বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১
১. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে ?
উত্তর:- ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা।
২. বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উত্তর:- ৫৭ তম।
৩. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উত্তর:- ৪০ টি।
৪. বাংলাদেশ ব্যবহার করবে কয়টি ট্রান্সপন্ডার ?
উত্তর:- ২০টি ট্রান্সপন্ডার।
৫. মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ এর অবস্থান কোথায় ?
উত্তর:- ১১৯.১০ পূর্ব দ্রাঘিমাংশে।
৬. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উত্তর:- ২০১২ সালে।
৭. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উত্তর:- ২০১৫ সালে।
৮. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের কোন প্রতিষ্ঠান?
উত্তর:- থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
৯. এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উত্তর:- ২ হাজার ৯৬৭ কোটি টাকা।
১০. এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উত্তর:- ফ্যালকন ৯, ব্লক ৫।
১১. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উত্তর:- মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স ।
১২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর ওজন কত?
উত্তর:- ৩ হাজার ৫০০ কেজি
১৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল কত?
উত্তর:- ১৫ বছর
১৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নিয়ন্ত্রন করবে কে?
উত্তর:- থ্যালেস ও বিটিআরসি
১৫. ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উত্তর:- ১ হাজার ৬০০ মেগাহার্টজ।
১৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট –১ কোন ধরনের স্যাটেলাইট?
উত্তর:- Geostationary
১৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ বহনকারী রকেটের নাম
উত্তর:- ফ্যালকন–৯।
১৮. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ নিজস্ব কক্ষপথে পৌঁছে ?
উত্তর:- ২১ মে ২০১৮।
১৯. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ কবে বাংলাদেশ বুঝে পায় ?
উত্তর:- ৯ নভেম্বর ২০১৮।
২০. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ?
উত্তর:- ১ অক্টোবর ২০১৯।
২১ বঙ্গবন্ধু স্যাটেলাইট –২ কোন ধরনের স্যাটেলাইট?
উত্তর:- Earth Observation
২২. বঙ্গবন্ধু স্যাটেলাইট –২ নিক্ষেপ করা হবে কবে ?
উত্তর:- ২০২৩ সালে (গ্লাভকসমস(রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান))