Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১ - bdjobbooks

admin 0 Comments

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

  • সামাজিক যোগাযোগ সাইটের প্রতিষ্ঠাকাল
  • সংক্ষিপ্ত শব্দের পুর্নরুপ
  • তথ্য প্রযুক্তির জনক বিষায়ক
  • ইনপুট ও আউটপুট ডিভাইস
  • জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম
  • জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম
  • জনপ্রিয় সফটওয়্যারের নাম
  • প্রোগ্রামিং ও ডাটাবেজ ল্যাংগুয়েজ
  • বিভিন্ন বাইটের পরিমাণ
  • কম্পিউটারে সেকেন্ডের পরিমাপ
  • কম্পিউটারে কীবোর্ড শর্টকাট
  • Blue tooth
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১
  • গুগল সম্পর্কে

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ১

১. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে ?

উত্তর:- ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা।

২. বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?

উত্তর:- ৫৭ তম।

৩. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?

উত্তর:- ৪০ টি।

৪. বাংলাদেশ ব্যবহার করবে কয়টি ট্রান্সপন্ডার ?

উত্তর:- ২০টি ট্রান্সপন্ডার।

৫. মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ এর অবস্থান কোথায় ?

উত্তর:- ১১৯.১০ পূর্ব দ্রাঘিমাংশে।

৬.  বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?

উত্তর:- ২০১২ সালে।

৭. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?

উত্তর:- ২০১৫ সালে।

৮. বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের কোন প্রতিষ্ঠান?

উত্তর:- থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।

৯. এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?

উত্তর:- ২ হাজার ৯৬৭ কোটি টাকা।

১০. এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?

উত্তর:-  ফ্যালকন ৯, ব্লক ৫।

১১. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?

উত্তর:- মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স ।

১২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর ওজন কত?

উত্তর:- ৩ হাজার ৫০০ কেজি

১৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল কত?

উত্তর:- ১৫ বছর

১৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নিয়ন্ত্রন করবে কে?

উত্তর:- থ্যালেস ও বিটিআরসি

১৫. ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?

উত্তর:- ১ হাজার ৬০০ মেগাহার্টজ।

১৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট –১ কোন ধরনের স্যাটেলাইট?

উত্তর:- Geostationary

১৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ বহনকারী রকেটের নাম

উত্তর:- ফ্যালকন–৯।

১৮. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ নিজস্ব কক্ষপথে পৌঁছে ?

উত্তর:- ২১ মে ২০১৮।

১৯. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ কবে বাংলাদেশ বুঝে পায় ?

উত্তর:- ৯ নভেম্বর ২০১৮।

২০. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট–১‘ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ?

উত্তর:- ১ অক্টোবর ২০১৯।

২১ বঙ্গবন্ধু স্যাটেলাইট –২ কোন ধরনের স্যাটেলাইট?

উত্তর:- Earth Observation

২২. বঙ্গবন্ধু স্যাটেলাইট –২ নিক্ষেপ করা হবে কবে ?

উত্তর:- ২০২৩ সালে (গ্লাভকসমস(রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান))

গুগল সম্পর্কে

Prev Post

Blue tooth

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy