. কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় ?

উত্তর:-ষোড়শী ।

শওকত ওসমান

Prev Post

শহীদুল্লা কায়সার

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy