জনপ্রিয় সফটওয়্যারের নাম
ক্রম | শর্টকাট | ব্যবহার |
---|---|---|
১ | Ctrl + A | সিলেক্ট অল |
২ | Ctrl + B | টেক্সট বোল্ড |
৩ | Ctrl + C | কোন কিছু কপি করা |
৪ | Ctrl + D | ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা |
৫ | Ctrl + E | সেন্টার এলাইনমেন্ট করা। |
৬ | Ctrl + F | কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা |
৭ | Ctrl + G | গো টু কমান্ড |
৮ | Ctrl + H | রিপ্লেস কমান্ড |
৯ | Ctrl + I | টেক্সট ইটালিক |
১০ | Ctrl + J | টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা |
১১ | Ctrl + K | হাইপারলিংক তৈরী করা |
১২ | Ctrl + L | টেক্সট লেফট এলাইনমেন্ট করা |
১৩ | Ctrl + M | ইনভেন্ট দেয়ার জন্য |
১৪ | Ctrl + N | নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য |
১৫ | Ctrl + O | পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য |
১৬ | Ctrl + P | ডকুমেন্ট প্রিন্ট |
১৭ | Ctrl + Q | প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য |
১৮ | Ctrl + R | টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা |
১৯ | Ctrl + S | ফাইল সেভ |
২০ | Ctrl + T | ইনডেন্ট পরিবর্তন করার জন্য |
২১ | Ctrl + U | টেক্সট আন্ডারলাইন। |
২২ | Ctrl + V | টেক্সট পেষ্ট করার জন্য |
২৩ | Ctrl + W | ফাইল বন্ধ করার জন্য |
২৪ | Ctrl + X | ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য |
২৫ | Ctrl + Y | রিপিট করার জন্য। |
২৬ | Ctrl + Z | আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা |
২৭ | SHIFT+ DELETE | সরাসরি ফাইল ডিলিট করা |
২৮ | SHIFT+ right click | অতিরিক্ত শর্টকাট সহ মেনু |
২৯ | SHIFT+ double click | বিকল্প ডিফল্ট কমান্ড |
৩০ | SHIFT+F10 | নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু |
৩১ | SHIFT | অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন |
৩২ | SHIFT+ Windows Logo + M | মিনিমাইজ আনডু করা |
৩৩ | Ctrl + End | খুলে থাকা ডকুমেন্টস এর একদম শেষের অংশে যেতে |
৩৪ | Ctrl + Del | সিলেক্ট করা অংশ delete করবার জন্য |
৩৫ | Ctrl + Ins | সিলেক্ট করা অংশ Cooy করবার জন্য |
৩৬ | Ctrl + Home | ডকুমেন্টস এর একদম প্রথমে বা শুরুতে যেতে |
৩৭ | Ctrl + left arrow | কোনো শব্দের বাঁদিকে যেতে |
৩৮ | Ctrl + right arrow | কোনো শব্দের ডানদিকে যেতে |
৩৯ | Windows Logo +L | কম্পিউটার লক করা |
৪০ | Windows Logo+ M | সব প্রোগ্রাম মিনিমাইজ করা |
৪১ | Windows Logo+F | Files অথবা Folders খোজাঁ |
৪২ | Windows Logo+V | ক্লিপবোর্ড চালু করা |
৪৩ | Windows Logo+K | Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা |
৪৪ | Windows Logo+I | Mouse Properties ডায়ালগ বক্স চালু করা |
৪৫ | Win+D | উইন্ডোজে ওপেন থাকা প্রোগ্রাম শো/ হাইড করতে ব্যবহৃত হয় |
৪৬ | Win+E | ফাইল এক্সপ্লোরার খোলা হয় |
৪৭ | Win+R | রান প্রোগ্রাম ওপন করার কাজে ব্যবহৃত হয় |
৪৮ | Win+Tab | টাস্ক ভিউ ওপেন করা হয়। |
৪৯ | Win+Up Arrow Key | খোলা ফাইল মেক্সিমাইজ করার কাজে ব্যবহৃত হয়। |
৫০ | Win+Break Key | সিস্টেম প্রোপারটিজ ডায়লগ বক্স ওপেন করা হয়। |
৫১ | Alt+Tab | ওপেনকৃত প্রোগ্রাম বাছাই করার কাজে ব্যবহৃত হয় |
৫২ | Ctrl+Shift+Esc | টাস্ট ম্যানেজার ওপেন করা হয় |
৫৩ | Ctrl+Esc | স্টার্ট মেনু ওপেন করা হয় |
৫৪ | Alt+F4 | চালু প্রোগ্রাম বন্ধ করার কাজে ব্যবহৃত হয় |
কী–বোর্ড এর কোন বাটনের কাজ কি?
1. Alt Key : Alternate অর্থাৎ বিকল্প কি। Alt Key সাথে অন্য আরেকটি key চেপে ধরে রেখে আপনারা কম্পিউটারের বিকল্প কাজগুলো করতে পারবেন।
2. F1-F12 : এগুলোকে কম্পিউটারের function keys বলা হয়। এই প্রত্যেকটি key গুলোর বিকল্প কিছু কমান্ড রয়েছে।
3. Tab Key : কার্সরকে পরবর্তী Tab স্পেসে যেতে সাহায্য করে থাকে।
4. Backspace Key : আগের অবস্থানে থাকা অক্ষরটি মুছতে বা ডিলিট করতে সাহায্য করে।
5. Caps lock key : এই key এর সাহায্যে সব লেখা বড় হাতের অক্ষরে লিখতে পারবেন।
6. Shift key : কোন একটি অক্ষর কে বড় বা ছোট অক্ষরের টাইপ করার জন্য এই key ব্যবহার করা হয়।
7. Enter Key : এই key তে চাপলে নতুন লাইন থেকে লিখা শুরু হয়।
8. Delet Key : কোনো অক্ষর বা বাক্য মুছতে সাহায্য করে।
9. Page Up : কার্সার কে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে ।
10. Page Down : কার্সরকে নিচের দিকে নামাতে সাহায্য করে।
F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা যায়। Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।
F3 : কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয় F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
F10 : কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল–স্ক্রিন মোড অন–অফ করা হয়।
F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট।