Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

গুগল সম্পর্কে - bdjobbooks

admin 0 Comments

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

  • সামাজিক যোগাযোগ সাইটের প্রতিষ্ঠাকাল
  • সংক্ষিপ্ত শব্দের পুর্নরুপ
  • তথ্য প্রযুক্তির জনক বিষায়ক
  • ইনপুট ও আউটপুট ডিভাইস
  • জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম
  • জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম
  • জনপ্রিয় সফটওয়্যারের নাম
  • প্রোগ্রামিং ও ডাটাবেজ ল্যাংগুয়েজ
  • বিভিন্ন বাইটের পরিমাণ
  • কম্পিউটারে সেকেন্ডের পরিমাপ
  • কম্পিউটারে কীবোর্ড শর্টকাট
  • Blue tooth
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১
  • গুগল সম্পর্কে

গুগল সম্পর্কে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইন্জিন হচ্ছে গুগল এটি প্রতি মাসে প্রায় ৮০ থেকে ৯০ বিলিয়ন মানুষ ব্যবহার করে থাকে।

১. গুগলের পূর্ণ নাম কি?

উত্তর:- গুগল ইনকর্পোরেটেড (Google Incorporated) ।

২. গুগল কোন দেশের কোম্পানী?

উত্তর:- গুগল একটি মার্কিন বহুজাতিক কোম্পানী।

৩. গুগল কি ধরনের কোম্পানী?

উত্তর:- ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানী।

৪. গুগল কেন বিখ্যাত?

উত্তর:- গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং’র জন্য বিশ্বখ্যাত।

৫. গুগলের প্রধান কার্যালয় কোথায়?

উত্তর:- ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে।

৬. প্রাইভেট কোম্পানী হিসেবে গুগল প্রথম ইনকর্পোরেট হয় কত তারিখে?

উত্তর:- ১৯৯৮ সনের ৪ই সেপ্টেম্বর।

৭. গুগলের প্রথম শেয়ার ছাড়া হয় কত তারিখে?

উত্তর:- ২০০৪ সনের ১৯শে আগস্ট

৮. গুগলের সেবাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে….

উত্তর:- সার্চ ইন্জিন, জিমেইল, গুগল ডকস, গুগল+, গুগল ক্রোম, পিকাসা, হ্যাংআউট।

৯. গুগল প্রতিষ্ঠিত হয় কত তারিখে?

উত্তর:- ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর।

১০. গুগলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন

প্রথম বিশ্বযুদ্ধ

Prev Post

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy