Blue tooth
১. Blue tooth উদ্ভবন করেন কে ?
উত্তর:- এরিকসন ( ১৯৪৫)।
২. Blue tooth যার নামানুসারে নামকরণ করা হয় ?
উত্তর:- ডেনমার্কের রাজা হেরাল্ড ব্ল-টুথ এর নাম থেকে।
৩. Blue tooth কোন ধরনের নেটওয়ার্ক ?
উত্তর:-এটি PAN নেটওয়ার্ক এর আওতাভূক্ত।
৪. Blue tooth এর স্ট্যান্ডার্ড ভার্সন হলো ?
উত্তর:- IEEE802.15
৫. Blue tooth এর রেঞ্জ বা দূরত্ব কতো ?
উত্তর:- ১০ থেকে ১০০ মিটার।
৬. Blue tooth এর স্পীড বা গতি কত ?
উত্তর:- ০.৭২-২৫ Mbps.
৭. Blue tooth এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত ?
উত্তর:- 2.4GHZ-2.436GHZ.
৮. Blue tooth ব্যান্ডউইথ কত ?
উত্তর:-800kbps.