Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

কম্পিউটারে কীবোর্ড শর্টকাট - bdjobbooks

admin 0 Comments

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

  • সামাজিক যোগাযোগ সাইটের প্রতিষ্ঠাকাল
  • সংক্ষিপ্ত শব্দের পুর্নরুপ
  • তথ্য প্রযুক্তির জনক বিষায়ক
  • ইনপুট ও আউটপুট ডিভাইস
  • জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম
  • জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম
  • জনপ্রিয় সফটওয়্যারের নাম
  • প্রোগ্রামিং ও ডাটাবেজ ল্যাংগুয়েজ
  • বিভিন্ন বাইটের পরিমাণ
  • কম্পিউটারে সেকেন্ডের পরিমাপ
  • কম্পিউটারে কীবোর্ড শর্টকাট
  • Blue tooth
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১
  • গুগল সম্পর্কে

জনপ্রিয় সফটওয়্যারের নাম

ক্রমশর্টকাটব্যবহার
১Ctrl + Aসিলেক্ট অল
২Ctrl + Bটেক্সট বোল্ড
৩Ctrl + Cকোন কিছু কপি করা
৪Ctrl + Dফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা
৫Ctrl + Eসেন্টার এলাইনমেন্ট করা।
৬Ctrl + Fকোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা
৭Ctrl + Gগো টু কমান্ড
৮Ctrl + Hরিপ্লেস কমান্ড
৯Ctrl + Iটেক্সট ইটালিক
১০Ctrl + Jটেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা
১১Ctrl + Kহাইপারলিংক তৈরী করা
১২Ctrl + Lটেক্সট লেফট এলাইনমেন্ট করা
১৩Ctrl + Mইনভেন্ট দেয়ার জন্য
১৪Ctrl + Nনতুন কোন ডকুমেন্ট খোলার জন্য
১৫Ctrl + Oপূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য
১৬Ctrl + Pডকুমেন্ট প্রিন্ট
১৭Ctrl + Qপ্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য
১৮Ctrl + Rটেক্সটকে রাইট এলাইনমেন্ট করা
১৯Ctrl + Sফাইল সেভ
২০Ctrl + Tইনডেন্ট পরিবর্তন করার জন্য
২১Ctrl + Uটেক্সট আন্ডারলাইন।
২২Ctrl + Vটেক্সট পেষ্ট করার জন্য
২৩Ctrl + Wফাইল বন্ধ করার জন্য
২৪Ctrl + Xডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য
২৫Ctrl + Yরিপিট করার জন্য।
২৬Ctrl + Zআন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা
২৭SHIFT+ DELETEসরাসরি ফাইল ডিলিট করা
২৮SHIFT+ right clickঅতিরিক্ত শর্টকাট সহ মেনু
২৯SHIFT+ double clickবিকল্প ডিফল্ট কমান্ড
৩০SHIFT+F10নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু
৩১SHIFTঅটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন
৩২SHIFT+ Windows Logo + Mমিনিমাইজ আনডু করা
৩৩Ctrl + Endখুলে থাকা ডকুমেন্টস এর একদম শেষের অংশে যেতে
৩৪Ctrl + Delসিলেক্ট করা অংশ delete করবার জন্য
৩৫Ctrl + Insসিলেক্ট করা অংশ Cooy করবার জন্য
৩৬Ctrl + Homeডকুমেন্টস এর একদম প্রথমে বা শুরুতে যেতে
৩৭Ctrl + left arrowকোনো শব্দের বাঁদিকে যেতে
৩৮Ctrl + right arrowকোনো শব্দের ডানদিকে যেতে
৩৯Windows Logo +Lকম্পিউটার লক করা
৪০Windows Logo+ Mসব প্রোগ্রাম মিনিমাইজ করা
৪১Windows Logo+FFiles অথবা Folders খোজাঁ
৪২Windows Logo+Vক্লিপবোর্ড চালু করা
৪৩Windows Logo+KKeyboard Properties ডায়ালগ বক্স চালু করা
৪৪Windows Logo+IMouse Properties ডায়ালগ বক্স চালু করা
৪৫Win+Dউইন্ডোজে ওপেন থাকা প্রোগ্রাম শো/ হাইড করতে ব্যবহৃত হয়
৪৬Win+Eফাইল এক্সপ্লোরার খোলা হয়
৪৭Win+Rরান প্রোগ্রাম ওপন করার কাজে ব্যবহৃত হয়
৪৮Win+Tabটাস্ক ভিউ ওপেন করা হয়।
৪৯Win+Up Arrow Keyখোলা ফাইল মেক্সিমাইজ করার কাজে ব্যবহৃত হয়।
৫০Win+Break Keyসিস্টেম প্রোপারটিজ ডায়লগ বক্স ওপেন করা হয়।
৫১Alt+Tabওপেনকৃত প্রোগ্রাম বাছাই করার কাজে ব্যবহৃত হয়
৫২Ctrl+Shift+Escটাস্ট ম্যানেজার ওপেন করা হয়
৫৩Ctrl+Escস্টার্ট মেনু ওপেন করা হয়
৫৪Alt+F4চালু প্রোগ্রাম বন্ধ করার কাজে ব্যবহৃত হয়

কী–বোর্ড এর কোন বাটনের কাজ কি?

  

1. Alt Key : Alternate অর্থাৎ বিকল্প কি। Alt Key সাথে অন্য আরেকটি key চেপে ধরে রেখে আপনারা কম্পিউটারের বিকল্প কাজগুলো করতে পারবেন।

2. F1-F12 : এগুলোকে কম্পিউটারের function keys বলা হয়। এই প্রত্যেকটি key গুলোর বিকল্প কিছু কমান্ড রয়েছে।

3. Tab Key : কার্সরকে পরবর্তী Tab স্পেসে যেতে সাহায্য করে থাকে।

4. Backspace Key : আগের অবস্থানে থাকা অক্ষরটি মুছতে বা ডিলিট করতে সাহায্য করে।

5. Caps lock key : এই key এর সাহায্যে সব লেখা বড় হাতের অক্ষরে লিখতে পারবেন।

6. Shift key : কোন একটি অক্ষর কে বড় বা ছোট অক্ষরের টাইপ করার জন্য এই key ব্যবহার করা হয়।

7. Enter Key : এই key তে চাপলে নতুন লাইন থেকে লিখা শুরু হয়।

8. Delet Key : কোনো অক্ষর বা বাক্য মুছতে সাহায্য করে।

9. Page Up : কার্সার কে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে ।

10. Page Down : কার্সরকে নিচের দিকে নামাতে সাহায্য করে।

 

F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।

F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা যায়। Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।

F3 : কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।

F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।

F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয় F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।

F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।

F10 : কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল–স্ক্রিন মোড অন–অফ করা হয়।

F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট।

জনপ্রিয় সফটওয়্যারের নাম

Prev Post

বিভিন্ন হেল্পলাইন নাম্বার

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy